মৃত্যুর ক্যানভাস

সীমান্ত সৈকত ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ১০:৫২:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৮ মন্তব্য

আমি মৃত্যু দেখেছি,
জ্বরায় ক্লিষ্ট মানবের
আবেগশুন্য নির্লিপ্ত চোখে ।
শুধু অপেক্ষার প্রহর গুনে যাওয়া ,
তীব্র অনীহা পাড়ি দিতে ওপারে
কর্ণকুহরে বাজে তবু মৃত্যু দূতের আহ্বান ।

আমি মৃত্যু দেখেছি,
রক্ত পিপাসু খুনির
অতৃপ্ত ছুরির তিয়াসি ফলায় ।
উষ্ণ রক্তস্নানে গুছবে আত্মার অতৃপ্ততা,
ভয়ার্ত চোখে মৃত্যুর দিকভ্রান্ত ঢেউ
দেখে হবে তৃপ্ত মৃত্যু-ভুক নিষিদ্ধ যত কণা ।

আমি মৃত্যু দেখেছি,
প্রেয়সীর পবিত্র ঠোঁটে
অঙ্কুরিত অভিমানী হাঁসির রেখায় ।
প্রেমীর মন পাথারে তুলে আলোড়ন,
তলিয়ে দেয় প্রেম কূপের আরো অতলে
সাহস যোগায় বরংবার মৃত্যুর ঝুঁকি নিতে ।

আমি মৃত্যু দেখেছি
হাঁসি কান্নার সন্ধিক্ষণে,
হাজারো মানবের অনুরণনে
আমি মৃত্যু দেখেছি ।

আমি মৃত্যু দেখেছি,
সাদা কাগজের ক্যানভাসে
কবির কলমের ছোঁয়ায়,
সত্যি মৃত্যু মিশে আছে যেথায়
কবির কবিতার মায়ায় ।।

৩৫৫৯জন ৩৫৫৯জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ