মিরাকল

রিমি রুম্মান ১২ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ০৮:৪৪:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

দেশ থেকে আসা অতিথিদের সাথে রাতের খাবারের সময় সিদ্ধান্ত হলো, ভোরেই বের হয়ে যাবো। গন্তব্য “টুইন টাওয়ার”। আগেও গিয়েছি বেশ ক’বার। অনেক রাত অবধি গল্প করে, খুব ভোরে আর উঠা হয়নি। যখন ঘুম ভাঙলো, আমরা বাকরুদ্ধ। একটি টাওয়ার ধুলোয় মিশে গেলো ! হতভম্ব আমরা টিভি’র দিকে তাকিয়ে আছি সবাই। চোখের সামনে দ্বিতীয় টাওয়ারটিও মুহূর্তের মধ্যে ধ্বসে পড়লো !

সেই সকালে, দিনের আলো ফোঁটার শুরুতে যারা সেখানে গিয়েছিলো, কেউ ফিরেনি আর। কেউ না ! বিভীষিকাময় সেই দিনটিতে শেষ হলো অনেকগুলো নিরপরাধ মানুষের স্বপ্ন, চাওয়া-পাওয়া… হলো বিচ্ছেদ, কিংবা মৃত্যু। মিরাকল হয়ে শুধু বেঁচে রইলাম আমি এবং আমরা…

আজ সেই নাইন ইলাভেন ৯/১১ 🙁

৪১৬জন ৪১৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ