মন ভাল নেই

মনির হোসেন মমি ১০ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১২:৪৪:৪২অপরাহ্ন কবিতা, বিবিধ ১৪ মন্তব্য

মন ভালো নেই

বুঝিনা মন কি যে চায়,

আগুনে পুড়া জীবন্ত লাশের মত

মন কেবলি ছটফট করে বেড়ায়।

বুঝেয়েছি মনকে,বহু বার

যাস না আর ঐ পথে

বলিস না কোন উচিত কথা

মরিস না অকালে করিস না মাকে পুত্রশোকে কাতর।

কষ্ট এলে মনকে বলি

ভাগ কি নিবি একটু খানি ,

আর যে মনে সয়না,আবার ধরবে বায়না

কবে হবে ধ্বংস ঐ স্বদেশী হায়না।

মন দেখেছে বার বার হায়নারা দিয়েছে হানা

এই বাংলায়,কখনও শাসনে-কখনও বা শোষনে

নিপীরিত জনতা,অত্যাচারিত জনতা,নির্বাক জন কর্তা

যুদ্ধাহত জনতা নীরবে নিভৃতে শুধু চোখের জল ফেলে।

আজ মন ভাল নেই

মনের গভীরে লুকায়িত কষ্টগুলো যখন হঠাৎ জেগে উঠে

ইচ্ছে করে সব কিছু ভেঙ্গে চুড়ে একাকার করে

এনে দেই অনাগত ভবিষৎ প্রজম্মনের তরে

একটি নির্ভেজাল সুখী সমৃদ্ধ

 সোনার বাংলাদেশ।।

সংগ্রহ

 

 

 

 

 

 

 

৫৭৪জন ৫৭২জন

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ