
স্বপ্ন হারানো আকাশ-জল আর কত-শত কাঁদবে
এবেলার অবেলায় ওবেলায়! বাঁধন ছেড়ার সময়ে,
অন্যত্রবাসী হয়ে, স্বভাব ভেঙ্গে, ইচ্ছে-পোড়ার দোহাই দিয়ে,
নীরবে নিভৃতে, মরুকরণের গল্প ভুলে;
সর্বক্ষণের শান্তি চমকের পূর্বাভাস চমকায় ঐ দূরাকাশে,
নির্জীব সবুজ পাতার আড়ালে, ফুলের দেশে বসে আছে
এক চাতক পাখি, নির্লিপ্ত প্রণালিতে;
অলিখিত প্রতীক্ষিত জলো-বৃষ্টি সে আসবেই,
উঁকি দেয়া সুখ স্নানে স্নানে, হাঁসফাঁস মেঘ
ঐ যে আসছে বৃষ্টি-কলস কাঁখে;
মেঘেদের বৃষ্টি ফোটায় ফোটায় নিজেকে খুলছে
দেন-মোহরের মিষ্টি বিতরণে, আদি সরোবরে;
গান ও ছবি নেটের।
১৭টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
বৃষ্টি সেতো আসবেই। আর প্রকৃতিতে চাতককে সবসময় দেখা না গেলেও সে থাকেই কোথাও না কোথাও! মেঘ যেখানেই থাকুক, যেভাবেই থাকুক চাতকের দেশে বৃষ্টি আসবেই সমস্ত নিয়ম ভেঙ্গে। শুভেচ্ছা জানবেন কবি।
ছাইরাছ হেলাল
হ্যা, প্রকৃতির নিয়ম মেনেই বৃষ্টি আসে/আসবে, চাতকের অপেক্ষা ও চালু থাকে/থাকবেন।
ভাল থাকবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা — মেঘেদের বৃষ্টি ফোটায় ফোটায় নিজেকে খুলছে
দেন-মোহরের মিষ্টি বিতরণে, আদি সরোবরে;
ছাইরাছ হেলাল
বৃষ্টি আমাদের জীবনে আরাধ্য, তাই আমরা এর অপেক্ষায় থাকি।
ধন্যবাদ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভাইয়া আপনাকেও ধন্যবাদ।
রিতু জাহান
মেঘেদের বৃষ্টি ফোটায় ফোটায় নিজেকে খুলছে
দেন-মোহরের মিষ্টি বিতরণে, আদি সরোবরে;
বাহ! কি চমৎকার লিখলেন।
প্রতীক্ষারা অলিখিতই থেকে যায়,,,
ছাইরাছ হেলাল
সত্যি- ই চমৎকার!! ধুর এ জায়গাটি তো দুষ্ট-দুষ্ট লেখা!
নিজের কাছে তো পচা পচা লাগে, ভালো ও লাগে।
তবুও আমরা প্রতীক্ষাদের চাই-ই হৃদয়ের গভীরে।
শুভেচ্ছা জানাচ্ছি।
হালিমা আক্তার
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় দেন-মোহরের মিষ্টি। চমৎকার উপস্থাপনা। চাতক অপেক্ষায় আছে, বৃষ্টি না এসে পারে। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
অবশ্যই বৃষ্টি আসবে, চাতকের জন্য, নিয়ম মেনে/ভেঙ্গে।
ভাল থাকবেন।
আরজু মুক্তা
চেনা প্রকৃতির সাথেই এতো কথা বলা যায়। মেঘ ছুঁয়ে দেয় বলে আমি তার। চাতক দূরেই থাক। কথোপকখন চলুক। মেঘকে বলি, এবার গেলে স্মৃতিগুলো নিয়ে যাও।
শুভেচ্ছা অহর্নিশি
ছাইরাছ হেলাল
কথাবার্তা চালু আছে, দেখবেন কান/চোখ ঝালা-পালা না করে ফেলে।
কিছু স্মৃতি আপনি এঁকে দিলে মন্দ হয় না।
ভাল থাকুন।
আরজু মুক্তা
ও মা। স্মৃতি তুমি বেদনা।
ছাইরাছ হেলাল
আপনার কুন গুপন স্মৃতির কথা আমাদের জানাতে বলছি না,
বৃষ্টি নিয়ে লিখতে বলছি, স্মৃতি ধরে ধরে।
ত্রিস্তান
নির্জীব সবুজ পাতার আড়ালে চাতক বসে আছে !!!
এমন রিমঝিম বর্ষায় যদি চাতকের এই দুর্দশা হয় তবে চৈত্রের খরতাপে কি হবে ?
ছাইরাছ হেলাল
আজকাল চাতকেরা ভং ধরে থাকে, ওৎ পেতে-ও।
পথ ভুলে এলেন নাকি!!
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
চাতকের অপেক্ষা বুঝি আর ফুরাবে না ? এতো এতো বৃষ্টি নিয়েও তৃষ্ণার্ত! আসলে তৃষ্ণার কোনো সীমা , পরিসীমা থাকে না। মিষ্টিতে সরোবর ভরে উঠেছে আর নেই কোনো চিন্তা। কিছুদিন ভালো থাকা যাবে। অফুরন্ত শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
এ তৃষ্ণা তো মিটে যাবার নয়, সরোবর আছে বলেই তো বল ও ভরসা!!
ধন্যবাদ।