বেশকিছুদিন যাবত ব্লগ এ আসা হয় না, যদিও আসা হয় কিন্তু পোস্ট পড়া হয় না। লগ ইন করেই আবার চলে যাই। নেট না থাকার কারণে, আমার ব্লগিং এ ভাটা পরেছে। জোয়ার আসার অপেক্ষায় আছি, এইবার জোয়ার আসলে আশা করছি চাঁদটা রে আর জীবনে উঠতে দিবো না। তাইলে আমার জোয়ার এর এর টান পড়বে না :p ।
যাই হোক, নিয়মিত পোস্ট পড়তে না পারার জন্য আমি আমার সহব্লগারদের নিকট ক্ষমাপ্রার্থী। তবে এই ব্লগিং এ ভাটা পড়ার ভলে কিন্তু আমার পুরনো অভ্যেস মুভি তে ফিরে গিয়েছি। আমি মুভি অনেক দেখেছি, আবার বলা চলে কিছুই দেখিনি। আমি খুব বাছাই করে মুভি দেখি। নির্দিষ্ট কিছু জেনার থাকে আমার মুভি চয়েজ এ। ড্রামা, বায়োগ্রাফি, হিস্টোরি, ক্রাইম- এগুলো মূলত আমার জেনার। তবে বায়োগ্রাফি সব থেকে প্রিয় আমার। এখন থেকে সোনেলা তে নিয়মিত মুভি রিভিউ দেওয়ার চেষ্টা করবো। এবং আমি মনে করি, এসব মুভি আসলেই আপনাদের খুব ভালো লাগবে এবং আমি রিয়েল লাইফ নিয়ে নির্মিত মুভি দেখি বাস্তব জীবন সম্পর্কে সচেতন হতে, নতুন নতুন কিছু শিখতে। যে, মানুষের জীবনেও কত নাটকীয়তা থাকে সে সম্পর্কে জানতে। তাই এতটুকু বলতে পারি, আমার পছন্দে মুভি দেখে অন্তত মুভির মান নিয়ে হতাশ হতে হবে না 🙂
জন্ম দিতে পারাটা খুব কঠিন কাজ নয় কিন্তু। সামান্য শারীরিক মিলনে সন্তান জন্ম দেওয়া যায়। যেটা এই যুগে অন্তত সামান্য বলতে হচ্ছে, হয়তো বা আমাদের দেশে এখনও রক্ষণশীলতা রয়েছে। কিন্তু যুবসমাজে অনেকেই এখন প্রেম থেকে শারীরিক মিলনে জড়িয়ে পড়ছে। বলা যায় না, আমাদের মত মুসলিম কান্ট্রি আর কতদিন রক্ষণশীলতা ধরে রাখতে পারবে, যদিও এ দেশকে অসাম্প্রদায়িক বলে অনেকে বলে থাকেন, তবে আমাদের বেশিরভাগের মধ্যে সাম্প্রদায়িকতা রয়েছে। যাই হোক, মূল আলোচনায় আসি।
জন্ম দেওয়াটা বেশ সহজ। কিন্তু সন্তানের দায়িত্ব নেওয়াটা ? খুব কি সহজ মনে হয় আপনার কাছে ?
যেখানে আপনি নিজের দায়িত্ব পালন করতে অনেক সময় ব্যর্থ হয়ে যান। নিজের স্বপ্ন পূরণ করতে, নিজের ইচ্ছেগুলো পূরণ করতে, নিজের চাহিদা গুলো পূরণ করতে। সেখানে আপনি নিজেকে কতটুকু কাবিল মনে করেন ? সন্তান পালন এর ক্ষেত্রে ? সন্তান জন্ম যতটা সহজে দিয়েছেন, সন্তান কে বড় করা কি এতটা সহজ ? সন্তান এর মানসিক বিকাশ, তার জীবন নিয়ে লক্ষমাত্রা, তার স্বপ্ন, তার ইচ্ছে, তার চাহিদা। এতসব কি খুব সহজে পালন করতে পারেন ?
একটা ব্যাপার দেখেছি, সবসময় বাবা-মা এর প্রতি সন্তানের দায়িত্ব এর কথা খুব বেশি আলোচনা করা হয়। কিন্তু,সন্তানের প্রতি যে অনেক বাবা-মা যুগের সাথে দিন দিন উদাসিন হয়ে পড়ছে, জন্ম দিয়েই খ্যান্ত। নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন পুরনে ব্যস্ত। সন্তান কে সময় দেওয়ার মত সময় তাদের থাকে না। আবার অনেক ক্ষেত্রে, মা এর উপর দায়িত্ব বর্তে, বাবা শুধু মাত্র জন্ম দিয়েই খ্যান্ত। শুধুমাত্র মা যদি একজন সন্তান এর দায়িত্ব পালন করতে পারেন, বাবা কে কেন লাগবে ? খালি জন্ম দিয়ে, টাকা দিয়েই কি দায়িত্ব শেষ হয়ে যায় বাবার ?
যেখানে জন্ম দিতে দুজনকেই লাগছে, সেখানে সন্তান কে সঠিক মানসিক বিকাশ, সঠিক চিন্তাধারা নিয়ে বেড়ে উঠতে সাহায্য করতে একজন কি যথেষ্ট বলে মনে হয় ?
জানিনা, কতজন এভাবে ভাবেন, আমি যদিও একজন সন্তান। আমি বাবা নই। তবে বাবা আছেন যারা, তাদের কাছে আমার এই প্রশ্নগুলো।
এসেছিলেন মুভি রিভিউ দেখতে, দেখে গেলেন কয়েকটি প্রশ্ন আর কিছু বিরক্তিকর কথাবার্তা। মনে মনে বলছেন তো, মুভি রিভিউ কই ?
আরে সহব্লগাররা, সময় করে মুভিটি দেখবেন। তবেই বুঝবেন মুভি রিভিউ কই !!! :p
মুভি ডাউনলোড লিঙ্কঃ http://yify-torrents.com/movie/Courageous_2011
১৪টি মন্তব্য
বনলতা সেন
নিয়মিত মুভি দেখি না , জানাশোনাও কম ।
তবে এখানে কেউ এই বিষয়টি নিয়ে লিখছে এটি দেখতে ভালই লাগবে ।
প্রথম দিকে এখানে একজন লিখত , এখন অনুপস্থিত । হয়ত কাউকে পায়নি বলে ।
আপনার লেখাটি তাকে দেখার আমন্ত্রন জানাচ্ছি ।
আপনি বা আপনারা লিখতে শুরু করলে আমরাও হয়ত কিছু শিখতে পারব ।
রাতুল
হুম। আমি মোটামুটি মুভি ফ্রিক বলা চলে, তাই ভাবলাম এখানে যেহেতু মুভি রিভিউ কেও লিখে না, আমিই নাহয় শুরু করে দেই। তবে আমার মুভি রিভিউ লেখার স্টাইল অনেকটাই ভিন্ন। আমি মুভি দেখে জেসব প্রশ্নের সম্মুখীন হই বা যেটা বুঝি, সাধারণত সেটাই রিভিউ এ লিখি।
ধন্যবাদ আপনাকে 🙂
নীলকন্ঠ জয়
মুভিটা ভীষম ভালো লেগেছে। বেশ কিছুকাল আগে দেখেছি। তবে সোয়ার্নিগারের মুভির পাগলা ভক্ত আমি।। -{@
রাতুল
হুম !! ভালো লাগা মন্দ লাগা কিন্তু আমি দেখি না মুভি তে। আমি দেখি যে মুভি তে শেখার কি আছে এবং প্রতিটি মুভি তেই কিছু না কিছু থাকে। আমি খুত বের করার চেয়ে গুন গুলো খুঁজে হাইলাইট করার পক্ষপাতী।
জিসান শা ইকরাম
যদিও মুভিটি দেখিনি , তারপরেও মনে হচ্ছে , এটিই মুভি রিভিউ ।
ছবিটা অবশ্যই দেখবো এখন ।
ডাউনলোড দিলাম।
মুভি রিভিউ লেখার ব্লগার এখানে নেই বললেই চলে
এই অভাব দূরীভূত হবে এবার আশা করছি।
শুভ কামনা ।
রাতুল
হুম, আমি ঠিক করেছি নিয়মিত মুভি রিভিউ লিখবো এখানে। চেষ্টা করে যাবো। মুভি তো কম দেখিনি 🙂
আদিব আদ্নান
ভালই হল , এখানে নিয়ে এখানে মুভি নিয়ে লেখা-লেখি হচ্ছে ।
রাতুল
ধন্যবাদ !! চেষ্টা করবো :p
শুন্য শুন্যালয়
দেখা হয়নি মুভিটি …দেখবো আশা করছি…
ভিন্ন ধরনের পোস্ট ভালো লাগলো …
রাতুল
হুম। দেখবেন অবশ্যই 🙂
ধন্যবাদ 🙂
খসড়া
মুভি রিভিউ ভাল লাগলো। ব্লগে বৈচিত্র পেলাম।ছবিটি দেখেছি তাই মুচকি হাসলাম।
রাতুল
মুচকি হাসি বেশ রহস্যজনক :p :p
ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম :p
ছাইরাছ হেলাল
মুভি প্রায় নিয়মিতই দেখি । কিছু নির্দিষ্ট পরিচালকের ।
তবে এ বিষয়ে লেখালেখি করার সাহস হয়নি । ভালই হয় আপনি লিখতে শুরু করলে ।
এ ছবিটি দেখা হয়নি , তালিকায় রাখলাম ।
দেখে ফেলব আপনি যখন বলছেন ।
রাতুল
অবশ্যই দেখবেন। আমি চাই মুভিটি সবাই দেখুক। 🙂