ছেলের গালে চড়টা মেরেছিল একটু কষেই
ছেলের ফর্সা গালে অঙুলীর স্পর্ট স্পষ্টতর,
চোখেরঁ জল গাল বেয়ে পড়ে জমিনে
তাই দেখে মা ভাবে সে কতো যে কমিনে।
মায়ের অসহনীয় যন্ত্রনার মাঝে যার জম্ম
তার জন্যে আবার মায়ের মন কাদেঁ,
শিশু কালে
মা মাটিতে রাখেনি পিপিলিকায় কামড়াবে
একা রেখে যায়নি কোথাও বাঘে খাবে।
কৈশরে
খেলার ছলে ঘর হতে বের হয় ছেলে
গোধূলীর শেষ বেলায় না ফেরা,
ছেলের জন্য মায়ের মন হয় অস্হির
পিতার
ভাবনার মাঝে খাদ হলেও মায়ের মাঝে নেই।
শৈশবে কৈশরে
মায়ের আচলেঁ খুজি শান্তির পরশ
ঝড় ঝাপটা যাই হোক সব,মা হয়ে যায় বাদী,
যৌবনে রক্তের গরমে বাপকে বলি বুড়া মাকে বলি বুড়ি
বিয়ের পর
বৌয়ের হাতে যায় যে সোনার চুড়িঁ।
কথায় বলে,
দাত থাকিতে দাতের মর্ম ‘ন বুঝি
যৌবন কালে মায়ের উপদেশ ‘ন মানি
শেষ বেলাতে হঠাৎ মায়ের বিয়োগে
মাতৃভক্ত
আর অনু সূচনায় সারা জীবন জ্বলে মরি।
হঠাৎ
যখন মনে পড়ে মায়ের আদরঁ বাবার শাসন
ভেবে নাহি পাই কোথায় গেলে যে পাই
কোন পৃথিবীতে আছে যে লুকিয়ে মা
পেলে,
সাদরে নিতাম এমন মায়ের আর একখান
গালে থাপ্পর।
১৭টি মন্তব্য
নীহারিকা
ছোটবেলায় অনেক মার খেয়েছি আম্মার হাতে। এখন শুধু বকে, মারে না। মিস করি সেই মারের শাসন।
মা মাটি দেশ
এ তো জীবনের কথা।ধন্যবাদ -{@ (y)
লীলাবতী
ছোট বেলার মাকে মিস করি খুব।
মা মাটি দেশ
যার মা জীবিত আছেন তার মত ভাগ্যবান আর কেউ নেই -{@ (y)
আমীন পরবাসী
মায়ের হাতের মার এখন খুব খেতে ইচ্ছে করে। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। শুভকামনা।
মা মাটি দেশ
আপনাকেও শুভেচ্ছা। -{@ (y)
আদিব আদ্নান
মা বাবাকে শ্রদ্ধা সব সময় ।
মা মাটি দেশ
মায়ের মত আপন কেহ নাই ধন্যবাদ -{@ (y)
ছাইরাছ হেলাল
মা মা ই । এ সম্পর্ক বিকল্পহীন ।
হারিয়ে গেলে আরও বেশি বুঝতে পারি ।
ভাল হয়েছে।
মা মাটি দেশ
ধন্যবাদ ভাইয়া সত্যি হারিয়েই আমরা খুজেঁ ফিরি মাকে। -{@ (y)
জিসান শা ইকরাম
মা মাটির লেখায় বিভিন্ন বিষয় আসছে ।
এটা ভালো 🙂
মিস করি পিচ্চি কালের সেই মাকে ।
মা মাটি দেশ
মা মাটির নামের যথার্থতা আনতেই আমার চেষ্টা আপনাদের প্রেরনায় -{@ (y)
বনলতা সেন
মাকে নিয়ে আপনার অনুভূতি জানতে পেরে ভাল লাগল ।
রাসেল হাসান
মা তো মায় হয়! মায়ের তো কোন তুলনা নাই!! তাঁর স্নেহ ভালোবাসা অসীম!
আমরাই অধম যে মায়ের মূল্য বুঝলাম না!
মা মাটি দেশ
ঠিক তাই (y) -{@ ধন্যবাদ ভাইয়া।
শুন্য শুন্যালয়
মা আমাকে মেরেছে, একথা একদমই মনে পরেনা… অবাক লাগছে, মা কি আমাকে বুদ্ধি হবার পর কখনো মারেনি?
আজকেই ফোন দেবো 🙂
ধন্যবাদ সব সময়ের জন্য আপনাকে ভাইয়া, সুন্দর সুন্দর বিষয় নিয়ে লেখার জন্য।।
তৌহিদ
আমিও মায়ের হাতে অনেক মার খেয়েছি কিন্তু!