দেশ থেকে আসা অতিথিদের সাথে রাতের খাবারের সময় সিদ্ধান্ত হলো, ভোরেই বের হয়ে যাবো। গন্তব্য “টুইন টাওয়ার”। আগেও গিয়েছি বেশ ক’বার। অনেক রাত অবধি গল্প করে, খুব ভোরে আর উঠা হয়নি। যখন ঘুম ভাঙলো, আমরা বাকরুদ্ধ। একটি টাওয়ার ধুলোয় মিশে গেলো ! হতভম্ব আমরা টিভি’র দিকে তাকিয়ে আছি সবাই। চোখের সামনে দ্বিতীয় টাওয়ারটিও মুহূর্তের মধ্যে ধ্বসে পড়লো !
সেই সকালে, দিনের আলো ফোঁটার শুরুতে যারা সেখানে গিয়েছিলো, কেউ ফিরেনি আর। কেউ না ! বিভীষিকাময় সেই দিনটিতে শেষ হলো অনেকগুলো নিরপরাধ মানুষের স্বপ্ন, চাওয়া-পাওয়া… হলো বিচ্ছেদ, কিংবা মৃত্যু। মিরাকল হয়ে শুধু বেঁচে রইলাম আমি এবং আমরা…
আজ সেই নাইন ইলাভেন ৯/১১ 🙁
২০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আল্লাহ কাছে কৃতজ্ঞতা ।
আমরাও বেঁচে আছি । আপনি আমাদের ভুলে জান নি দেখে ভালো লাগল।
রিমি রুম্মান
ভুলিনি কাউকেই সোনেলা পরিবারের। ব্যস্ততার কারনে ক্ষণিক বিরতি নিয়েছিলাম মাত্র। ভাল থাকবেন।
খসড়া
বেঁচে থাকাটাই মিরাকল। কত মৃত্যুর উপত্যকায় একা বেঁচে ফেরা। ভাল লাগল।
রিমি রুম্মান
কৃতজ্ঞতা সৃষ্টিকর্তাকে। বেঁচে আছি বলেই সবার মাঝে আছি। ভালোলাগা অশেষ ।
শুন্য শুন্যালয়
হয়তো মিরাকেলে কেউ সেদিন ওখানে গিয়ে আর ফিরে আসেনি। খুবই দুক্ষজনক মৃত্যুগুলো।
আপনার সৌভাগ্য আমাদেরও সৌভাগ্য।
এভাবে পালিয়ে থাকা ঠিক না আপু।
রিমি রুম্মান
সোনেলা আমার পরিবারের মতোই। এদের ছেড়ে পালিয়ে কই যাবো !!!!!
জিসান শা ইকরাম
দারুন বেদনার কষ্টের এক স্মৃতি।
আর যেন এমন ঘটনা না ঘটে।
মিরাকল আছে বলেই আপনি আজ আমাদের মাঝে ।
রিমি রুম্মান
সবার মাঝে আমি…
চেয়েছেন অন্তর্যামী…
মিথুন
আল্লাহ্ কে অশেষ ধন্যবাদ আপনি আমাদের মাঝে আছেন। আর কোন 9/11 না আসুক এটাই চাই।
রিমি রুম্মান
আর কোন 9/11 না আসুক… ভাল থাকুন
বনলতা সেন
মিরাকল বলেই আপনাকে এখনও পড়ছি। যাক্, ভুলে যান নি।
রিমি রুম্মান
যোগাযোগ নেই মানেই ভুলে থাকা নয়…
বরং সে ব্যর্থতায় আরও বেশী মনে রাখা হয়…
মোঃ মজিবর রহমান
আল্লাহর অশেষ রহমতে আছেন, তাই তাঁকে ধন্যবাদ।
শেসে সেই গান,
এতদিন পরে এলে একটু বস
অনেক কথা বলার, আছে আপু।
ধন্যবাদ ভাল লাগলো।
রিমি রুম্মান
খুশি হলেম গো অনেক…
এসেছি যখন, বসেই না হয় থাকি
সবার মাঝে নিজেকে রাখি…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এর মূল রহস্যের ঝট এখনও খুলেনি একটু পোষ্ট দিবেন সম্পর্কে।
রিমি রুম্মান
সেই জট খুলবে না কোনদিন জানি…
ঘোরতর অন্যায় ছিল, এটাই কেবল মানি…
লীলাবতী
আল্লাহ্র অশেষ মেহেরবানী আপনি ঐদিন যাননি টু-ইন টাওয়ার দেখতে। শুকরিয়া আল্লহার দরবারে।
রিমি রুম্মান
সেদিন যাইনি বলেই আজ সবার এত ভালোবাসা দেখার সুযোগ হল… ভালোবাসা সোনেলার সবাইকে…
ব্লগার সজীব
আপনার জন্য শুভকামনা আপু।
রিমি রুম্মান
শুভকামনা প্রিয় সব বন্ধুদের…