মেঘ পরী

কৃষ্ণমানব ৭ অক্টোবর ২০১৪, মঙ্গলবার, ১২:২৬:২৭অপরাহ্ন বিবিধ ১২ মন্তব্য

মেঘ পরী আমার চলে গেল শ্রাবনের বৃষ্টির ফোটায় ফোটায় ,
মেঘ পরী আমার চলে গেল শীতের ঘন কুয়াশায় ,

আসবে কি ফিরে ?

কোন হেমন্তের গৌধুলী লগ্নে নীরবে নিভৃত্যে
মৌনতা ভেঙ্গে চুপিসারে আমার বাহুডোরে … . .
.
.

কিছু কথা : ২০১৩ সালের শেষ দিকে এই লেখাটা ফেসবুক আইডিতে লিখেছিলাম ।
কারো জন্যে …

কতটা সময় যোগাযোগ রাখি নি !!
সে মানুষটির প্রতি আমার চরম অভিমান ছিলো ।
অভিমানের রেশে আজো নিজেকে খুব অপরাধী মনে হয় ।
এই জীবনে হয়ত কখনই জানতে পারতাম না ,, আমিও সে মানুষটির খুব কাছের মানুষ ছিলাম ।

আজ সোনেলায় তার একাউন্টে আমায় নিয়ে লেখা দেখে নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হচ্ছে ।।

চাপা একটা কষ্ট চারদিকে অনুভব করছি ।।

কিছুদিন আগে আরেকজনের মাধ্যমে জেনেছিলাম ,, গাড়ি দূর্ঘটনায় সে না ফেরার দেশে চলে গেছে ।।।

ঈশ্বর তাকে যেখানেই রাখুক ,,
ভালো রাখুক ।
আমার জন্যে হলেও ।

জানি না ,
ওপারের আকাশে দেখা হলে নিজের ভুল বুঝার জন্যে হলেও ক্ষমার অধিকার আমার থাকবে কিনা ।

সেই মানুষটির আপনাদের অনেকের পরিচিত ,
কারো বা আধো অপরিচিত ‘ স্বর্গের মেঘ পরী ‘

ঈশ্বর তার মঙ্গল করুক ।

৬৬৪জন ৬৬৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ