11014872_10205331960473016_4300150155503330560_n

 

আপটেডঃমঙ্গলবার

নগদ জমা পড়েছে ১৮,৮০০ টাকা।
স্যালাইন ১০০ প্যাকেট
তিন দিনে সর্বমোট জমা হলো ৭১,০৪২ টাকা।

গতকাল ইভেন্টের শেষ দিন ছিলো। তবে কয়েকজন আজ আরো কিছু টাকা পাঠাবেন বলে জানিয়েছেন।

আপটেডঃসোমবার

নগদ জমা পড়েছে ৮,৬৮৫ টাকা।
বিকাশের মাধ্যমে জমা পড়েছে ৩০০০ টাকা।
মোট জমা হলো ১১,৬৮৫ টাকা।
এছাড়া এক ব্যাগ পুরাতন কাপড়ও জমা পড়েছে।

আপটেডঃ
কাওরানবাজার ইত্তেফাক অফিসের সামনে ইভেন্টের সময়সীমা বাড়ানো হয়েছে।
সোম ও মঙ্গল আরো দুদিন চলবে তবে সময়টা দেয়া হয়েছে বিকাল ৩টা থেকে রাত ৯টা।
একটা বিকাশ নম্বরও দেয়া হয়েছে-01680588287

অদ্য পর্যন্ত যে সহায়তা পাওয়া গিয়েছেঃ
গায়িকা আখী আলমগীর – ২০০০০/=
মৌমিতা তাসরিন নদী   – ৫০০০ /=
তালুকদার সায়মার বিকাশে পাঠানো টাকা সহ সর্বমোট সংগ্রহ – ৪০৫৫৭/= টাকা
হাজী মুহাম্মদ জাহেদ সাহেব = দুই কার্টুন ত্রাণ
পুরান ঢাকার এক দাদা –  এক বস্তা ত্রাণ।
========================================================

স্মরণকালের ভয়াবহতম ভুমিকম্প হয়ে গেলো নেপালে। নেপালের বাতাসে এখন লাশের গন্ধ। হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে মারা গিয়েছে, হাজারে হাজারে লাশ চিতায় তুলে সৎকারের কাজ চলছে কিন্তু যারা বেঁচে আছে, তাদের তো বেঁচে থাকতে হবে। তাদের জন্য তো আমরা কিছু করতে পারি। আমাদের ক্ষুদ্র সাহায্যই হয়তো একজন বিপন্ন মানুষের জীবন বাঁচাতে পারে। নেপালের মুমূর্ষু, পীড়িত মানুষগুলোর সাহায্যার্থে নেপাল দুতাবাস বাংলাদেশে হেল্পিং ফান্ড খুলেছে, যেকোন মানুষ সেখানে সাহায্য পৌছে দিতে পারেন বা সেবা সংগঠনের মাধ্যমেও দিতে পারেন।

দশের লাঠি একের বোঝা। যার যতটুকুন সামর্থ্য, তাই নিয়েই তাদের পাশে দাঁড়াতে পারি আমরা। নেপালে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে, সকলের সহযোগীতা ছাড়া তা কাটিয়ে উঠা একেবারেই সম্ভব নয়। একবার ভাবুন তো, আপনার সহযোগীতায় কেনা ঔষধে একটি প্রাণ বেঁচে গেলো বা এক বোতল পানিতে চুমুক দিয়ে তৃষ্ণার্ত এক মানুষের জীবন রক্ষা পেলো। কতোটা তৃপ্তি আসবে মনে।
আমরা গরবিত জাতি যে, আমাদের সেনাবাহিনীই প্রথম নেপালের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবার আমরা নিজেরা একটু এগিয়ে আসি।

টাকা দিতে পারছেন না? সমস্যা নেই। সাধ্যমতো যা-ই সম্ভব, তাই দিন। মনে অনেক শান্তি পাবেন। বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করা মানুষ হিসাবে মানুষের নৈতিক দায়িত্ব। একবার চিন্তা করে দেখুন এই অবস্থায় কিন্তু আমরাও পড়ে যেতে পারতাম। কে জানে কবে না আমরাও এ অবস্থায় পড়ি।

আগামীকাল ৩রা মে, দুপুর ১২টায় Aronno Jewel এর আহ্ববানে ১টা গ্রুপ কাওরানবাজার ইত্তেফাক অফিসের সামনে উপস্থিত থেকে ভুমিকম্পে বিধ্বস্ত নেপালিদের জন্য ত্রান সাহায্য গ্রহন করবে। এ সাহায্য শুধুমাত্র অর্থকড়িই নয়, নানাবিধ ব্যবহারিক জিনিসপত্রও। যেমন- বিছানার চাদর, কম্বল, পুরোনো কাপড়চোপড়, ঔষধ, ওর স্যালাইন, বিস্কুট, ইত্যাদি। মানুষ যখন অসহায় অবস্থায় পতিত হয়, তখন আপনার ব্যবহার করা জিনিসটিও তাকে অনেক বড় সাপোর্ট দিতে পারে।

আমার অতো টাকাপয়সা নেই, তাই আমি হয়তো সেরকম টাকাও দিতে পারবো না। বড়জোর শ’তিনেক টাকার ঔষধ দেবো সিদ্ধান্ত নিয়েছি। আর দেবো ব্যবহার করা একটা কম্বল ও বিছানার চাদর। ব্যস, এই এতোটুকুনই। হয়তো এই এতোটুকুনই কোন একজনকে শান্তি দিলেও দিতে পারে! বিনিময়ে কিচ্ছু যে পাবো না তা কিন্তু নয়, অই কোন এক ব্যক্তির আত্মার দোয়া তো পাবো, অই আমার প্রাপ্তি।

আসুন সাধ্যমতো বিপন্নদের পাশে দাঁড়াই।
আপনি এই ইভেন্ট এ যোগ দিতে পারেন Help Nepal

*বিস্তারিত জানতে চাইলে 01711226900 এই নম্বরে যোগাযোগ করতে পারেন।
*আরো দুটু নম্বর দিলাম
সিফাত হাসান-01611527951
বিকাশ নম্বর-01682971348

 

৬০২জন ৬০২জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ