মা’গো….রক্ষা কর…..
অসুর দানবের হাত থেকে,
যেন আনন্দে মুখ তুলে হাসতে পারি!
মা’গো….. তুমি নয়ন খানি খুলে দেখো
সংসার নেই আর সংসার,
যতো অনিয়ম অ নীতি, মানব নিয়েছে তারি ধার!
মা’গো…… গর্জে উঠে শ্মশানে আগুন
মানুষ পুড়া গন্ধে হয়েছে দ্বিগুণ,
প্রতিমা ভাংচুর, নারীর শরীরে আগুন,
মা’গো তুমি’ও তো নারী,মায়ের জাতি
তবে কেন চুপ চাপ শয়ে যাচ্ছ….
অপকর্মের আগুন!
সঞ্জয় মালাকার//
১৬টি মন্তব্য
আরজু মুক্তা
মা থেকেই উদ্ভব,মাকেই অবমাননা।।চুপ করে আর কেউ থাকবেনা।
সঞ্জয় মালাকার
জেগেউঠুক মানবিক মানবতা।
ধন্যবাদ আপু শুভেচ্ছা অফুরন্ত।
মাসুদ চয়ন
হৃদয় স্বচ্ছ মানবিক আহবান। এই আহবানে সাড়া দিয়ে উঠুক মা’আলোক আভায় উদ্ভাসিত হয়ে উঠুক পৃথিবীপট।বিপন্ন মানবতার গ্লাণি দূরে চলে যাক’
সঞ্জয় মালাকার
জেগে উঠুক মানবিক মানবতা,। বিপন্ন মানবতার গ্লাণি দূরে চলে যাক।
চমৎকার মন্তব্য দাদা , অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামন।
মনির হোসেন মমি
জয় হোক মানবতা।ধর্ম নয় মানুষই হোক মানুষের ধর্ম।সুন্দর লেখা।
সঞ্জয় মালাকার
একদমঠিক বলেছেন দাদা, মানুষই হোক মানুষের ধর্ম।
ধন্যবাদ দাদা শুভেচ্ছা অবিরাম।
শাহরিন
মানবতাকে জাগিয়ে তুলে হিংসা, ক্লেশ, হানাহানি দূর করে সুশীল সমাজ গড়ে নিজেদের মানুষ হওয়ার দ্বায়িত্ব পালন করতে হবে।
সঞ্জয় মালাকার
চমৎকার মন্তব্য দিদি
শুভেচ্ছা অবিরাম।
শিরিন হক
মায়ের প্রতি আকুল নিবেদনে প্রার্থনা। সুন্দর হয়েছে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি,
অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
প্রতিকী মা নিয়ে লেখা ভালো হয়েছে। মা বলতে শুধু গর্ভধারিণী মা কেই বোঝায় না, ধরিত্রীকে বোঝায়। ধরিত্রী একদিন সবুজে সুন্দরে ভরে উঠবে এই প্রত্যাশা সব সন্তানের।
শুভ কামনা দাদা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ আপু,
চমৎকার মন্তব্য অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
ভাল থাকুন সব সময় অফুরন্ত কামনা।
জিসান শা ইকরাম
আমরা যেন ভাল আর সুন্দর থাকতে পারি সব সময়,
ভালো লিখেছেন।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ ভাইয়া,
অনেক অনেক শুভেচ্ছা রইলো।
ভাল থাকুন সব সময় অফুরন্ত কামনা।
ছাইরাছ হেলাল
মায়ের কাছেই আমাদের আকুতি
আর আশ্রয়। মা মা-ই।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা,
অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
ভাল থাকুন সব সময় অফুরন্ত কামনা।