তুমি বলো,ভুলে যাও আমায় !
আমি চেষ্টা করেছি বারংবার,
যদিও তুমি বুকের আদল ভেঙেছ,
কঠোর রৌদ্রে আমার অন্ধকার বিষণ্ণতা,
বিসর্জন ফেলে আসে নদীর কিনারা,
স্মৃতির জলদ চোখের কাঠামোয়
আবার মাটির পরত–আবার সজ্জার রংচং
আবার চক্ষুদানের মন্ত্র পাঠ চলে,
অবশেষে সেই তুমি–
ছুটে যাওয়া দূর ততখানি কাছে আসে স্মৃতির বেদন…
১৬টি মন্তব্য
মা মাটি দেশ
-{@ (y)
তাপসকিরণ রায়
আন্তরিক ধন্যবাদ।
সীমা সারমিন
-{@
তাপসকিরণ রায়
অনেক ধন্যবাদ।
লীলাবতী
খুব ভালো লেগেছে।
তাপসকিরণ রায়
খুব ভাল লাগার জন্যে ধন্যবাদ।
জিসান শা ইকরাম
ভুলে যাওয়া আসলে যায়না
তাপসকিরণ রায়
ঠিক কথা–অনেক ধন্যবাদ।
নীহারিকা
(y)
তাপসকিরণ রায়
ধন্যবাদ।
শুন্য শুন্যালয়
সুন্দর কবিতা …
তাপসকিরণ রায়
কবিতা সুন্দর লেগেছে জেনে ভাল লাগল। ধন্যবাদ।
বেলাল হোসাইন রনি
মনের মানুষকে ভূলে যাওয়া পৃথিবীর সবচেয়ে বড় কঠিন কাজ। অনেক ভাল লাগলো।
তাপসকিরণ রায়
সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
খসড়া
-{@
তাপসকিরণ রায়
শুভেচ্ছা–ধন্যবাদ।