
কোথায় চলেছো ওহে পাষাণের মতি
সুখের তালাশে গড়ে সাধকী রণন,
ঘরে যে রইল পড়ে আঁধারের জ্যোতি
কভু কি করেছো তারে স্বস্নেহে যতন?
তৃষিত হৃদয়ে খুুঁজে জহরত যতো
ফেলেছো জনমভর লোভাতুর শ্বাস,
কি ধন করেছো চলে অবহেলে ক্ষত
ক্ষণিক ভেবেছো হয়ে অনুগত দাস?
নিরালে নিশীথে থাকে অনুনয়ে মেতে
স্বর্গীয় সুখের তরে কতো যে লাজুক,
কেউ তাতে পথে দলে পাকা ধান ক্ষেতে
কেউ বা হারায়ে হয় ক্ষরণে ভাবুক।
সে কি গো দেয় না খোশে জগতেরে ছুটি,
পায় যে চরণতল জননীর দু’টি!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মায়ের ছায়ায় ছায়ায় বেড়ে ওঠার স্বর্গীয় সুখ
স্বচ্ছতার নীরব ঘুর্ণন
মমতায় আঁটকে যাওয়ার অনুভবে।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
অসম্ভব ভালোলাগা রইল বোরহান ভাই। মায়ের ছায়ায়, মায়ের ভালোবাসায় জীবন স্বার্থক হোক।
বোরহানুল ইসলাম লিটন
মুগ্ধ হলাম মজিবর ভাই!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
অসম্ভব সুন্দর কবিতা। মায়ের ছায়ার চেয়ে বড় কিছু নাই। শুভ কামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
তুষ্ট হলাম আপু!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
নার্গিস রশিদ
আমার প্রিয় সেই ছোট্ট কুঁড়ে ঘর । কবিতাটার মতোই। শুভ কামনা ।
বোরহানুল ইসলাম লিটন
অতিশয় তুষ্ট হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।