
ভালোবাসা মানে শুকনো নদীর জলের ঢেউ,
ভালোবাসা মানে মনের কথা জানেনা কেউ।
ভালোবাসা মানে মহাসমুদ্রে সাঁতার কাটা,
ভালোবাসা মানে অভিমানের জোয়ার ভাটা।
ভালোবাসা মানে চাঁদের মাঝে প্রিয়ার মুখ,
ভালোবাসা মানে শত দুঃখেও হাজার সুখ।
ভালোবাসা মানে কোকিল কন্ঠ প্রিয়ার গানে,
ভালোবাসা মানে মন ছুটে যায় প্রিয়ার টানে।
ভালোবাসা মানে হাসির মাঝে মুক্তো ঝরা,
ভালোবাসা মানে নীরব মনকে পাগল করা।
ভালোবাসা মানে অমাবস্যা চাঁদ প্রিয়ার টিপ,
ভালোবাসা মানে চণ্ডীদাসের বড়শির ছিপ।
১২টি মন্তব্য
মনির হোসেন মমি
জগতের সব কিছুতে ভালবাসা থাকতে হয় নতুবা জগৎ অসুন্দর হয়।চমৎকার ছন্দ মিলানো কবিতা।ভাল লাগল।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
দারুন ভাবে ছন্দ দিয়ে কবিতা লিখলেন। অনেক ভালো লাগলো। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
শামীনুল হক হীরা
আন্তরিক প্রীতি ও ভালোবাসা নিবেন।
প্রদীপ চক্রবর্তী
আহা!
ভালোবাসা নিয়ে এতো আয়োজন।
কবিতায় থাকুক ভালোবাসা।
শব্দে আসুক মুগ্ধতা।
.
ভালো থাকুন।
শামীনুল হক হীরা
অনন্ত ভালোবাসা রইল আপনার তরে।
আশরাফুল হক মহিন
ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
আমি ভালোবাসার নামে মামলা করে দিব ।
এতো ভালোবাসা আর ভালো লাগেনা ।
শামীনুল হক হীরা
কেন ভাই,
মনে কি ভালোবাসা নাই।
রোকসানা খন্দকার রুকু
চন্ডীদাসের বরশীর ছিপ।
শুভ কামনা ভাই।
শামীনুল হক হীরা
অনেক ধন্যবাদ সহ ভালোবাসা রইল।
আরজু মুক্তা
ভাই, আপনি যে পাতা রিফ্রেশ করে পাঠক সংখ্যা বাড়িয়ে প্রথম হন। কিন্তু এতে প্রকৃত পাঠক তো বোঝা যায় না। আপনি যে পাতা রিফ্রেশ করেন। এটা মডারেটররা দেখতে পান।
আশা করি আর এমন করবেন না।
ভালো থাকবেন।
শামীনুল হক হীরা
আমি বুঝলাম না আপনার কথা।
ধন্যবাদ সহ ভালোবাসা রইল।