ভেজা খোঁপা

রিতু জাহান ২৪ নভেম্বর ২০১৮, শনিবার, ০৮:২৩:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

সামনে এক বিশাল সমুদ্র নিয়ে রাশমেলার কোনো পূর্ণিমা রাতে রাশভারী কথার পিঠে আধো আলতো আহ্লাদী কথা নিয়ে
ঘাড়ে তোমার আলতো হ্যালানে
শক্ত হাতে আলতো খোঁপায়
ঝিনুক সেঁটে বসে রব।
চোখে চোখে চোখের কথা
মধ্যমা, তর্জনী, অনামিকার
পিঠদেশে চিত্ররেখা এ তোমার হায়ারোগ্লিফিক লিপি।
বুঝতে হিয়ে লজ্জায় লাল কপল,
কেঁপে ওঠে ঠোট।
কি এমন হয়!
যদি, একটা দিন একটা রাত
কেটে যায় এমন করে
দূর দৃষ্টিপানে
সাগরের ওঠানামা,
চাঁদ সূর্যের উঁকিঝুকি
ভেজা কাঁদাবালির বিছানা
তোমার শক্ত হাতের বালিশ
এলোখোঁপার এ মলিন মুখ।

,,,রিতু,,, কুড়িগ্রাম।

২৪.১১.১৮.

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ