ভালোবাসা আছে মিশে
পড়ে থাকা যন্ত্রনার পাপোষে
ভালোবাসা আছে চাতক বিষে
পৃথিবীর জমিনে , অনাবাদী মাটিতে
সবুজ ফসলে , প্রাকৃতিক আপোষে
শহরের ল্যাম্পপোস্টে কখনোবা
হলুদ রঙের বিষণ্ণ সানাই ভাসে ।
হাহাকার কিংবা বিষণ্ণতা
ভালোবাসার আরেক নাম
জাগ্রত এই তৃষ্ণায় কখনোবা
থেকে যায় প্রতিশ্রুতির দাম ।
চাওয়া পাওয়ার হিসেবগুলোয়
প্রিয় সুখ প্রিয় দুঃখ আর
আবেগের মেলবন্ধন
কখনো নীল আকাশ
কখনোবা কালো মেঘ
তৃষ্ণার নেই ক্ষয় , নেই পূরণ ।
ভালোবাসা অমর অক্ষয়
ভালোবাসা রঙ বেরঙের
বেদনার জমাট ব্যথা বয়
বিরহ বেদনা কখনোবা
আত্মঘাতী প্রবন হয় ।
প্রিন্স মাহমুদ
১৮টি মন্তব্য
নীহারিকা
সুন্দর!
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ , আপনার নিকের নামটা সুন্দর ।
খসড়া
ভাল।
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ আপনার নামটা সুন্দর লেগেছে ।
ছাইরাছ হেলাল
স্বাগত আপনি এখানে ।
এমন আত্মঘাতি ভালোবাসা আমরা এড়িয়ে যেতেই পারি ।
সুন্দর লিখছেন ।
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ । হাহাহাহাহা । চাইলেই পারি কিন্তু আমরা চাইনা
প্রিন্স মাহমুদ
অনেক শুভেচ্ছা আমার লেখা পড়ার জন্য নীহারিকা , হেলাল , খসড়া …
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম ।
ভালোবাসাকে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ।
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ । হাহাহাহাহাহ , জানিনা , এত কিছু ত ভাবি না 🙂
জি.মাওলা
প্রেম হচ্ছে বুকের কুটিরে
লুকিয়ে থাকা কিছু একটা।
কি যেন কেমন কিছুটা অস্থির
ভাল লাগা কি?
প্রিন্স মাহমুদ
ভাল লাগা হচ্ছে এক ধরনের ম্যাজিক ।
তওসীফ সাদাত
ভাল লেগেছে 🙂
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ সাদাত । তোমার লেখা আমার ভাল লাগে ।
আফ্রি আয়েশা
//বিরহ বেদনা কখনোবা
আত্মঘাতী প্রবন হয় ।// – চমৎকার লাইন ।
অবশেষে তোমাকেও সোনেলায় পেলাম 😀 ।
প্রিন্স মাহমুদ
হাহাহাহাহাহা ধন্যবাদ /
আদিব আদ্নান
ভালোবাসা ভালো নয় ।
প্রিন্স মাহমুদ
বুঝতে পারছিনা ।
প্রিন্স মাহমুদ
জিসান
ধন্যবাদ , সাথেই থাকবেন |
জি মাওলা
জানিনা ভাই , সব কিছুর উত্তর হয়্না
সাদাত
ধন্যবাদ ।
আয়েশা
হাহাহা । ধন্যবাদ
আদিব
হুম । ঠিক বলেছ ।