ছেলেবেলা থেকেই ছবি তোলার শখ আছে , কিন্তু দামী ক্যামেরা কেনার সামর্থ্য নাই ।
ভাঙ্গাচোরা মোবাইলের ক্যামেরা দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করি ।
সেইসব ছবি থেকে আমার কিছু পছন্দের ছবি সোনেলার জন্য ।
কিছু ছবিতে নিজের হাতে তৈরী পঞ্চাশ টাকার হোম মেইড মাইক্রো লেন্স ব্যাবহার করা হয়েছে । পাঠকরা উৎসাহী হলে মাইক্রো লেন্স তৈরীর উপর একটা বিস্তারিত লেখা আসতে পারে ।
ধন্যবাদ সবাই কে । := := :=
৩১টি মন্তব্য
ইকবাল কবীর
ছবি গুলো সুন্দর। চালিয়ে যান। 🙂
সঞ্জয় কুমার
ধন্যবাদ । কবীর ভাই
লীলাবতী
এই সব ছবি মোবাইলে তোলা? বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না 🙂 খুবই সুন্দর হয়েছে ছবিগুলো। মাইক্রো লেন্স তৈরীর উপর একটা বিস্তারিত লেখা চাই। পরের পোষ্টই হোক এটি -{@
সঞ্জয় কুমার
অবশ্যই আপনারা আগ্রহী হলে আমি সবসময়ই রাজি । তবে ভিডিও সহ দেয়ার পরিকল্পনা আছে । ব্যাবহারিক বিষয় সরাসরি দেখলে সবচেয়ে ভাল বোঝা যায় ।
ধন্যবাদ আপনাকে ।
লীলাবতী
ভিডিও সহই দিন তাহলে 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
খুবই চমৎকার
সঞ্জয় কুমার
ধন্যবাদ মনির ভাই ।
ব্লগার সজীব
অসাধারন কিছু ছবি দেখলাম সঞ্জয়দা। মোবাইলে এমন ছবি তোলা সম্ভব তা না দেখলে বিশ্বাস হতো না। মাইক্রো তৈরীর পোষ্টের জন্য অপেক্ষা করছি।
সঞ্জয় কুমার
অবশ্যই । পরের পোষ্ট টা ভিডিও সহ দেয়ার চেষ্টা করব ।
ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
ছবি দেখে মুগ্ধ হলাম। প্রতিটি ছবির একটি ক্যাপশন দিলে ছবি ব্লগ পুর্নতা পায়। মাইক্রো আমারো দরকার।
সঞ্জয় কুমার
আসলে বেশিরভাগ ফুলের নাম আমি নিজেও জানি না ।
একটু সময় নিয়ে এদের নাম বের করে ক্যাপসনে এড করে দিব ।
ধন্যবাদ
ইলিয়াস মাসুদ
ছবি গুলো খুব সুন্দর, দু-একটা ছবি বুঝতে কষ্ট হচ্ছে, ক্যাপসন থাকলে সহজ হতো 🙂
সঞ্জয় কুমার
ধন্যবাদ । ছবির ক্যাপশন দেয়া উচিত ছিল ।
এদের নিয়ে আর একটু স্টাডি করতে হবে
মোঃ মজিবর রহমান
এতো সুন্দর ছবি ভাংগা মোবাইলে কেমনে দাদা।
মন ভোলানো দ্রিস্ট নন্দন
আপনাকে শুভেচ্ছা।
সঞ্জয় কুমার
গরিব মানুষ দামি ক্যামেরা কোথায় পাব বলুন ?
যা আছে এটা দিয়েই কাজ চালাই । মধ্যবিত্তের অবস্থা তো জানেনই ।
মোঃ মজিবর রহমান
আমিত নিম্ন ব্রিত্ব
-{@ (3
মারজানা ফেরদৌস রুবা
সুন্দর! মোবাইল ক্যামেরা হলেও দারুন এসেছে ছবিগুলো।
সঞ্জয় কুমার
হুম । আমার সবচেয়ে ফেভারিট ছবি এগুলো ।
ধন্যবাদ
খসড়া
চমৎকার সব ছবি।এমন পোস্ট দেবার জন্য ধন্যবাদ।
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ ।
মুহাম্মদ আরিফ হোসেইন
এাট মোবাইল গ্রাফি!!!
শিখাইবেন?
সঞ্জয় কুমার
এটা নিয়ে আমার দুই বন্ধু বাজি ধরেছিলো একজনের মন্তব্য ছবি গুলি কখনোই মোবাইল দিয়ে তোলা নয় অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ।
ইন্টারনেট থেকে নেয়া নয় এটা আপনি গুগলে ছবি গুলো সার্চ করলেই বুঝবেন ।
আর মোবাইলে তোলা এটা এখনই প্রমাণ করতে পারব না তবে যে কেউ সময় হাতে থাকলে আসতে পারেন , আপনাকে সাথে নিয়েই ছবি তুলব ।
শিখানোর মত যথেষ্ট জ্ঞান আমার আছে কিনা জানিনা । আমিও এখনো শিখছি
মুহাম্মদ আরিফ হোসেইন
আসলেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।
নীলাঞ্জনা নীলা
মাইক্রো তৈরীর পোষ্ট চাই।
তবে আমি বিশ্বাস করি এমন ছবি মোবাইলে তোলা যায়।
কিছু Apps আছে যা দিয়ে মোবাইলে অনেক সুন্দর ছবি ধারণ করা যায়।
অবশ্য এপস না থাকলেও হয়। আমি যতো ছবি তুলি মোবাইল দিয়েই কিন্তু।
সঞ্জয় কুমার
এটা কোন এপস ছাড়াই তোলা । মাইক্রো নিয়ে বিস্তারিত লেখার ইচ্ছা আছে । একটু সময় লাগবে ।
ধন্যবাদ ।
নীলাঞ্জনা নীলা
আমিও ছবি তুলি এপস ছাড়াই।
মৌনতা রিতু
মোবাইলে তোলা এই সব চমৎকার ছবি ! তাড়াতাড়ি তৈরি করে দিন এই পদ্ধতি।
কোথায় ছিলেন এতোদিন ? দিন দিন তাড়াতাড়ি পোষ্ট টি। ভিডিও সহ দিন।
সঞ্জয় কুমার
খুবই ব্যাস্ত তাই ভিডিও টা তৈরির সময় পাচ্ছি না । অবশ্যই তারাতারি দিয়ে দিব । ।
ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন 😀 🙂 😀
সঞ্জয় কুমার
BANGLADESH
সঞ্জয় কুমার
BANGLADESH
সঞ্জয় কুমার
BANGLADESH