মানুষ নাই, অথচ মানুষ
সারি সারি ধানের মতো লেপ্টালেপ্টি করে
গ্রীষ্মের সাপ সঙ্গমের মতো গড়াগড়ি খেলে।
মানুষ নাই, অথচ মানুষ
রমনীর কলসভর্তি জলের মতো উপচে পড়ে
সজ্জিত পুতুলের ডাগর চোখে তাকিয়ে থাকে।
মানুষ নাই, মানুষ আছে –
স্বল্পমেয়াদি মূল্যে এন্টিসেপ্টিকের ঘ্রাণ নেয়
পাঁতি হাসের দাম্পত্যে সুখে জলাধারে ভাসে
লাল পিঁপড়ার বিষাক্ত বিষে বিষিয়ে তোলে ।
অতঃপর, আমার কোনো মানুষ থাকে না ;
মানুষের মতো একাধারে কল্পনায় বুঝে উঠি
উদয়-অস্তের আলো ডিঙে- নীল আমরা ভোগছি
মানুষরোগে- ব্যথায়, শূন্যতায় এদিক ওদিক কাতরাচ্ছি।
নেত্রকোণা, ময়মনসিংহ।
২৩টি মন্তব্য
আরজু মুক্তা
যান্ত্রিক মানুষ।।ইথারে শুয়ে থাকে।।
নাজমুল হুদা
মানুষগুলো মানুষের মতো দেখতেও কেমন জানি মানুষের মতো না ।
ছাইরাছ হেলাল
ব্যথা যন্ত্রণা শূন্যতা নিয়েই আমাদের এ জীবন।
নাজমুল হুদা
মানুষগুলো মানুষের মতো দেখতেও কেমন জানি মানুষের মতো না ।
ধন্যবাদ ভাইয়া
রাফি আরাফাত
জীবনটা এমনি ভাই
নাজমুল হুদা
তবুও মানুষ চলে আপন গতিতে
ধন্যবাদ ভাইয়া 😍
সঞ্জয় মালাকার
জীবনটা এমনি ভাই
নাজমুল হুদা
মানুষের মতোই জীবন
ধন্যবাদ ভাই 😍
প্রদীপ চক্রবর্তী
জীবন!
নাজমুল হুদা
জীবন ভাবনার
মনির হোসেন মমি
জীবন যখন যেখানে যেমন।সুন্দর উপস্থাপনা।
নাজমুল হুদা
জীবন অনেক সুন্দর ব্যথা শূন্যতায় আছে বলে
তৌহিদ
ছবিটি কিন্তু দারুন!!
আর হ্যা এসব নিয়েই কিন্তু মানুষ, অস্বীকার করতে পারলে দেবদূত হয়ে যেতে হবে। তবুও এড়িয়ে যাওয়াই উত্তম।
নাজমুল হুদা
মেনে, না মেনে চলাই জীবন
ইঞ্জা
এইতো জীবন ভাই, লেখাটিও চমৎকার হয়েছে।
নাজমুল হুদা
জীবন অনেক সুন্দর এসব আছে বলে।
ধন্যবাদ ভাইয়া 😍
ইঞ্জা
শুভেচ্ছা।
জিসান শা ইকরাম
মানুষ এমনই,
মানুষ অথচ মানুষ না।
ভালো কবিতা।
নাজমুল হুদা
মানুষগুলো মানুষের মতোই দেখতে কেমন জানি মানুষের মতো না ।
ধন্যবাদ ভাইয়া
সাবিনা ইয়াসমিন
মানুষ গুলো মানুষের মতো হলেও কেন জানি মানুষ না !!!! আমি কিন্তু দেখতে মানুষের মতোই, আর আমি অবশ্যই একজন মানুষ 😂😂
দুঃখের মাঝে সুখ আর কষ্টের সাগর থেকে সুখের মুক্তো আহরন করার মাঝেই জীবনের সার্থকতা ছোট ভাই। ভালো থেকো, শুভ কামনা 🌹🌹
নাজমুল হুদা
হা হাহা হা, আপু আপনি মানুষ এবং মানুষের মতোই আর আপুর মতোই ।
দুঃখ কষ্ট আছেই বলে জীবন বৈচিত্র্যময় ও অনেক উপভোগ্য ।
শাহরিন
মানুষরা মানুষের মত আচরণ করেনা, আমরা যারা অপরকে বলি তারাও কারো কারো সাথে মানুষের মত ব্যবহার করি না।
নাজমুল হুদা
এর ভিতরেই চলছে জীবন। মানুষ সবার কাছে অগ্রহণযোগ্য হয় না। এজন্যই জীবনে বৈচিত্র্য।
ধন্যবাদ আপু আপনাকে