অনেকদিন আগে একটা পোষ্ট দিয়েছিলাম । ইন্টারনেট এ মা শব্দটি লিখে সার্চ করতে আমাদের সাহস হয় না । এমন কি বাংলায় যে কোন কিছু সার্চ দিলে ঘুরিয়ে পেচিয়ে কুমিরের গল্পের মত চটি পেজের লিংক চলে আসে ।
সম্পূর্ণ বিব্রতকর একটা অবস্থা । আমি বলেছিলাম এই সব চটি পেজ বন্ধ করা যায় কিনা বা কেন এগুলো বন্ধ হয় কেন কেউ এটার বিরুদ্ধে তেমন লেখালিখি বা আন্দোলন করে না !!!
উত্তর গুলি এমন ছিল এই সব ব্লগের ভিজিটর ভাল , তাছাড়া সামনে সবাই ভদ্র সাজলেও লুকিয়ে এসব সাইটে যাতায়াত প্রায় লোকেরই আছে তাই এসব ব্লগ সহজে বন্ধ হবে না । ।
একজন পরামর্শ দিয়েছিলেন মা টপিক নিয়ে যদি আমরা অনেক ব্লগিং করি তাহলে হয়ত এসব কনটেন্ট গুলো সহজেই সার্চে আসবে না । বুদ্ধিটা খারাপ নয় । । তবে গুগল সার্চ করার ক্ষেত্রে কি ওয়ার্ড অর্থাৎ আপনি কি লিখে সার্চ দিচ্ছেন এটার উপর বেশ গুরুত্ব দেয় । অর্থাৎ আপনি মা কে নিয়ে ভাল কিছু লেখলেও সেটা কিন্তু সহজেই সার্চে আসতে না ও পারে । কারণ আপনি যে কি ওয়ার্ড ব্যাবহার করছেন এটা বহুল ব্যাবহৃত নয় । তাহলে আপনাকে সেই বহুল ব্যাবহৃত কি ওয়ার্ড ব্যবহার করেই লিখতে হবে । বেশী বেশী করে বাংলায় মা কে নিয়ে লিখুন । মাতৃভাষার জন্য মায়ের জন্য আমাদের গৌরবউজ্জ্বল ইতিহাস আছে ।
স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন । আমাদের এখন সেই কঠিন কাজটাই সহজে করে দেখাতে হবে ।
ইন্টারনেটে মা কে নিয়ে লেখা সকল আবর্জনা পরিষ্কার করুন ।
পৃথিবীর সকল মা কে মা দিবসের শুভেচ্ছা ।
১৮টি মন্তব্য
ইমন
সঞ্জয় দাদা ,আমরা বন্ধুরা প্রায়ি এই কাজটা করি। আপনাকে ধন্যবাদ লেখাটার জন্য। 🙂
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ
ব্লগার সজীব
মাকে নিয়ে বেশী বেশী করে লিখতে হবে। পৃথিবীর সকল মা কে মা দিবসের শুভেচ্ছা ।
সঞ্জয় কুমার
হুম । একদম তাই
অলিভার
গতবছরের এই সময়টাতে গুগল সার্চ ইনডেক্স থেকে কিভাবে ‘মা’ শব্দের সাথে নোংরামির সার্চ রেজাল্ট গুলি বাদ দেবার কাজ করা যায় তা নিয়ে একটা ইভেন্টে কাজ করেছিলাম। প্রথম দিকে সবাই আগ্রহী থাকলেও পরে এসে সবার আগ্রহ হারায়। আর এটাই সমস্যা। এই কাজটা কন্টিনিউ প্রসেস। একার ক্ষেত্রে করে যাওয়ার কোন মানে হয় না। সবাইকেই করতে হবে একযোগে। ফলাফলও কিন্তু তখন পেয়েছিলাম। প্রথম ক’দিনেই সার্চ রেজাল্ট থেকে ৫০% ও অধিক সাইট অপসারণ করেছিল গুগল। কিন্তু ঐ যে, কন্টিনিউ রিপোর্ট সবাই করেনি। তার ফলাফল আবার নতুন সাইট গুলি উঠে এসেছে সামনে।
আবার এদিকে মা’কে নিয়ে কন্টেন্ট সাজানো কিংবা ধরে বেধে প্রতিনিয়ত লেখা সবার ক্ষেত্রে সম্ভব না। আবার যারা লেখতে পারে তারা সেটাকে সঠিক পদ্ধতি অবলম্বন করে পোষ্ট করে না। অনেকেই আছে যাদের লেখালেখি ফেসবুক পর্যন্তই সীমাবদ্ধ রাখে। পাবলিক কিংবা প্রাইভেট কোন প্রকার ব্লগেই সেগুলি জমা করে না। তাই অল্প কিছু লেখা নিয়ে সে সংগ্রহ তৈরি হয়েছিল তাও খুব দ্রুত হারিয়ে যায়।
ধারাবাহিক ভাবে তাদের কাজগুলিকে রিপোর্ট করা আর নিজেদের কাজ গুলির মাঝে ‘মা’ বিষয়ক কন্টেন্ট তৈরি করতে না পারলে এই সমস্যা থেকে কোন মুক্তি নেই।
সঞ্জয় কুমার
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।এই কাজে আমাকে সব সময় পাশে পাবেন আশা রাখি ।
স্বপ্ন নীলা
পৃথিবীর সকল মা ভাল থাক
সঞ্জয় কুমার
অবশ্যই
জিসান শা ইকরাম
পৃথিবীর সকল মা ভালো থাকুক।
সঞ্জয় কুমার
সব মায়ের জন্য শুভ কামনা
স্বপ্ন
কিভাবে যে তারা মা কে এমন ভাবে লিখতে পারে!!
মা,ভালোবাসি তোমায়।
সঞ্জয় কুমার
মা কে নিয়ে যতই লিখব শেষ হবে না ।কিন্ত পশুদের কথা আলাদা ওরা মানুষ নয় শুধুই পশু ।ধন্যবাদ আপনাকে
খেয়ালী মেয়ে
ভালো লাগলো মায়ের ছবি দেখে–
বিনম্র শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল মা কে……….
সঞ্জয় কুমার
আপনার মা কে ও আমার সালাম জানবেন । ধন্যবাদ আপু
লীলাবতী
মাকে যেন আমরা সবাই যোগ্য শ্রদ্ধা করতে পারি।আপনার মাকে শ্রদ্ধা জানাই।
সঞ্জয় কুমার
ধন্যবাদ দিদি ।পৃথিবীর সকল মাকে বিনম্র শ্রদ্ধা
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কথা ঠিক আপনি আপনার পিসিতে যে সব বিষয়ে বেশী লিখবেন তাই সার্চে আগে আসবে।বেশী বেশী করে মাকে নিয়ে লিখলে এ সব নোংরামিটা কমবে বলে আমার মনে হয়।ধন্যবাদ আপনাকে।
রিমি রুম্মান
সারা বছরই মাকে নিয়ে লিখি। যখন তখন লিখি। আরও লিখবো প্রতিনিয়ত, আশা করি। একদিন অবশ্যই আর সেই সব নোংরামি টাইপের লেখা হেরে যাবে। মা সার্চ দিলে মাকে নিয়ে সুন্দর সুন্দর ভালবাসাময়, আবেগময় লেখা ভেসে উঠবে চোখের সামনে। সেই দিনের অপেক্ষায়।