ভূমিকম্প প্রেম

রোকসানা খন্দকার রুকু ২৯ জুন ২০২১, মঙ্গলবার, ০২:২১:৫৫অপরাহ্ন অণুগল্প ১৮ মন্তব্য

রাত তিনটে। পরপর তিনবার ঝাঁকুনিতে ঘুম ভেঙ্গে গেলো। প্রথমে ভেবেছিলাম সকালের ঝগড়া আর এখন অঘোরে ঘুমোচ্ছি। তাই পাশের জনের সহ্য হচ্ছে না বলেই হয়তো বিরক্ত করছে। তৃতীয়বার অনিন্দ্য জোরে ধাক্কা দিয়ে বললো, আমারা ভূমিকম্প হচ্ছে, ওঠো!

আমি ধরমরিয়ে উঠেই দিলাম ভো দৌড়। সিঁড়ির গোড়ায় গিয়ে মনে হলো আর একজন তো নামেনি। পরে ভাবলাম গোল্লায় যাক! আজ সকালেও আমাকে ‘ডাইনী’ বলেছে। নামতে না পারলেই ভালো। অত্যাচার করার লোক থাকবে না। মনে মনে কতোদিন তো এমনটাই চেয়েছি।

অনিন্দ্য খাটের পাশে হেলান দিয়ে দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সেকি জানতো আমি ফেরত আসবো? পা ভেঙ্গে পরে আছে দশদিন, তবুও মেজাজ যায়না। সারাক্ষন খুটখাট করেই থাকে। অথচ এখন কতো অসহায়। আমাকে দেখে সুন্দর করে হাসলোও।

-হাসির সময় নেই তারাতারি আমার পিঠে ওঠো।

-আরে না, আমাকে নিতে পারবে না।

-পারবো, পারবো। তুমি শুধু শক্ত করে গলা ধরে থাকবে।

-ঠিক আছে।

-এই, এতোজোরে গলা চিপে ধরেছিস কেন? একটা পঁচাত্তর কেজির পাথর নামাতে আমার অনেক কষ্ট হচ্ছে।গলা ছাড।

-সরি।কিন্তু গলা ছেড়ে দিলে তো আমি পরে যাবো। তিনতলার সিঁড়ি থেকে পরে গেলে  বাকি হাত- পাও গুডা হবে। আর আমাকে বাঁচাতে পারবে না, তখন তুমি বিধবা হবে। আর আমি মরে গেলে তোমাকে কে ভালোবাসবে বলো?

-আর দম বন্ধ হয়ে আমি মরলে ভালোবাসা দিয়ে কি করবো?

-আমার ভালোবাসার শক্তি অনেক, তুমি মরবে না। ঝগড়া না করে তারাতারী নামো সবাই নেমে গেছে।

-অন্যসময় সারাদিন যে বকা দাও! ক্যাটর ক্যাটর করো।

-দুজন মানুষ থাকি ঝগড়া না করলে, বকা না দিলে মনে হবে কবরস্থানে বসবাস করছি। ওটাও আমার ভালোবাসা।

আর হ্যাঁ, আজ যে তুমি আমায় পিঠে নিয়েছ তারজন্য ভেবে রাখো আমি ভালো হলে তুমি যা চাইবে তাই পাবে।

-কিছু চাই না বাবু, তোমাকে ভালোবেসে, তোমার সাথে ঝগড়া করে মরতে চাই!!!!!

ছবি- নেটের

১০৫৫জন ৮৬৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ