মন ভালো নেই

মনির হোসেন মমি ২১ মার্চ ২০১৫, শনিবার, ১১:৪৬:২৮পূর্বাহ্ন এদেশ, কবিতা ১৭ মন্তব্য

মন ভালো নেই
প্রানটাও যেনো যায় যায়
চৌয়াল্লিশটি বছর যাকে নিয়ে স্বপ্ন বুণেছি
যাকে বন্ধু ভেবে,
ত্যাগের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছি
সেই আজ আমার কর্মে ঈর্ষানীত।

মন ভালো নেই
স্বাধীকার আন্দোলনে খন্ডিত দুটি হৃদয়
লক্ষ কোটি তরতাজা ফুলগুলো অকালেই ঝড়ে যাওয়া
পরম যত্নে মায়ের আলিঙ্গনে
পর আপন হওয়া,
অস্বীকার করা বাঙ্গালীর অধর্ম
কৃতজ্ঞতায় শ্রদ্ধায় এখনও মুখ ফুটে
শুধু আফসোস বুঝলো না বন্ধুটি।

মন ভালো নেই
কৃত কর্মের বাহাদুরী ভাব ভালো
বাধা নেই বলবার বার বার
তবে,অহংকারে নয় ভালবেসে
নতুবা “৭১ এর মতো,
হাতে আবারও অস্ত্র উঠবে,
মাথায় বাধব লাল সবুজের লড়াইয়ের পট্ট্রি।

মন ভালো নেই
মনে কোন অভিযোগ নেই, আছে
এখনও আছে হৃদয়ে সৌহার্দ্যপূর্ণ অফুরন্ত ভালবাসার পসরা
চাইলেই পেতে পারো,
তবে শুনব না,মানবো না আর কোন নিছক দুষ্কৃতির চিহ্ন
মরতে মরতে বেচে যাওয়া বাঙ্গালীরা আজ
বাচতে শিখেছে,
বিশ্বে মাথা উচু করে চলার যোগ্য হয়েছে।

মন ভালো নেই
প্রানটাও যেনো যায় যায়
বীর বাঙ্গালীর রক্তে আকাঁ,স্বদেশে
বাঙ্গালী অসার,
বন্ধু প্রতিম রাষ্ট্রের সৃষ্টির দান।

মন ভালো নেই
জন্ম থেকে জ্বলছে এ মন
বিশ্ব মোড়লে সমান তালে তাল না থাকিলে
মনে জিদ থাকতে নেই,বিশ্বে
অসম রাষ্ট্রে সমানধিকার ভাবতেও নেই।

মন ভালো নেই
ডিজিটাল স্বদেশে ডিজিটাল নেই
দেশের সর্বোচ্চ ক্ষতিতেও দেশ নেত্রীর মাথা ব্যাথা নেই,
যত অভিযোগ যত দেশপ্রেম,
বুকে পিঠে সব নির্যাতন সয়ে যাওয়া,
এই পুড় খাওয়া তারে বাঙ্গালী কয়।

আজ বিশ্ব কবিতা দিবসে সবাইকে শুভেচ্ছা -{@ -{@

৬৯৩জন ৬৯৩জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ