মেঘ পরী আমার চলে গেল শ্রাবনের বৃষ্টির ফোটায় ফোটায় ,
মেঘ পরী আমার চলে গেল শীতের ঘন কুয়াশায় ,
আসবে কি ফিরে ?
কোন হেমন্তের গৌধুলী লগ্নে নীরবে নিভৃত্যে
মৌনতা ভেঙ্গে চুপিসারে আমার বাহুডোরে … . .
.
.
কিছু কথা : ২০১৩ সালের শেষ দিকে এই লেখাটা ফেসবুক আইডিতে লিখেছিলাম ।
কারো জন্যে …
কতটা সময় যোগাযোগ রাখি নি !!
সে মানুষটির প্রতি আমার চরম অভিমান ছিলো ।
অভিমানের রেশে আজো নিজেকে খুব অপরাধী মনে হয় ।
এই জীবনে হয়ত কখনই জানতে পারতাম না ,, আমিও সে মানুষটির খুব কাছের মানুষ ছিলাম ।
আজ সোনেলায় তার একাউন্টে আমায় নিয়ে লেখা দেখে নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে ।।
চাপা একটা কষ্ট চারদিকে অনুভব করছি ।।
কিছুদিন আগে আরেকজনের মাধ্যমে জেনেছিলাম ,, গাড়ি দূর্ঘটনায় সে না ফেরার দেশে চলে গেছে ।।।
ঈশ্বর তাকে যেখানেই রাখুক ,,
ভালো রাখুক ।
আমার জন্যে হলেও ।
জানি না ,
ওপারের আকাশে দেখা হলে নিজের ভুল বুঝার জন্যে হলেও ক্ষমার অধিকার আমার থাকবে কিনা ।
সেই মানুষটির আপনাদের অনেকের পরিচিত ,
কারো বা আধো অপরিচিত ‘ স্বর্গের মেঘ পরী ‘
ঈশ্বর তার মঙ্গল করুক ।
১২টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
মন খারাপ হয়ে গেলো
খেয়ালী মেয়ে
ঈশ্বর তাকে যেখানেই রাখুক ,,
ভালো রাখুক ।
আপনার জন্যে হলেও ।
কৃষ্ণমানব
সেই প্রত্যাশায় রয়ে গেলাম ।।
অনাকাঙ্খিত কেউ
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ঈশ্বর তাকে যেখানেই রাখুক ,,
ভালো রাখুক । মেঘ পরী আপু সোনেলায়ও লিখতেন। মন খারাপ হয়ে যায় তাঁর কথা ভাবলে।
কৃষ্ণমানব
হ্যা ।
সোনেলাতেই তো জানতে পারলাম ,,
আজ সকালে খুজতে খুজতে তার একাউন্ট চোখের সামনে পড়ল !
আমার ১টা লেখা সে পোষ্ট দিয়েছিলো , এবং তাতে সে লিখেছিলো আমায় তার কাছের মানুষ ভাবে ।
আমার ও তার প্রতি অভিমান ছিলো ।
কখনো যোগাযোগের চেষ্টা করিনি ।
সে ও অনেক দুরে চলে গিয়েছিলো ।
জানি না ।
মনের মাঝে একটা ঝড় বয়ে যাচ্ছে
মিজভী বাপ্পা
ভালো লিখেছেন 🙂
নাটোর শূন্য কিলোমিটার
আহারে বেচারা ।
কৃষ্ণমানব
-:- হুম … !!!
নুসরাত মৌরিন
মনটা খারাপ হয়ে গেল লেখাটা পড়ে…। 🙁
ঈশ্বর তাকে যেখানেই রাখুক খুব খুব খুউব ভাল রাখুক… এই প্রার্থনাই করি।
আপনার জন্যও রইলো শুভকামনা…।
ছাইরাছ হেলাল
সে যেখানেই থাকুক আল্লাহ্ তাকে শান্তিতে রাখুক এই কামনা করি ।
কৃন্তনিকা
লেখাটা পড়ে বিষণ্ণ হয়ে গেলাম… কেন এমন হয়?
সব প্রশ্নের উত্তর মেলে না…
বন্য
ঈশ্বর তাকে যেখানেই রাখুক ,,
ভালো রাখুক ।