
নীলাভ আলোর ঝলকানিতে গোধূলি রঙিন-
আমার বিমুক্ত বুকের জমিনে স্যাঁৎস্যাতে শৈবালের চাষ
পাথুরে দেয়ালে বাজে ঠক-ঠক এই অবেলায়
অস্তমিত সূর্য্যের ঈষৎ আলোয় – উড়ে যায় বুনো বালিহাঁস ।
নীলাকাশ সমুদ্রের ছাউনী হয়ে নেমে গেছে দূরের দিগন্তে
উত্তাল ঢেউয়ের খেলায় মেতেছে যে বুক,
পানকৌড়ির ডানায় ভর করে স্বপ্ন উড়ে যায়- ডুবে যায়;
ক্ষণে ক্ষণে, আবছায়া আলোয় দেবীর মায়াবী সে মুখ ।
কখনো দেখেছি তারে পৌষের খুব ভোরে সোনালী সে –
ঊষার আলোয়,
কখনো দেখেছি তারে রূপালী জোছনা মেখে
বাসন্তী সে রাতের কালোয়
চঞ্চলা মুখখানি আবছায়া অন্ধকারে-
দেখিনি কখনো সে কতখানি ভার
শত মাইল দূরে থেকে কেন জানি মনে হলো-
হাসির আড়ালে তার ভীষণ অন্ধকার।
অনন্য অর্ণব
ধর্মপুর, সদর, নোয়াখালী।
১১টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
বাসন্তী সে রাতের কালোয় / চঞ্চলা মুখখানি আবছায়া অন্ধকারে- মন ছুয়ে গেলো। আরো অনন্য সব উপমা দিয়েছেন। শুভেচ্ছা জানবেন।
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ। ব্লগে অনিয়মিত থাকার কারণে আপনার সাথে পরিচিত হতে পারিনি। এটা আমার ব্যার্থতা। একদিন সময় করে কথা বলবো। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা রইলো।
মনির হোসেন মমি
বহু দিন পর এলেন।মনে আছেতো আমাদের? যাক ধন্য হলাম আপনার লেখা পড়ে।
“নীলাকাশ সমুদ্রের ছাউনী হয়ে নেমে গেছে দূরের দিগন্তে
উত্তাল ঢেউয়ের খেলায় মেতেছে যে বুক,
পানকৌড়ির ডানায় ভর করে স্বপ্ন উড়ে যায়- ডুবে যায়;
ক্ষণে ক্ষণে, আবছায়া আলোয় দেবীর মায়াবী সে মুখ ।
কী বলব ! অসাধারন।
সুপর্ণা ফাল্গুনী
ইস কতদিন পর আপনার লেখা পেলাম। যাদের অনুপ্রেরণা, লেখায় মুগ্ধ হতাম আপনি তাদের মধ্যে অন্যতম। পানকৌড়ির ডানায় ভর করে স্বপ্ন উড়ে যায়- ডুবে যায়; এটাই বাস্তবতা। চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। চমৎকার কবিতা। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। শুভ রাত্রি
হালিমা আক্তার
হাসির আড়ালে তাঁর ভীষণ অন্ধকার– চমৎকার প্রকাশ।
শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
অনেকদিন পর এমন সুন্দর লেখা। নিয়মিত লিখুন!!
আরজু মুক্তা
হাসির আড়ালে অন্ধকার থাকে বলেই হাসিটা প্রাণবন্ত হয়ে ফিরে আসে।
এখন কিন্তু প্রতিদিন পড়তে চাই এমন লেখা।
ভালো আছেন আপনি?
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ প্রকাশ — ‘দেখিনি কখনো সে কতখানি ভার
শত মাইল দূরে থেকে কেন জানি মনে হলো-
হাসির আড়ালে তার ভীষণ অন্ধকার’।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আমরা ঝঁকানো হাসির ফুলঝুড়ি দেখতে চাই, অন্ধকার মাড়িয়ে,
নিয়মিত লিখুন।
উর্বশী
নীলাভ আলোর ঝলকানিতে গোধূলী রঙিন ই থাকুক,ধূসরতায় বিবর্ন না হোক।প্রকৃতিকে একদম নাইওর সাজিয়ে নিয়ে এসেছেন নান্দনিকভাবে। এমন দারন লেখা আরও চাই।
ভাল থাকুন,অফুরান শুভ কামনা সব সময়।
সাবিনা ইয়াসমিন
কমেন্ট দিয়ে কি হবে? এখানে জবাব দিবে কে?