এই মেয়ে তুমি ভালোবাসা চেনো ?
ভালোবাসা ? না না চিনতেও চাইনা !
তোমাদের ওই ভালোবাসা ~ভালোবাসা খেলা আমি চাই না ।
কি চাও তবে ? কেউ একজন অনুভব করুক তোমায় ?
বুকের অলিন্দে চুপচাপ বসে থাকুক ? মিহি আদরের পরশ দিক ?
হুম , চাই তো !! খুব চাই ~~~~
আরে পাগল এই চাওয়া গুলিই তো ভালোবাসা !!
দিনের শেষে কোলাহলময় পথে একা একা হেঁটে যখন ঘরে ফেরো
কেউ তখন কপালের ঘামটা মুছে দিক খুব যতনে !!
এলোমেলো চুলগুলোয় সযত্নে হাত বুলিয়ে দিক।
চাও তো ? হুম, চাই তো ! খুব চাই ~~~~
কেউ একজন তোমার হাতে হাত রেখে বলুক
এসো আজ বিকেলের খোলা হাওয়ায় দুজন মিলে~
বারান্দায় বসে চা খাই আর কবিতার আসর জমাই !
হুম , চাই তো খুব চাই ~~~
হঠাৎ আনা বকুল ফুলের গন্ধে মাতিয়ে তুলুক তোমার শোবার ঘর।
অথবা নিদ্রাহীন ক্লান্ত চোখ দুটোতে একটু হাত বুলিয়ে দিক !
চাও তো ? হুম চাই তো , খুব চাই !
এই বোকা মেয়ে তুমি ভালোবাসা চেনোনা ?
এই যে তোমার প্রতি আমার এই আকুলতা ~~
এর নাম ই তো ভালবাসা
৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
খুব সুন্দর হয়েছে ভালোবাসার অনুভুতির ব্যাখ্যা ।
সুলতানা সোনিয়া
ভালো থাকুন, শুভকামনা আপনাকে
জিসান শা ইকরাম
খুব সুন্দর হয়েছে । (y)
সুলতানা সোনিয়া
ধন্যবাদ
ব্লগার সজীব
ভালো লিখেছেন আপু ।
অদ্ভুত সেই ছেলেটি
ভালো লাগলো (y)
মিসু
আপু , ভালো লেগেছে খুব । নিয়মিত লিখুন আপু । (y) -{@
শিশির কনা
খুব সুন্দর লিখেছেন ।
প্রজন্ম ৭১
দিনের শেষে কোলাহলময় পথে একা একা হেঁটে যখন ঘরে ফেরো
কেউ তখন কপালের ঘামটা মুছে দিক খুব যতনে !!
এলোমেলো চুলগুলোয় সযত্নে হাত বুলিয়ে দিক।
চাও তো ? হুম, চাই তো ! খুব চাই ~~~~ কত সুন্দর (y) (y)