ভালোবাসার শ্রাদ্ধ

নীলাঞ্জনা নীলা ২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার, ০৭:৩৯:২৯পূর্বাহ্ন কবিতা ৪৯ মন্তব্য
আগুণ
আগুণ
খুঁড়ে খুঁড়ে তলানীর নরকে
কিছু রোদ-বৃষ্টির সরঞ্জাম খুঁজে পেয়েছি
যমদূতের তীব্র আপত্তি
মন্ত্র-দক্ষিণা-যজ্ঞ কিছুতেই ছোঁয়া যাবেনা
মামাবাড়ির আব্দার নাকি!
অনন্তকাল ছেঁড়া কাঁথার বুকের ভাঁজে সমাধী-ব্রত
আর সবশেষে যমের বুকে গিয়ে আত্মসমর্পণ;
মগের মুল্লুক!
মেঘে-মেঘে ধাক্কার ফসল বৃষ্টি নিয়ে উপুড় হয়ে দুপুর ভেঁজাবার মন্ত্র জানি
চোখের পাতার ভেতর লুকিয়ে থাকা নীলে, সূর্যের বুকের আলোয় যজ্ঞবেদি পেতেছি।
অতো সহজ, না দেয়া?
না-পাওয়ার হিংস্রতায় আঁচড়ে খামচে বিদীর্ণ চিৎকারে
সুনামীর মতো ভাঙচুর করে ফেলবো নগর-শহর-জনপদ, চাও?
অথৈজল চোখের সমুদ্রে তরঙ্গ তোলে
তীব্র বিদ্যুৎ ঝলসে নিতে জানে শরতের এমন আকাশ
হাতের মুঠোয় এনে আবেগকে  নিষ্ঠুরতার সাথে চিবিয়ে
টুকরো টুকরো করে ছাইয়ের মতো ছিটিয়ে দেবো।
ভালোবাসার শ্রাদ্ধ করবো কড়ায়-গন্ডায় মেপে।
হয় তুমি দেবে তোমায়, নয়তো ছিনিয়ে নেবো।
হিসেব ছাড়া তোমাকে চাই।
হ্যামিল্টন, কানাডা
২৩ আগষ্ট, ২০১৫ ইং।

**ছবিটি ২০১০ সালের আগষ্ট মাসে দুবাই-এ তুলেছিলাম। জায়গাটার নাম আল-আইন, এখানে এই পাথরের পাহাড় থেকে নীচে আলোকিত দুবাই শহর। যেনো বিদ্যুতে ঝলসে যাওয়া একটি শহর।

৫৮৪জন ৫৮৪জন
0 Shares

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ