বয়সের সাথে সাথে মানুষের বই পড়ার ধরন পাল্টায়। এটা আমার একান্ত অভিজ্ঞতা। নিজেকে দিয়ে বলছি। সর্বপ্রথম বই পড়া আমার,’লিও তলস্তয়ের বই। তারপর গোয়েন্দা কাহিনী। আহ! দিনরাতের ঠিক নেই। শার্লক হোমস্। জুলভার্ন সমগ্র, ভূত সমগ্র, ফেলুদা সমগ্র, মার্ক টোয়েন, প্রতিমাসে রহস্যপত্রিকা,
এসব ছিলো কৈশর বয়সের পড়ার আকর্ষনীয় বই।
তারপরের আকর্ষনীয় বই ছিলো, সমরেশের বই, বুদ্ধদেবের বই, শীর্ষেন্দু, রবিন্দ্রনাথ, নজরুলের সব রোমান্টিক উপন্যাস।
এখন এই মধ্যবয়সে এসে পড়তে শুরু করেছি সব ভিন্ন ধরনের বই। যেমনঃ #শংকরের কতো অজানারে।
#জরাসন্দের লৌহকপাট অসাধারন একটা বই আমার কাছে। এ বইটার শব্দের কাজ মনের ভিতরে ছাপ ফেলে। এ বইটা বার বার পড়ি আমি।
#রাহুল সাংস্কৃতায়নের ভলগা থেকে গঙ্গা। বইটা বুঝে পড়তে হয়। চমৎকার একটা বই।
#জেরুজালেম ইতিহাস আমার আর একটা প্রিয় বই।
#মোস্তফা কামাল ভাইয়ার সমসাময়িক বাস্তবমুখি লেখা বইগুলো ভাল লাগে।
যে কোনো ইতিহাসের বই আমার ভিষণ প্রিয়।
#আশরাফুল ফয়েজের ক্রীতদাস ইতিহাস, অটোমান হারেমের নারীরা।
# সাহাদত হোসেনের মোঘল সম্রাজ্যের সোনালি আর পতন বইটা দারুন।
#রাজিব আহমেদ সম্পাদিত সুন্দরবনের ইতিহাস বইটা চমৎকার।
# প্রবির ঘোষের অলৌকিক নয় লৌকিক বইটা অসাধারণ। বইটার বিষয়বস্তু হিসেবে, যদিও কিছু কথা থেকে যায়। সব যুক্তির খন্ডন আসলে আদৌ হয় না।
#আনা ফ্রাঙ্কের ডায়রি বইটার কথা বলে সব বিশেষণ কম হবে। ভাল লাগার একটা বই।
#ভারতবর্ষের ইতিহাস বইটা আমার হাতের কাছেই থাকে।
#জওহরাল নেহরুর অটোবায়োগ্রাফি, দ্য ডিসকভারি অব ইন্ডিয়া, গিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি। এ বই তিনটা খুব পছন্দের একটা বই। সাধারনত লেখকরা তাদের মনের কল্পনায় আঁকা শব্দগুলোকে শব্দের অলঙ্কার দিয়ে সাজিয়ে পাঠকের সামনে উপস্থাপন করার চেষ্টা করে খুব যত্ন করে। সেখানে তথ্য হয়তো কম থাকে। পড়লাম এবং পড়া পর্যন্তই তার রেশ থাকে। জওহরাল নেহরু লেখক ছিলেন না। তিনি একজন আদর্শ বাবা হিসেবে তার মেয়েকে খুব সহজ ভাষায় পৃথিবীটাকে দেখানোর চেষ্টা করেছেন।পৃথিবীর সৃষ্টি শুরু থেকে পৃথিবীর বুকে মানবের আগমন, সমাজ গঠন, ইতিহাসের সেই নানান জাতি গোষ্ঠির উত্থান পতন সমস্ত খুব সাবলিল ভাষায় তার মেয়ের কাছে চিঠির মাধ্যমে প্রকাশ করেছেন। আমরাও জানতে পারলাম খুব সহজভাবে। তাকে একজন আদর্শ বাবা অবশ্যই বলব। সেই সাথে একজন চমৎকার লেখক। এমন সব লেখকদের বইএ শতকরা আশিভাগ থাকে তথ্যসমৃদ্ধ, বাকি বিশভাগ শব্দের অলঙ্কার,সেই ঘটনা ও বিষয়বস্তু তখন ফুটে ওঠে পাঠকের সামনে অপরুপ হয়ে। আর সে সৌন্দর্যের রেশ থাকে সব সময়। কেমন যেনো একটা স্নিগ্ধ ভাব। যদি নারীর সাথে তুলনা করো তবে, খুব সুন্দরি না কিন্তু কোমল শ্যামল বরন মেয়ের মতো।
#বাংলা পিডিয়া আছে তবে তা শুধু তথ্য জানার জন্যই রেখেছি। খুব প্রয়োজনিয় একটা বই কিন্তু যখন তথ্য দরকার তখনই বের করি।
আর কবিতা! সে তো আমার অক্সিজেন।
ছোট্ট লাইব্রেরী রুমটা আমার জীবনের একটা বড় অংশ। আজ নেপথলি গুড়া করে দিলাম। যখন যেটুকু সামর্থ হয়েছে অল্প অল্প করে কিনেছি। একদিন একে অনেক বড় করার ইচ্ছে আছে।

৯৪৮জন ৯৪৪জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ