জীবনের চলতি পথে,
অনেকগুলো কান্না একসাথে
জড়ো হয়ে বেদনা ও অভিমানের সৃষ্টি হলো।
তিমির রাত্রি ঘন ঘোর আঁধার,
শ্বাসরোধ হয়ে আসা সময়।
তবুও কি তুমি ফিরবে না মধুরিমা?
আসবেনা খোঁজ নিতে একবার,
দেখবে না চোখের দেখা?
মেয়েদের এতো বেশি নির্দয় হতে নেই প্রিয়তমা।
জানি পৃথিবী ভর্তি অক্সিজেন।
শুধু আমার জন্য বিধাতার বরাদ্দকৃত
অক্সিজেনটুকু ফুরিয়ে আসছে দ্রুত।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে,
যদি একবার মুখখানি দেখতে পেতাম তোমার!
আইসোলেশনের বড্ড যন্ত্রণাময় দিনগুলোতে
তোমাকেই খুঁজে ফেরে মন বারে বার।
চলে যাবার আগে হয়তো দেখা হবে না আর,
হবে না কোন কথা,
শুধু জানিয়ে গেলাম আমার এ অসহায় হাহাকার।
২৬টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপনার এই আকুল আবেদন তার হৃদয় টা নরম করে দিক। সে যেন ফিরে আসে আপনার ডাকে এই কঠিন সময়ে । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ইসিয়াক
আপনার জন্য ও শুভকামনা রইলো দিদিভাই্
এস.জেড বাবু
জানি পৃথিবী ভর্তি অক্সিজেন।
শুধু আমার জন্য বিধাতার বরাদ্দকৃত
অক্সিজেনটুকু ফুরিয়ে আসছে দ্রুত।
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে,
যদি একবার মুখখানি দেখতে পেতাম তোমার!
কঠিনতম অনুভূতির প্রকাশ করেছেন ভাই-
যদিও সারা দুনিয়া মৃত্যূর দুয়ারে দাঁড়িয়ে-
তবুও ভালো লাগলোএমন লিখা
অসাধারণ
ইসিয়াক
পাঠে ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
নৃ মাসুদ রানা
আইসোলেশনের বড্ড যন্ত্রণাময় দিনগুলোতে
তোমাকেই খুঁজে ফেরে মন বারে বার।
ইসিয়াক
ভালো থাকুন ভাইয়া্
শুভকামনা।
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন । ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
ইসিয়াক
হ্যাঁ একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।
শুভকামনা।
হালিম নজরুল
আইসোলেশনের বড্ড যন্ত্রণাময় দিনগুলোতে
তোমাকেই খুঁজে ফেরে মন বারে বার।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ফজলে রাব্বী সোয়েব
চমৎকার লেখনীর জন্য কৃতজ্ঞ।
ফজলে রাব্বী সোয়েব
কৃতজ্ঞতা
ইসিয়াক
ধন্যবাদ রইলো
ইসিয়াক
ধন্যবাদ সহ শুভকামনা রইলো্
সুপায়ন বড়ুয়া
“তবুও কি তুমি ফিরবে না মধুরিমা?
আসবেনা খোঁজ নিতে একবার,
দেখবে না চোখের দেখা?”
মধুরিমা আসবেই ফিরে
তোমাকে রাখবে না একা।
ভাল লাগলো। শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
***মেয়েদের এত নির্দয় হতে নেই প্রিয়তমা ***
মেয়েরা নির্দয় হয়না, প্রিয়তম যদি এমন হৃদয়বান হয়।
শুভ কামনা ইসিয়াক ভাই 🌹🌹
ইসিয়াক
শুভকামনা আপু্
ছাইরাছ হেলাল
বুঝছি এখানে ডাইনিদের কথা বলছেন!!
ইসিয়াক
হা হা হা হেলাল ভাই এতো কড়া করে বললে তো মনে আঘাত পাবে যে……………
শুভকামনা।
কামাল উদ্দিন
এই সময়ে দুঃখের উপর কিছুটা প্রলেপ দিয়ে যাওয়া উচিৎ কিন্তু মধুরিমার। আচ্ছা ওর ফোন নাম্বার কি নাই?
ইসিয়াক
ফোন নাম্বার তো হারায়ে গেছে………….
কামাল উদ্দিন
তাহলে তো দুঃখের আর শেষ নাই
জিসান শা ইকরাম
কিছু মেয়ে নির্দয় হয়,
ইসিয়াক
সেজন্য ই তো সমস্যা..
সুরাইয়া পারভীন
মধুরিমা এবার অভিমানের পাল্লা শেষ করে ফিরে এসো।
তোমাকে ছাড়া আইসোলেশনের দিন গুলো বড্ড যন্ত্রণা ময়।
আহা! এমন করুণ আহ্বান ফিরিয়ে দিও না মধুরিমা