আমি অনাচার আক্রান্ত ভূ-খন্ডের পাপী বলে-
লয়হীন যন্ত্রনা বয়ে বয়ে উর্বব মস্তিস্ক পুড়ে গেছে
কষ্টের মার্তণ্ড তাপে-
কখনো দেখেছ কি?
আমার অশ্রুর অকুল পাথার,
অথবা নিশাপতির হলুদ আলোর পোড়া দাগ?
যা তুমি দিয়েছ-
গগনচূম্বী অভিশাপের মাথা কেটে আমার বুকে!
ইন্দ্রালয় থেকে বিতাড়িত শয়তান কু-মন্ত্রনা দেয়-
আমাকে প্রতিনিয়ত,
দেখে বুঝে ভুলে যাই প্রয়ান স্মরণ-
একাত্মতা তৈরী হয়েছে আমাদের বন্ধুর মত;
যেমনটা তুমি ছিলে হারানোর আগে যাবার বেলায়-
নিছক হুর-পরী জান্নাতের মোহে বিভোর পাপীর কন্ঠের শান্তির শ্লোগান।
নভোমণ্ডল জুড়ে ঘৃনার বায়ু
তোমার প্রতিবাক্য ফিরিয়ে দেয় চরম উৎকন্ঠায়-
কে যেন ওপাশ থেকে ক্ষীণগলায় কেঁদে বলে?
তুই মিথ্যুক, তুই মিথ্যুক!
গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-
পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;
তাই তো
আমার সংগ্রহে জমে থাকে শুন্য।
১২টি মন্তব্য
ইকবাল কবীর
ভালো লিখেছেন। চালিয়ে যান।
ছাইরাছ হেলাল
শূন্যতার সংগ্রহ কিছু কম নয়,
এই শূন্যতা থেকেই পূর্ণতা হয়ত এসে যাবে, কোন না কোন ভাবে।
নৃ মাসুদ রানা
বেশ ভালো লিখেছেন…
বন্যা লিপি
তোমার প্রতিবাক্য ফিরিয়ে দেয় চরম উৎকন্ঠায়-
কে যেন ওপাশ থেকে ক্ষীণগলায় কেঁদে বলে?
তুই মিথ্যুক, তুই মিথ্যুক!
গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-
পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;
তাই তো
আমার সংগ্রহে জমে থাকে শুন্য।
শুন্যতা ভরে উঠুক শুদ্ধিতায়।
আলো আসুক জীবনভরে।
শুভ কামনা নাতি।
ফয়জুল মহী
অনবদ্য লেখা, ভালো লাগলো।
জিসান শা ইকরাম
শূন্যতা থেকেই অসীম কিছুর আরম্ভ।
ভাল লেগেছে কবিতা।
শুভ কামনা।
পর্তুলিকা
বিষাদের ফল সুস্বাদু হয়না।
সুন্দর কবিতা।
সুরাইয়া পারভীন
ঘৃনা ক্ষোভ বিরহ না পাওয়ার যন্ত্রণা সব মিলিয়ে বিষণ্ণ বিষাদের ভরে উঠেছে কবিতা। আর বিরহ আমার পরম আপন। চমৎকার লিখেছেন ভাইয়া
সুপায়ন বড়ুয়া
“ইন্দ্রালয় থেকে বিতাড়িত শয়তান
কু-মন্ত্রনা দেয়-আমাকে প্রতিনিয়ত,”
বিষাদে থেকো না বন্ধু
কু-মন্ত্রনা দেবে ঘিরে।
শুভ কামনা।
নিতাই বাবু
সুন্দর একটা কবিতা পড়লাম। সত্যি মুগ্ধ হলাম। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।
শান্ত চৌধুরী
গোপন অভিপ্রায় থেকে মুছে যায়-
পাওয়া না পাওয়ার জটিল যোগ-বিয়োগ;
তাই তো
আমার সংগ্রহে জমে থাকে শুন্য।
সুন্দর ভাবনা ….
দেবজ্যোতি কাজল
ভাল