সনাতন ধর্মের লোকজন বলতেই পারেন : ‘ ইসলাম ধর্মের আল্লাহু লেখাটা এসেছে আমাদের ধর্মের প্রধান প্রতীক ত্রিশুল থেকে । ইসলাম ধর্মের প্রচলন আমাদের ধর্মের অনেক পরে হয়েছে ।’
আবার ইসলাম ধর্মের অনুসারীরা বলতে পারেন : ‘ আল্লাহ্ সব কিছু সৃষ্টির প্রথমেই নির্ধারিত করে রেখেছেন , সনাতনীরা আল্লাহ্র নাম ছিনাতাই করে কিছুটা রুপান্তর করে ত্রিশুল বানিয়েছে ।’
সাম্প্রদায়ীক দাঙ্গা বাঁধিয়ে একে অপরের প্রধান সিম্বল ভেঙ্গে গুড়িয়ে দিতে পারেন , পারেন পদদলিত করতে । করুণ সমস্যা নেই – সেই ঘৃণা যেন সীমাবদ্ধ থাকে ধর্মীয় উম্মাদদের মাঝে । সাধারন মানুষ , যারা যার যার প্রধান সিম্বল নিয়ে সন্তষ্ট , তাঁদেরকে শান্তিতে থাকতে দিন ।
একজন মুসলিমের কাছে আল্লাহু লেখাটা অনেক বড় , এতেই সাধারন মুসলমানরা সন্তষ্ট । ” ত্রিশুল খুব নিকৃষ্ট ” এমন চিন্তার কোন দরকার নেই । কারন ত্রিশুল সিম্বলটা সাধারন মুসলিমগন নিবেন না ।
ঠিক তেমনি , ত্রিশুল একজন সাধারন হিন্দুর কাছে অনেক বড় , এতেই তিনি সন্তষ্ট , আল্লাহু লেখাটি খুব খারাপ , এমন চিন্তার তাঁর প্রয়োজন নেই , কারন আল্লাহু লেখাটা তিনি নিবেন না ।
শিখদের ধর্মীয় প্রধান সিম্বলও প্রায় একই ধরনের । একটু নক্সা করা । শিল্পীরা একটি অক্ষরকে বিভিন্ন ভাবেই আঁকতে পারেন ।
১৬টি মন্তব্য
আদিব আদ্নান
সহজ ও সাবলীল ভাবেই চিন্তা করা উচিৎ ।
জিসান শা ইকরাম
বর্তমান বাস্তবতায় এমনই ভাবনা শান্তি প্রিয় ধার্মিক গনের ।
আকাশ
যে যার ধর্ম নিয়ে থাকুক , তাহলেই কোন সমস্যা হয় না ।
জিসান শা ইকরাম
শান্তি প্রিয় মানুষ গন যে যার ধর্ম নিয়েই ছিল , আছে । শুধু সন্ত্রাসীরা ধর্মকে ক্ষমতার জন্য ব্যবহার করছে।
কৃন্তনিকা
আল্লাহ, ঈশ্বর, গড, ভগবান-সবই এক স্রষ্টার ভিন্ন ভিন্ন নাম। সুতরাং ভিন্ন ভিন্ন ধর্মে স্রষ্টার সাথে সম্পর্কিত বিষয়গুলোতে মিল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। 🙂
জিসান শা ইকরাম
সাধারন মানুষ যুগ যুগ ধরে এমনই ভেবে এসেছে , আপনি যেভাবে লিখলেন ।
শুধু ধর্মের ব্যবসাদার গন জোড় করে একে অন্যের উপর নিজ ধর্ম চাপিয়ে দিতে চায় বা অন্য ধর্মকে অসম্মান করে।
হতভাগ্য কবি
ঈশ্বর কে চিহ্ন থেকে মনে মনে রাখাই ভালো। যত যাই হোকে ঈশ্বর একজনই 🙂
জিসান শা ইকরাম
জি , সৃষ্টিকর্তা একজনই ।
সোনিয়া হক
দারুন মিল । আগে লক্ষ্য করিনি ।
জিসান শা ইকরাম
আরো অনেক কিছুতে মিল আছে
আপনি অবাক হবেন , যদি আগে জেনে না থাকেন ।
শিশির কনা
বেশী প্রশ্ন কিন্তু ভালো না ।
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , ঠিক আছে ।
ধন্যবাদ
যাযাবর
শিশির কনা বলেছেনঃ বেশী প্রশ্ন কিন্তু ভালো না ।
জিসান শা ইকরাম
আসলেই ভালো না ।
অন্তরা মিতু
এই পোষ্টের বিষয়ে শুধু একটি বাক্য লিখছি – “ছোট কিন্তু ছোট নয়”
জিসান শা ইকরাম
ছোট মন্তব্যে ব্যাপক ভাব প্রকাশ ।