সামনে এক বিশাল সমুদ্র নিয়ে রাশমেলার কোনো পূর্ণিমা রাতে রাশভারী কথার পিঠে আধো আলতো আহ্লাদী কথা নিয়ে
ঘাড়ে তোমার আলতো হ্যালানে
শক্ত হাতে আলতো খোঁপায়
ঝিনুক সেঁটে বসে রব।
চোখে চোখে চোখের কথা
মধ্যমা, তর্জনী, অনামিকার
পিঠদেশে চিত্ররেখা এ তোমার হায়ারোগ্লিফিক লিপি।
বুঝতে হিয়ে লজ্জায় লাল কপল,
কেঁপে ওঠে ঠোট।
কি এমন হয়!
যদি, একটা দিন একটা রাত
কেটে যায় এমন করে
দূর দৃষ্টিপানে
সাগরের ওঠানামা,
চাঁদ সূর্যের উঁকিঝুকি
ভেজা কাঁদাবালির বিছানা
তোমার শক্ত হাতের বালিশ
এলোখোঁপার এ মলিন মুখ।
,,,রিতু,,, কুড়িগ্রাম।
২৪.১১.১৮.
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সমুদ্র-সাক্ষী বালিয়াড়িতে কত কিছুই-না ভেসে আসে
ভেসে যায়-ও, তবুও থেকে যায়
রয়ে যায় ভালোলাগা/ভালোবাসার বিরাম চিহ্ন।
মন দিয়ে লিখুন, তাড়াহুড়োর কিচ্ছু নেই।
ব্যস্ততার সুখাবসান হোক সে প্রত্যাশায় থাকছি।
রিতু জাহান
তাড়াহুড়া তো হয়েই যাচ্ছে! কি করব কন?
জানি না সামনে সে কোন দিন?
বিরামচিহ্ন এঁকে যাব সময়ের গায়ে।
মোঃ মজিবর রহমান
ভেজা কাঁদাবালির বিছানা
তোমার শক্ত হাতের বালিশ
এলোখোঁপার এ মলিন মুখ— মুখটা হোক সুমলিন।
রিতু জাহান
ধন্যবাদ ভাই। ভালো থাকুন সব সময়। শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
শক্ত হাতের বালিশে
এলোখোঁপায় যে মুখটি থাকে তা মলিন হয় না।চাঁদের আলোয়,উষ্ণ পরশের ছোঁয়ায় ভেঁজা এলোখোঁপাটি হয়ে যায় রুপালী নদী।আর মুখটি,,যদিও তা লুকানো থাকে,তথাপি তার সৌন্দর্যের বর্ননা দিতে কবিরাও হার মেনে যাবে।
অপূর্ব লিখেছেন।টেনশনে থেকেও এতো চমৎকার লেখা যায় আগে জানতাম না। (3 (3 -{@
রিতু জাহান
আর মাত্র কয়েকদিন আছে। কিছুই মনে হচ্ছে পড়া হয় নাই।
দোয়া করো তো একটু আমার ছটুর জন্য।
ভালবাসা নিও। ভালো থেকো।
সাবিনা ইয়াসমিন
দোয়া আর অনেক অনেক ভালোবাসা ছটু সোনার জন্যে ❤❤
রিতু জাহান
ভালবাসা নিও আপু। -{@ (3
পথহারা পাখি
অসম্ভব সুন্দর এই অনুভূতি! 😍
খুব ভালো লাগল (3
রিতু জাহান
ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
স্বপ্ন পুরন হোক লেখার মাঝের এলো খোঁপাওয়ালীর,
শুভ কামনা।
রিতু জাহান
হি হি। আমি তো সমুদ্রেরই মেয়ে। দক্ষিণের মেয়ে আমি। কিন্তু সমুদ্র দেখি নাই।
ধন্যবাদ ভাইয়া।
মায়াবতী
বাব্বাহ রিতু !!!! তুমি এতো সুন্দর সুন্দর শব্দ গুছিয়ে গাছিয়ে কি করে লেখো বলতো!
সত্যি ই খুব চমৎকারিণী তুমি ♥♥♥♥♥
রিতু জাহান
যেমন করে তুমি লেখো আপু।
এত্তগুলা আদর নিও।
ভালো থোো আপু।
নীলাঞ্জনা নীলা
এলো খোঁপায় জড়িয়ে আছে বাতাবী লেবুর ঘ্রাণ,
চাও কি?
অঘ্রাণের পূর্ণিমা এ চোখের মেঘে ভেসে আছে,
ভিঁজতে চাও কি?
চাওয়া-পাওয়ার সমান্তরাল থেকে বেরিয়ে এসো বাইরে
মৌন মুখর মুখটা তোমারই হবে।—-
আপু তোমার লেখনীর কাছে এ কিছুই নয়। খুব ভালো লিখেছো তুমি।
রিতু জাহান
বাতাবী লেবুর ঘ্রাণ চাই, সেই সাথে এক চালতে ফুল।
এ চাওয়ার যে শেষ নেই। নেই ছুঁয়ে আসার আকঙ্খার উৎকন্ঠা।
দারুন লিখেছো।
ভালবাসা নিও আপু। ভালো থেকো আপু।
নীলাঞ্জনা নীলা
নিদারুণ লেখাটাকে দারুণ বললে? আমি আপ্লুত। 💖
রিতু জাহান
-{@ (3 সত্যিই দারুন সাজিয়েছো আপু।