
শুধু নির্বোধ কিছু অক্ষর থেকে বিচ্ছুরিত হতেই থাকে অস্ফুট ছুটে চলার নিঃশর্ত দাবি-দাওয়া।
নিঘুম মন; রাত চড়ে বেড়ায় আরশোলা পায়ের ছাপে। স্বপ্নভূখ অমাবশ্যার পেট কেটে নেমে আসে ভোরের জীবন;
যে জীবনে হতচ্ছারা সব সময়ের কাটাকুটি চলতেই থাকে, ভাগ-গুণ-আর ঐকিক নিয়মের ভুলে ভরা ফলাফল। বাস্পীয় জলের রূপ জমে থাকে ঘাসের শরীরে । সেও যেন প্রাচীন সেইসব বামুন ইচ্ছেদের প্রকাশিত বেহায়া বিজ্ঞাপন!
আষাঢ়ে গল্পের হাত ধরে ধরে চৈতন্যের খোয়াবে কদম্ব ফুলেদের হাসি লুটোপুটি!
বানভাসি কোমড়সমান জলে হা’ভাতের আঁকড়া ; বিভক্ত সব কাটাকুটির ভাগবাটেয়ারায় আলোর নিভু নিভু হাহাকার…..
তবে আর কোথায় খুঁজে ফেরা শব্দের ব্যতিবিচার!!!
যে অন্ধকার গিলে নিয়েছে সর্বস্ব স্বপ্ন! তার পেট চিরে নেমে আসে রোজ সিমাহীন ভোরের আয়ুরেখা।
১২টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
অতুলণীয় ব্যক্ততা!
উপমার সমাহারে বিমোহিত।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
বন্যা লিপি
ধন্যবাদ জানবেন। শুভ কামনা
ছাইরাছ হেলাল
আহা জীবন, ভোরের জীবন হতচ্ছাড়ার মত,
কাঁপা-ফাঁপা রাতের অপটুত্বে শুধুই হাড্ডিসার হৈহুল্লোড়,
শুকনো মুখের পরিবেষণে ধূলিধূসর, অহমিকা আর অ-সুখে;
তবুও একটু দাগ টেনে জ্যোৎস্নারত একটু আকাশে হাতছানি……
দশ লাইন কৈ!!
বন্যা লিপি
আহা জীবন…..এইতো জীবন!! রোদ্দুরে ধুলো…বৃষ্টিতে কাদা.…শীতে কুয়াশা…. ফাঁকফোকরে কেবলই অনাড়ম্বরে /আড়ম্বড়ে এইসব হা হুতাশ যতন করা….
দশ লাইন তো বেড়ে গেলো!!!
রিতু জাহান
সুন্দর লিখেছেন।
সুশৃঙ্খলে ফিরুক এ জীবন,
বোধ জাগ্রত হোক সকলের।
বন্যা লিপি
অনেক অনেক ধন্যবাদ। শুভ প্রার্থনা – বোধ জাগ্রত হোক সকলের।
হালিমা আক্তার
প্রকৃতির নির্মম পরিহাসে আমরা সবাই বন্দি। বানের জলে ভেসে যায় স্বপ্নের বেলাভূমি। দুর আলোর হাতছানি বেঁচে থাকার আশা জাগায়। শুভ কামনা রইলো। শুভ রাত্রি।
বন্যা লিপি
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। সুসকাল।
মনির হোসেন মমি
জীবনের কঠিন বাস্তব রূপ সুন্দর শব্দশৈলীর উপস্থাপনা। ভাগ্যের ভেলায় জীবন ভেসে বেড়ায় নতুন তীরের খুজে। চমৎকার উপস্থাপনা।
বন্যা লিপি
জীবন বয়ে চলে নির্ধারিত বাস্তবতার ভেলায়। ধন্যবাদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
জীবনের খুঁটি নাটি হিসেব করে লাভ নেই। আমি বলি যা চলছে চলুক।।
বন্যা লিপি
ধন্যবাদ