মা

সীমান্ত সৈকত ১০ মে ২০১৫, রবিবার, ০২:১৩:৫৯পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

সে যে আগলে রেখেছিলো আমায়,
ডানার দেয়ালে লুকোনো মুরগী ছানার মত ।
করেছে পিছু ধেয়ে আসা স্রোতে শত মৃত্যুবাণ,
দক্ষ হাতে হাল ধরা নাবিকের মনোবলে ।

গিয়েছি বিপথে,
করেছি আরোহণ অন্ধকারের কালো পাহাড়ে,
খেয়েছি কাদাজল জীবন মৃত্যু ডুবসাঁতারে ।

তুচ্ছ করে জীবন বাড়িয়েছ হাত,
করিয়েছ অবরোহণ,
শিখিয়েছ বাস্তবতা ।

স্বার্থের ঊর্ধ্বে থেকেছ তুমি,
করনি কুণ্ঠা
রাখতে নিজেকে বলির মৃত্যু ফাঁদের নিচে ।

কে গড়েছে তোমায় ?
শিখিয়েছে তোমায় বিলিয়ে দিতে নিজেকে
গঙ্গার স্রোতে ভাসন্ত
শ্মশানে পোড়া লাশের কালো ছাইয়ের সাথে ।

তুমি মা ,
এই কি শুধু তোমার পরিচয় ?

জ্বালিয়েছ বাতি কচি হাতে গড়া শূন্য মনে,
করেছ মহান, হারিয়ে নিজেকে ।
কৃতঘ্ন হয়ে পিছু হটাবে তোমায়,
অধমের পা চাটা কে সে গোলাম ?

তুমি আছ হৃদয়ে,
থাকবে নিজ হাতে বীজ বপন করা মনের গহীনে,
যেমনি ছিলে ঘুমের ঘোরে আত্ম স্বপনে ।।

৫৩৭জন ৫৩৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ