
রাত তিনটে। পরপর তিনবার ঝাঁকুনিতে ঘুম ভেঙ্গে গেলো। প্রথমে ভেবেছিলাম সকালের ঝগড়া আর এখন অঘোরে ঘুমোচ্ছি। তাই পাশের জনের সহ্য হচ্ছে না বলেই হয়তো বিরক্ত করছে। তৃতীয়বার অনিন্দ্য জোরে ধাক্কা দিয়ে বললো, আমারা ভূমিকম্প হচ্ছে, ওঠো!
আমি ধরমরিয়ে উঠেই দিলাম ভো দৌড়। সিঁড়ির গোড়ায় গিয়ে মনে হলো আর একজন তো নামেনি। পরে ভাবলাম গোল্লায় যাক! আজ সকালেও আমাকে ‘ডাইনী’ বলেছে। নামতে না পারলেই ভালো। অত্যাচার করার লোক থাকবে না। মনে মনে কতোদিন তো এমনটাই চেয়েছি।
অনিন্দ্য খাটের পাশে হেলান দিয়ে দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সেকি জানতো আমি ফেরত আসবো? পা ভেঙ্গে পরে আছে দশদিন, তবুও মেজাজ যায়না। সারাক্ষন খুটখাট করেই থাকে। অথচ এখন কতো অসহায়। আমাকে দেখে সুন্দর করে হাসলোও।
-হাসির সময় নেই তারাতারি আমার পিঠে ওঠো।
-আরে না, আমাকে নিতে পারবে না।
-পারবো, পারবো। তুমি শুধু শক্ত করে গলা ধরে থাকবে।
-ঠিক আছে।
-এই, এতোজোরে গলা চিপে ধরেছিস কেন? একটা পঁচাত্তর কেজির পাথর নামাতে আমার অনেক কষ্ট হচ্ছে।গলা ছাড।
-সরি।কিন্তু গলা ছেড়ে দিলে তো আমি পরে যাবো। তিনতলার সিঁড়ি থেকে পরে গেলে বাকি হাত- পাও গুডা হবে। আর আমাকে বাঁচাতে পারবে না, তখন তুমি বিধবা হবে। আর আমি মরে গেলে তোমাকে কে ভালোবাসবে বলো?
-আর দম বন্ধ হয়ে আমি মরলে ভালোবাসা দিয়ে কি করবো?
-আমার ভালোবাসার শক্তি অনেক, তুমি মরবে না। ঝগড়া না করে তারাতারী নামো সবাই নেমে গেছে।
-অন্যসময় সারাদিন যে বকা দাও! ক্যাটর ক্যাটর করো।
-দুজন মানুষ থাকি ঝগড়া না করলে, বকা না দিলে মনে হবে কবরস্থানে বসবাস করছি। ওটাও আমার ভালোবাসা।
আর হ্যাঁ, আজ যে তুমি আমায় পিঠে নিয়েছ তারজন্য ভেবে রাখো আমি ভালো হলে তুমি যা চাইবে তাই পাবে।
-কিছু চাই না বাবু, তোমাকে ভালোবেসে, তোমার সাথে ঝগড়া করে মরতে চাই!!!!!
ছবি- নেটের
১৮টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার লাগল রুকু আপু অনেক শুভেচ্ছা রইল
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও শুভকামনা ভাইয়া। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
হ্যা ঝগড়া আসলেই প্রগাঢ় ভালোবাসার লক্ষন।
কেউ কেউ বুঝে, অধিকাংশ মানুষই বুঝে না।
অনুগল্প ভালো লেগেছে,
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
চেষ্টা করলাম। আবারও চেষ্টা করবো । পাশে থাকবেন। ধন্যবাদ
বন্যা লিপি
আহা বিচিত্র প্রেম!!!
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও ভালোবাসা নেবেন আপু।
আরজু মুক্তা
ঝগড়া একটা ভালোবাসার বাড়ার টনিক।
বিচিত্র ভালোবাসা থাকুক।
রোকসানা খন্দকার রুকু
থাকুক সবার ঘরে ঘরে। শুভ কামনা ও ভালোবাসা নেবেন।
রেজওয়ানা কবির
প্রেম ভালোবাসা তখনই গাঢ় হয় যখন ঝগড়া বেশি হয়, ভালো লাগল মিষ্টি ভালোবাসার গল্প।।।
রোকসানা খন্দকার রুকু
হ্যাঁ সেটাই। অনেক ধন্যবাদ ও ভালোবাসা নিও আপুনি।
সুপর্ণা ফাল্গুনী
ভূমিকম্পেও ঝগড়া বহাল তবিয়তে জিন্দা আছে। এমন ভালোবাসা বান্ধব ঝগড়া বেঁচে থাকুক সবার অন্তরে। চমৎকার বহিঃপ্রকাশ আপু। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
হা হা হা ছেড়ে যেতেই পারলো না। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসব রইলো দিভাই। শুভ কামনা সবসময়।
হালিমা আক্তার
আহ্ কি সুন্দর ভালোবাসা! এভাবেই ভালোবাসা থাকুক বেঁচে জনম জনম ভর। শুভ কামনা অবিরাম।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্যও। অনেক ভালো থাকবেন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর লেখা নিখুঁত বিন্যাসের
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাই।
ছাইরাছ হেলাল
ভালুবাসা তো দেখছি খুব-ই টনটনে!!
চালু থাকুক। পিঠাপিঠি মন্দ না, এ সময়ে।
রোকসানা খন্দকার রুকু
হুম সেটাই। ভূ- কম্পন হলে ঠ্যাং ভাঙ্গা লোককে তো পিঠেই নিতে হবে!!!
শুভ কামনা ও ভালোবাসা রইলো।