ভালোবাসা

প্রিন্স মাহমুদ ১৮ সেপ্টেম্বর ২০১৩, বুধবার, ১১:৫৩:৩২পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

ভালোবাসা আছে মিশে
পড়ে থাকা যন্ত্রনার পাপোষে
ভালোবাসা আছে চাতক বিষে
পৃথিবীর জমিনে , অনাবাদী মাটিতে
সবুজ ফসলে , প্রাকৃতিক আপোষে
শহরের ল্যাম্পপোস্টে কখনোবা
হলুদ রঙের বিষণ্ণ সানাই ভাসে ।

হাহাকার কিংবা বিষণ্ণতা
ভালোবাসার আরেক নাম
জাগ্রত এই তৃষ্ণায় কখনোবা
থেকে যায় প্রতিশ্রুতির দাম ।

চাওয়া পাওয়ার হিসেবগুলোয়
প্রিয় সুখ প্রিয় দুঃখ আর
আবেগের মেলবন্ধন
কখনো নীল আকাশ
কখনোবা কালো মেঘ
তৃষ্ণার নেই ক্ষয় , নেই পূরণ ।

ভালোবাসা অমর অক্ষয়
ভালোবাসা রঙ বেরঙের
বেদনার জমাট ব্যথা বয়
বিরহ বেদনা কখনোবা
আত্মঘাতী প্রবন হয় ।

প্রিন্স মাহমুদ

৫৮৯জন ৫৮৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ