আমি মৃত্যু দেখেছি,
জ্বরায় ক্লিষ্ট মানবের
আবেগশুন্য নির্লিপ্ত চোখে ।
শুধু অপেক্ষার প্রহর গুনে যাওয়া ,
তীব্র অনীহা পাড়ি দিতে ওপারে
কর্ণকুহরে বাজে তবু মৃত্যু দূতের আহ্বান ।
আমি মৃত্যু দেখেছি,
রক্ত পিপাসু খুনির
অতৃপ্ত ছুরির তিয়াসি ফলায় ।
উষ্ণ রক্তস্নানে গুছবে আত্মার অতৃপ্ততা,
ভয়ার্ত চোখে মৃত্যুর দিকভ্রান্ত ঢেউ
দেখে হবে তৃপ্ত মৃত্যু-ভুক নিষিদ্ধ যত কণা ।
আমি মৃত্যু দেখেছি,
প্রেয়সীর পবিত্র ঠোঁটে
অঙ্কুরিত অভিমানী হাঁসির রেখায় ।
প্রেমীর মন পাথারে তুলে আলোড়ন,
তলিয়ে দেয় প্রেম কূপের আরো অতলে
সাহস যোগায় বরংবার মৃত্যুর ঝুঁকি নিতে ।
আমি মৃত্যু দেখেছি
হাঁসি কান্নার সন্ধিক্ষণে,
হাজারো মানবের অনুরণনে
আমি মৃত্যু দেখেছি ।
আমি মৃত্যু দেখেছি,
সাদা কাগজের ক্যানভাসে
কবির কলমের ছোঁয়ায়,
সত্যি মৃত্যু মিশে আছে যেথায়
কবির কবিতার মায়ায় ।।
২৮টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
আমি মৃত্যু দেখেছি কবির কবিতায়
মায়াভরা শব্দের আহ্বানে… (3 -{@
সীমান্ত সৈকত
মৃত্যু টাকে আসলে দেখেছি কিনা জানিনা……… তবে মৃত্যু পথের অভিযাত্রীর চোখে ভয়ের ছায়া দেখেছি……… কি শীতল চাহনি …
নীতেশ বড়ুয়া
🙁
সীমান্ত সৈকত
🙁 🙁 🙂 🙂
নীতেশ বড়ুয়া
(3 -{@
জিসান শা ইকরাম
আমি মৃত্যু দেখেছি অন্ধ প্রেমিকের হৃদয়ে।
ভালো লেগেছে কবিতা
শুভ প্রত্যাবর্তন -{@
সীমান্ত সৈকত
ধন্যবাদ ভাইয়া……… শুভ কিনা জানিনা… তবে আশা রাখি সোনেলার থেকে যেন এইবার আবার দূরে সরে না যাই ।।
নীলাঞ্জনা নীলা
“আমি মৃত্যু দেখেছি অঙ্কুরিত অভিমানী হাসির রেখায়।” (y)
তবে আমি জীবন দেখেছি জীবনের অক্ষরে। মৃত্যু দেখার কিছু নেই। কবিতা ভালো হয়েছে।
সীমান্ত সৈকত
জীবনের মাঝে জীাবন দেখাটাই আসল সার্থকতা … ধন্যবাদ নীলা-পি
অরুনি মায়া
মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে পদে পদে দেখা হচ্ছে। তাই নতুন করে আর মৃত্যু আসবেনা কখনো,, ,,,,,,
সীমান্ত সৈকত
পদে পদে মৃত্যু আমাদের সামনে আসে………… তবুও আমরা মৃত্যু থেকে পালাবার চেষ্টায় থাকি অবিরত …
অরুনি মায়া
কারণ আমরা জীবন কে অনেক ভালবাসি। আমরা সুন্দর এই পৃথিবী টাকে অনেক ভালবাসি,,,,,
আবু খায়ের আনিছ
আমি মৃত্যু দেখেছি, অজেয় পথের বুকে
মুক্তির স্বাদ দিতে, প্রানের স্পন্দন দিতে।
খুব ভালো লাগল কবিতা। -{@
সীমান্ত সৈকত
ধন্যবাদ ভাইয়া
ইমন
ভালো হয়েছে কবিতাটা 🙂
সীমান্ত সৈকত
অনেক ধন্যবাদ
রিমি রুম্মান
সত্যিকারের মৃত্যু একবারই দেখবো আমরা। শারীরিক মৃত্যু। সে অভিজ্ঞতা কিংবা অনুভূতি প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করার সুযোগ হবে না কোনদিনই …
সীমান্ত সৈকত
অতি খাঁটি কথা…… তবুও তো ঐ অভিজ্ঞতা টা যেন একটু সুখকর হয় সেই স্বপ্ন বুনি ।।
স্বপ্ন
কবিতা বুঝিনা আমি।আপনার এই সহজ সরল কবিতাটি মনে গেঁথে গেলো ভাইয়া।
সীমান্ত সৈকত
ধন্যবাদ ভাইয়া ……… অনুপ্রেরণা দেওয়ার জন্যে 🙂
ব্লগার সজীব
ভালো লেগেছে কবিতা।অনেক দিন পরে দেখলাম আপনাকে সোনেলায়।
সীমান্ত সৈকত
হুম……… অনেকটা দিন আড়ালে ছিলাম………
ধন্যবাদ
অরণ্য
আমি আর মৃত্যু দেখি না
দেখি পরিবর্তন!
সীমান্ত সৈকত
এই পরিবর্তন দেখার মাঝেই সার্থকতা
শুন্য শুন্যালয়
মৃত্যু দেখতে পাইনা, দেখি নতুন করে জন্ম নেয়া।
মৃত্যুকে ভালোবাসতে পারা সহজ কিছু নয়, আর তা যদি কবি কবিতার মায়ায় তুলে ধরেন, তাহলে ভালো তো বাসতেই হবে। বেশ সুন্দর কবিতা।
সীমান্ত সৈকত
ধন্যবাদ আপু
জন্ম মৃত্যুর সন্ধিক্ষণের সামান্য যে সময়টুকু
তার মায়ার পেছনে ছুটতে ছুটতেই হুট করে মৃত্যু দেখা হয়ে যায় ।
আর মৃত্যু কে ভালোবাসতে পারে কয়জনা
সীমান্ত উন্মাদ
মৃত্যু চিরন্তর সত্য, আর সত্য নিয়ে লিখা কবিতায় মায়ার একটা অদ্ভুত সংমিশ্রন ছিল বলে বেশ ভাল লেগেছে। শুভেচ্ছা এবং শুভকামনা আপনাকে।
সীমান্ত সৈকত
ধন্যবাদ