>রমণী তুমি বলছো যখন হায়
>তখন আমার ধম পুরিয়ে যায়
>রমণী তুমি বলছো যখন হ্যালো
>আমি ভাবি এই বুজি সব গেল ।
>রমণী তুমি পা বাড়ীয়ে , আসছো যখন কাছে
>হাত পা আমার কাঁপছে তখন নৃত্যরই , যে ধাঁচে
>রমণী তুমি বলছো যখন একটু বসো পাশে
>তখন আমার গলার ভিতর অনেক জোরে কাশে ।
>তুমি যখন বলছো আমায় ভালোবাসি
>আমি ভাবি তোমার বাবা
>শীঘ্রই দিবে আমার গলায় ফাঁসি !!
>তুমি যখন বললে আমায়
>আমি তোমার ছোট্ট টুনি পাখি
>তুমি আমায় ভুল বুঝনা
>তোমায় ছাড়া কেমনে একলা থাকি ??
>চল আমরা কোট মেরেজে কাজটা সেরে
>বাকি জীবন মঙ্গলেতে থাকি
>তুমি আমায় দিওনাতো ফাঁকি
>আমি তোমার মন পবনের
>ছোট্ট টুনি পাখি
>তোমার পানে চেয়ে থাকে
>অবুঝ দুটি আঁখি ।
>শাহ আজিজুর রহমান……2-3-2010—–11am
৯টি মন্তব্য
মিসু
ভালো লেগেছে খুব । (y)
তুমি আমি এক
thankssssssss
শিশির কনা
ভালো লিখেছেন
তুমি আমি এক
thanksssssssssssss -{@
ছাইরাছ হেলাল
অবস্থা তো সুবিধের মনে হচ্ছে না ।
তুমি আমি এক
কেন সুবিধার মনে হচ্ছে না ??
জিসান শা ইকরাম
বাহ! বাহ! সুন্দর
তুমি আমি এক
-{@ -{@ -{@
প্রজন্ম ৭১
>রমণী তুমি পা বাড়ীয়ে , আসছো যখন কাছে
>হাত পা আমার কাঁপছে তখন নৃত্যরই , যে ধাঁচে
>রমণী তুমি বলছো যখন একটু বসো পাশে
>তখন আমার গলার ভিতর অনেক জোরে কাশে ।—- ছন্দ দিয়ে লেখা কবিতা ভালো লাগে অনেক 🙂 (y)