
শোরগোল/নিস্তব্ধতা বাঁচিয়ে একাকীত্বকে এক সুতোয় গেঁথে ফেলবো
হাত-স্পর্শের উষ্ণ নিঃশ্বাসে, ভাবি,
অনিচ্ছুক দাসের রূগ্ণ/দুরন্ত/সাহসী হৃদয়-বিস্তারে;
নেশার মত অনিদ্রারা দেবদূত নয়, দূরাভাষি/দূরসন্ধানী কুহেলিরা
কুয়াশা ছুঁড়ে দেয়,
রুপোর শিমুল তুলো ভেবে তুলে নিতে গিয়ে দেখি
একরাশ নিষ্প্রাণ ফুলের অক্ষর।
পরিব্রাজক হয়ে অরণ্য-পথে অজস্র পায়ে পায়ে
হেঁটে যেতে যেতে খুঁজি তৃষ্ণা-জলের খনি,
অসতী আলোয় পথ হারিয়েছি, বুঝেও অযথা হৈ রৈ করি;
পরিক্রমার পদব্রজে এ এমন কিছুই না,
শুধু চাঁপা পড়া শব্দ-পাহাড় থেকে কিছু মুক্তো খুঁজে নেয়া,
অসম্পূর্ণতায়-ও একটুখানি ছুঁয়ে থাকা।
“I can’t write in the way, it need to be written.” (স্মৃতি)
গান ও ছবি নেটের।
২০টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
আমার ভালো লাগল পড়ে।।।
পাকা হাতের নিখুঁত লেখা।।।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে, পড়ার জন্য।
ত্রিস্তান
অবশেষে শেষের কবিতাও শুরুতেই সান্ধ্যব্রত মাগে –
পথের সন্যাস পথ ভোলে কুহেলী কুয়াশা মেখে,
দায় ঠেলে মুখ ফেরাতে চায় আলোকের পানে – অদ্ভুত
ব্রত ভুলি বলে সব অসতী আলেয়ার খেল
অনির্বাণ- তোমার মাস্তুলের নিশানা কি আজ হেরফের ।।
ছাইরাছ হেলাল
এত সুন্দর করে মন্তব্য লিখলে কী আর উত্তর দেয়ার থাকে!!
নিশানা হেরফের হলে মাঝ নদীতে সলিল সমাধি ভিন্ন আর কিছুই থাকে না, থাকবে ও না।
ভাল থাকুন।
রোকসানা খন্দকার রুকু
এই একটু আধটু থাকা থাকতে চাওয়া, পাওয়া না পাওয়া এও বা কম কিসে!!!
ছাইরাছ হেলাল
হ্যা, আমাদের খুব সামান্য ই চাওয়া, সেটুকু পেলেই হয়।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
পথ চলতে চলতেই মুক্ত খুঁজে নিতে হয়, ভাগ্য ভালো হলে হীরা ও পেয়ে যাবেন । কবিতারা আরো জ্বলজ্বল করুক হীরকের মতো। অফুরান শুভ কামনা
ছাইরাছ হেলাল
আগে আপনার পাওয়া মুক্তোগুলো একটু দেখান অন্তত, তারপর না হয় হীরে দেখবো!!
শুভেচ্ছা জানাচ্ছি।
হালিমা আক্তার
শিমুল তুলা যদি হয় ফুলের অক্ষর, সেই অক্ষরে ভরে উঠুক কবিতার খাতা। তৃষ্ণায় খুঁজে পাওয়া জলের খনি, সেতো মুক্তার চেয়েও দামি রত্ন জানি। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
রত্নেরা সব সময় ই দামি, তবে পেতে জানলে, আবার পেলেও যত্নে রাখতে পারলে।
ধন্যবাদ দিচ্ছি।
রেজওয়ানা কবির
ওরে বাবা মুক্তোর ছড়ছড়ি দেখছি!!!!
খুঁজতে থাকলেও তো সব পাই না ভাইয়া। কিছু না পাওয়াই থাক।
শুভকামনা।
ছাইরাছ হেলাল
পাবেন পাবেন, পেতে আপনাকে হবেই।
শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
পড়লাম, কিন্তু কমেন্টে কি লিখবো বুঝতে পারছি না।
শব্দ পাহাড়.. এই পাহাড়ের ঠিকানা দিয়েন।
ছাইরাছ হেলাল
সব সময় ই মাহা কিছু লিখতে হ্য়/হবে এমন কিন্তু না!!
অবশ্যই ঠিকানা পেলে জানান দেয়া হবে।
ধন্যবাদ।
আরজু মুক্তা
হোক কাল ক্ষেপণ। তবুও শব্দরা শব্দের মতো নিঃশব্দে চকচক করুক।
ছাইরাছ হেলাল
কালে কালে গিয়ে মরন কাল এসে না গেলেই হয়!!
চকচকা কিছু আগে ভাগেই পেতে চাই-ই।
ভাল থাকবেন আরও অতি দ্রুত।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুস্থ আর ভালো থাকবেন ভাইয়া।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।