* হত্যাকারী খুনি পলাতক
চৌধুরী মঈউদ্দীন ও আশরাফুজ্জামান কে ধরে এনে ফাঁসি দেয়া হোক *
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালে এইদিনে বিজয়ের মুহূর্তে ১৪ ই ডিসেম্বর এদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য মানুষদের বাড়ি বাড়ি গিয়ে ধরে এনে নির্যাতন করে হত্যা করা হয়। বাড়ী থেকে নেয়ার সময় অনেকেরই চোখ হাত পা বেধে নিয়ে যায়।
মুলত এই অপারেশনটি করেছিল এদেশের বাংগালী রাজাকার, আলসামস ও আলবদর বাহিনী। তাদের পরিকল্পনা ছিল এ জাতিকে মেধাশূন্য করা। সবাইকে অমানুষিক নির্যাতন করে, গুলি করে ক্ষতবিক্ষত করে হত্যা করে, হত্যার পর রায়ের বাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে তাদের ফেলে দেয়া হয়েছিল। এ ঘটনায় বিশ্ববিবেক স্তম্ভিত হয়ে পড়ে। সে সময় অনেকেই সেই নরঘাতক রাজাকারদের চিনে ফেলেছিল। তাদেরই মধ্যে চৌধুরী মঈনউদ্দীন একটা অন্যটা আশরাফুজ্জামান। এরা এখনো বেঁচে আছে বিদেশে পলাতক অবস্থায়। তাদের ট্রাইব্যুনাল -২ থেকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
স্বাধীনতার ৪৯ বছর বয়স হলেও এখনো তাদেরকে আনতে পারল না কোন, সরকার?
আমরা জোর দাবি জানাচ্ছি ঐ দুই খুনি রাজাকারদের ধরে এনে ফাঁসি কার্যকর করা হোক।
আজ এই দিনটি আমরা শহীদদের জন্য গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করছি।
২১টি মন্তব্য
এস.জেড বাবু
সকল শহীদদের প্রতি গভির শ্রদ্বা জানাই।
৭১’এর প্রতিজন পলাতক আজও যারা আছেন তাদের ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হউক। ওদের কুকীর্তি আগামী প্রজন্মের সামনে সেন্সর বিহীন ভাবে তুলে ধরা হউক।
শামসুল আলম
সঠিক।
ধন্যবাদ।
ইসিয়াক
সকল শহীদদের প্রতি গভির শ্রদ্বা জানাই।
হত্যাকারি খুনি পলাতক
চৌধুরী মঈউদ্দীন ও আশরাফুজ্জামান কে ধরে এনে ফাঁসি দেয়া হোক ।
শামসুল আলম
একমত।
সাবিনা ইয়াসমিন
ফাঁসিই হোক দেশদ্রোহী রাজাকারদের একমাত্র উপযুক্ত সাজা।বিজয়ের মাসে সকল বিদেহী শহীদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই। আমাদের স্বাধীনতার সূর্য অক্ষয় থাকুক, স্বাধীন বাংলাদেশ চিরস্থায়ী হোক।
ব্লগে আপনাকে স্বাগতম দাদা ভাই।
নিয়মিত আপনার মুল্যবান লেখা গুলো লিখতে ভুলবেন না।
শুভ কামনা 🌹🌹
শামসুল আলম
আমাদের শপথ হোক রাজাকার নিধন করা।
ও দেশ গড়া।
আপনাকে অনেক ধন্যবাদ আপা।
আমি চেষ্টা করব।
সুপায়ন বড়ুয়া
শহীদদের জন্য গভির শ্রদ্বা
বেদনার সাথে স্মরণ করছি।
আপনাকে জানাই বিজয়ী শুভেচ্ছা !
শামসুল আলম
আপনাকেও বিজয়ি
শুভেচ্ছা।
ভালোথাকুন।
নুরহোসেন
দাবী টাবির দরকার নেই, মাননীয় পিএম বেঁচে থাকতেই রাজাকারদের ফাঁসি হবেই হবে সময়ের অপেক্ষা মাত্র….
বিজয়ের শুভেচ্ছা নিবেন।
শামসুল আলম
আমারাও অপেক্ষা করছি।
আপনিও শুভেচ্ছা নিন।
জিসান শা ইকরাম
সোনেলা ব্লগে স্বাগতম আপনাকে।
এই দুজন পলাতক সাজাপ্রাপ্ত রাজাকারকে দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর এবং সকল রাজাকারদের বিচার চাই।
নিয়মিত লেখুন, সবার লেখা পড়ুন।
শামসুল আলম
ধন্যবাদ।
হ্যা পড়ব।
চেষ্টা করব।
সুপর্ণা ফাল্গুনী
শহীদ বুদ্ধিজীবী দিবসে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শামসুল আলম
ধন্যবাদ
শামসুল আলম
ধন্যবাদ।
মনির হোসেন মমি
বিনম্ভ্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি।পাশাপাশি এদের ধরে এনে বিচারের আওতায় আনা হউক।
শামসুল আলম
আপনার সাথে ১০০% সহমত পোষন করছি।
অনেক ধন্যবাদ।
কামাল উদ্দিন
ঐ খুনিগুলোর ফাঁসি হলে কিছু লোক আজো ওদের সহীদ বলে, সত্যিই সলুকাস!
শামসুল আলম
ওরা যদি সত্যিই ৭১ টা নিজের চোখে দেখত তাহলে হয়তো কিছুটা শান্তি পেতাম।
রেহানা বীথি
বড় বেদনাময় সেই দিন।
গভীর শ্রদ্ধা জানাই সকল শহীদদের প্রতি।
নিতাই বাবু
আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধেয় দাদা।