নৃতাত্ত্বিক ও প্রত্নতাত্তিক প্রমাণের সাহায্যে সিন্ধু সভ্যতার স্রষ্টাদের সম্পর্কে জানতে চেষ্টা করা হয়েছে। তাত্ত্বিকেরা চারটি মানব গোষ্ঠীর পরিচয় পেয়েছে মহেন্জোদারো ও হরপ্পার নরকঙ্কাল থেকে। যেমনঃ প্রোটো, অষ্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, আলপাইন ও মঙ্গোলীয়। তবে কোন গোষ্ঠী এই সভ্যতা সৃষ্টি করেছিল বলা মুশকিল। প্রত্নতাত্তিক প্রমাণ অর্থাৎ মনুষ্যাকৃতির পুতুলগুলোর গঠন পরীক্ষা করে মনে করা হয় এখানে অনেক জাতিই বাস করতো। সিন্ধু অধিবাসীরা নদীতে বাঁধ দিয়ে কৃষিকাজ করত।
আমরা ইতিহাস পড়ে দেখেছি অনেক সভ্যতার উত্থান ও পতন। সিন্ধু সভ্যতারও পতন ঘটে। এই সভ্যতার পতনের প্রধান একটি কারণ দেখা যায় তার চার পাশের নদী। তারা তাদের নগরগুলো সংস্কার জানতো না। প্রত্নতত্ত থেকে দেখা গেছে যে, এই নগরগুলো ছিল কিছুটা উঁচু ঠিকই কিন্তু পরবর্তীতে তারা বড় বড় ঘরের উপরে পোড়ামাটি দিয়ে আরো ঘর তৈরী করেছে। এবং এক ঘরের মাঝে দেয়াল দিয়ে আরো ছোট ছোট ঘর তৈরী করেছে। এতে তাদের বাসস্থানের অনেক পরিবর্তন আসার পাশাপাশি তা ভঙ্গুর অর্থাৎ দুর্বল হয়েছে। অন্যদিকে আরো একটি কারন হিসেবে দেখা যায় যে তারা তাদের ঘর তৈরী করতে পোড়ামাটির ব্যবহারের ফলে তারা তাদের এলাকার বনের পর বন উজাড় করেছে এতে বৃষ্টিপাত কম হওয়াতে বাতাসে লবনের পরিমান বেড়ে গিয়ে তাদের বাসস্থানেরও ক্ষতিগ্রস্থ হয়েছে এবং মরুভূমি জেগে ওঠে। এতে কৃষি ব্যবস্থাও ধ্বংস হয়ে যায়। তাছাড়া সিন্ধু নদের জল বাঁধ দ্বারা ধরে রেখে চাষ আবাদ করতো কিন্তু পরবর্তীকালে তা আর সংস্কার করেনি। অনেকের মতে এতে সিন্ধু নদীর দিক পরিবর্তন হয়ে মহেন্জোদারো থেকে নদীপথে বানিজ্য নষ্ট হয়। আর মহেন্জোদারো ছিল বাণিজ্যকেন্দ্রিক নগর। অনেকের মতে ভূমিকম্পের ফলেও এ নগর ধ্বংস হতে পারে বলে মনে করা হয়। তবে এই ভূমিকম্পের কথা প্রমাণ হিসেবে দুর্বলই মনে করা হয়। বন্যাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে।
তবে এক জায়গায় মার্টিমার হুইলার প্রভৃতি পন্ডিত মনে করেন যে, বহিরাগত আর্য জাতীর আক্রমণে সিন্ধু সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। কারণ হিসেবে মহেন্জোদারোতে কূপের ধারে পড়ে থাকা মনুষ্য কঙ্কাল গুলির খুলিতে ও হাড়ে ধারালো অস্ত্রের দ্বারা আঘাতের চিহ্ন এবং মৃতদেহের কঙ্কাল গুলিকে যত্রতত্র ভাবে পড়ে থাকতে দেখা যায়। এতে ইঙ্গিত করা হয় যে হঠাৎ আক্রমণের ফলে এই সকল নগরবাসী নিহত হয়। অনুমান করা হয় কোনো বহিরাগত জাতিই এই আক্রমন চালায়। এরা আর্য জাতিই বলে মনে করা হয়। আর্যদের হাতে ছিল লোহার অস্ত্র এবং যুদ্ধে তারা ঘোড়া বা রথ ব্যবহার করতো। সিন্ধু অধিবাসীরা তামার অস্ত্র দিয়ে তাদের আক্রমণ ঠেকাতে পারেনি। এজন্য সিন্ধু অধিবাসীরা সহজে পরাস্ত হয়। ঋকবেদে দেখা যায়, আর্যরা এই নগর ব্যবস্থা পছন্দ করতো না। তারা ছিল গ্রামীন জীবনে অভ্যস্ত, পশুপালন ছিল তাদের আদি জীবিকা। এই কারণে তারা এই সভ্যতা ধ্বংস করে ফেলে। ঋকবেদে আর্যরা তাদের দেবতা ইন্দ্রকে”পুরন্দর” বা পুরের ধ্বংসকারী বলা হয়েছে। এ ক্ষেত্রে পুর বলতে সিন্ধু নগর বুঝায় বলে হুইলার(পন্ডিত ব্যাক্তি) মনে করেন। তার মতে আর্য দেবতা ইন্দ্রের অপর নাম হলো পুরন্দর। সিন্ধু অঞ্চলের নগর বা পুরগুলি ধ্বংস করার ফলে হৃষ্ট আর্যরা তাদের দেবতার এই নাম দেয়।
ঋকবেদে কিছু তথ্য থেকে আর্যদের ভারতে বসতি সম্পর্কে জানা যায়। আর্যরা দলে দলে বিভক্ত হয়ে পর্যায়ক্রমে ভারতে প্রবেশ করে। রোমিলা থাপার বলেছেন যে, ঋকবেদের যুগে দিল্লি অঞ্চল পর্যন্ত আর্য বসতি বিস্তার লাভ করে। ঋকবেদের পরবর্তী বৈদক যুগে আর্যতা গঙ্গা পার হয়ে আরও পূর্ব দিকে বসতি বিস্তার করে। এই বৈদিক যুগে এসে তারা পশুপালন ছেড়ে অন্যান্য জীবিকায় দক্ষতা লাভ করে। পরবর্তী বৈদিক যুগে আর্যরা পান্জাব থেকে সরে এসে মধ্যদেশ অর্থাৎ গঙ্গা-যমুনা উপত্যাকায় চলে আসে। কারণ, আর্যদের লোকসংখ্যা বাড়ার ফলে পান্জাবে গোচারণ ভূমি, বনজ সম্পদ, কৃষিক্ষেত্রের অভাব দেখা দেয়। তাছাড়া রাভি নদীর জলের ভাগ নিয়ে আর্যগোষ্ঠীগুলোর মধ্যে ঝগড়া বিবাদ দেখা দেয়। ঋকবেদে যে দশ রাজার কথা উল্লেখ আছে ধারণা করা হয় এটা তারই কথা। গঙ্গা যমুনার উর্বর জমি আর্যদের এই দিকে আকর্ষণ করে।এরা পূর্ব ভারতের জঙ্গলগুলি আগুনে পুড়িয়ে বসতি স্থাপন করে। পূর্ব ভারতের ব্যাঘ্র-সঙ্কুল বঙ্গদেশে আর্য বসতি বিস্তারে কিছুটা বিলম্ব ঘটে। পুণ্ড্র দেশ বা উত্তর বাংলাকে দস্যু বা অনার্যদের আবাসস্থল বলে উল্লেখ করা হয়। মহাভারতের বন পর্বে উত্তর বাংলার করতোয়াকে একটি পবিত্র নদী বলা হয়েছে। ভারতের দক্ষিণে আর্য সভ্যতা খুব একটা বেশি প্রাধান্য পায় নাই।
ঋকবেদের যুগে আর্যদের রাষ্ট্রব্যবস্থা ছিল প্রধানতঃ উপজাতি(5Tribal) কেন্দ্রিক। ঋকবেদের যুগে আর্যরা ভরত, যদু, সঞ্জয়, অনু, পুরু, দ্রুহুৎ, তুর্বস প্রভৃতি উপজাতিতে বিভক্ত ছিল। পিতামাতা, পিতামহ ও পরিবারের অন্যান্য আত্নীয়দের নিয়ে পরিবার গঠিত হয়। রক্তের সম্পর্ক দ্বারা পরিবারের বন্ধন স্থির করা হয়। পরিবারের প্রধানকে কুলপতি বা কুলপা বলা হতো। ইনিই হতেন সে পরিবারের শাসনকর্তা। কতকগুলো পরিবার রক্তের সম্পর্কে যুক্ত হলে গোষ্ঠী বা উপজাতি গঠিত হতো। কয়েকটি পরিবার নিয়ে গোষ্ঠী গঠিত হতো। কয়েকটি গোষ্ঠী নিয়ে গ্রাম এবং কয়েকটি গ্রাম নিয়ে বিশ বা জন গঠিত হতো এবং কয়েকটি জন নিয়ে রাষ্ট্র গঠিত হতো। গ্রাম প্রধান গ্রামের শাসন করত। বিশপতি বিশ এর এবং গোপ জন এর শাসন করত। রাজ্যকে শাসন করতে এভাবে ছোট ছোট ভাগে শাসন কাজ ভাগ করা হতো।
ঋকবেদের যুগে এই গোষ্ঠীর মধ্যে প্রায়ই যুদ্ধ বিগ্রহ চলত। এই যুদ্ধের কারন ছিল কৃষি ও পশুচারণ ভূমির অধিকার নিয়ে। ভারতের আদি অধিবাসী অনার্য বা দ্রাবিড়দের সঙ্গে আর্যগোষ্ঠীগুলোর যুদ্ধ বিগ্রহ চলত। ঋকবেদে দশ রাজার যুদ্ধের উল্লেখ আছে। এতেই প্রমাণ হয় আর্যরা আদপেই শান্তি প্রিয় ছিল না। দশ রাজার যুদ্ধ থেকে জানা যায় যে, রাজা দিবোদাসের পুত্র রাজা সুদাস ছিলেন ‘ভরত’ বা ভারত গোষ্ঠীর রাজা। তার রাজ্য ছিল পশ্চিম পান্জাব ও দিল্লি অঞ্চলে। তার পুরোহিত ছিলেন বিশ্বামিত্র। এখানে বলে রাখি আগে পুরোহিত ছিল কোনো রাজমহলের একজন খাস লোক। তিনি ছিলেন রাজার ডান হাত। তার খুব প্রভাব থাকতো রাজ্যের যে কোনো সিদ্ধান্তে। কোনো এক কারনে ভরত গোষ্ঠীর রাজা সুদাস তার পুরোহিতকে বাদ দিয়ে তার স্থলে বলিষ্ঠকে প্রধান পুরোহিত নিয়োগ করে। এতে সে ক্ষুদ্ধ হয়ে অন্যান্য দশ রাজার জোট গড়ে ভরতের রাজা সুদাসের উপর আক্রমণ করে। বহু বাধা বিপত্তির পর ভরত গোষ্ঠী জয়লাভ করে। দশ রাজার এই যুদ্ধে ভরত গোষ্ঠীর এই জয়লাভ বিশেষ গুরুত্বপূর্ণ। এই গোষ্ঠী আর্য সভ্যতার প্রধান স্তম্ভ হয়ে দাঁড়ায়। ধারনা করা হয় ভরত গোষ্ঠীর এই নাম থেকেই এই দেশের নাম হয় ভারতবর্ষ।
ভারতবর্ষ ইতিহাসের টুকরো কথনঃ আর্যজাতি পর্ব-২
তথ্যসূত্র ‘দ্য ডিসকভারি অব ইন্ডিয়া। জওহরলাল নেহরু, পৃথিবীর ইতিহাস, ভারত ইতিহাস পরিক্রমা লিখেছেন ড. শ্রী প্রভাতাংশু মাইতি
১৮টি মন্তব্য
নীহারিকা
সিন্ধু সভ্যতা বিলুপ্তির পেছনে তাহলে আর্যদের হাত ছিলো? সে সময়ে অবশ্য এমনই ছিলো, জোর যার মুল্লুক তার। নিজে টিকে থাকতে হলে অন্যকে দমিয়েই থাকতে হতো।
লেখা চলুক। পড়ছি….
মৌনতা রিতু
না, শুধু আর্যদেরই হাত না। এখানে বলেছি বিভিন্ন কারনে সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার নেপথ্যে কাজ করে। তার মধ্যে বন্যাও একটা কারন। আরো কিছু কারন বলেছি। আর্যদের আক্রমন ও অভ্যন্তরিন কোন্দলও আছে এর ভিতর। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
পড়লাম আমাদের আদি ইতিহাস,
আর্যদের সম্পর্কে এত সহজ করে আমি ইতিপূর্বে আর পড়িনি,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে অনেক ইতিহাসের বই পড়ে তুমি একটি সহজবোধ্য ইতিহাসকে আমাদের সামনে উপস্থাপন করলে।
সিন্ধু সভ্যতা ধ্বংসের অজানা কারণ সমূহ জানলাম,
জানলাম ভারত নামের ইতিবৃত্ত কে।
এমন পোষ্ট তোমাকেই মানাই মৌনতা রিতু।
শুভ কামনা, শুভ ব্লগিং।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাইয়া। আসলেই অনেকগুলো কারণ ছিল সিন্ধু সভ্যতা ধ্বংসের পিছনে। তবে বন্যাকেই বেশি প্রাধান্য দিয়েছে ইতিহাস পন্ডিতেরা।
ভাল থাকবেন ভাইয়া।
জিসান শা ইকরাম
পর্ব- ৩ এই কি শেষ? শেষ পর্ব হলে শিরোনাম পালটে শেষ পর্ব লেখা ভালো।
মৌনতা রিতু
না, আজ হয়ত শেষ পর্ব দিব। চলবে লিখতে ভুলে গেছিলাম।
মোঃ মজিবর রহমান
ভারোতীয় ইতিহাস নতুন করে জানছি । ধন্যবাদ ইতিহাস পড়া ভুলেই গেছিলাম।
মৌনতা রিতু
ধন্যবাদ ভাই। ইতিহাস খুবই প্রিয় আমার। ভাল থাকবেন।
ছাইরাছ হেলাল
বাহবা!!
অনেক পড়াশুনা করতে হয়েছে দেখছি এ পর্বটি লিখতে,
সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ জানলাম, আরও জানতে হবে আমাকে, দেখি চেষ্টা করে।
মৌনতা রিতু
এটা অনার্সের ইতিহাস বইএ পাবেন। জওহোরাল নেহরুর বই এ পাবেন। বেশ তথ্য নির্ভর। পড়ুন পড়ুন। আমাদেরও জানাইয়েন।
নীলাঞ্জনা নীলা
আপু তুমি তো মহাজ্ঞানী। এতো এতো পড়া, তারপর নিজের মতো করে লেখা খুবই কঠিন কাজ। তুমি সেই কঠিনকে সহজ করে তুলে ধরছো।
আমার মতো ইতিহাস ভীতি যাদের, তারা তোমার এই পোষ্ট পড়লে ইতিহাসকে ভালোবেসে ফেলবে। চলুক চলুক!
মন্তব্য করতে না পারলেও জেনে রেখো ব্লগে এসে ঠিকই পড়ি। কিন্তু বসতে কষ্ট হয়। তাই মন্তব্য করতে পারিনা।
মৌনতা রিতু
আমার পড়ার স্টাইল দেখলে তুমি হাসবে। প্রতিদিন মালেকা(আমার সাহায্যকারী) চিল্লায় আর গোছায়, আমি আউলাই একটু পর পর। বই দাগ দিতে দিতে বোঝোই তো। জুলি চিল্লায়। আমি এক কানে শুনি আর এক কানে বের করি।
ইতিহাস খুব মজার যদি বোঝা যায়। আসলে অতীত কে না জানতে চায় বলো! তোমাদের এই ভালবাসা ও জানার আগ্রহের জন্যই লিখি। ভাল থেকো আপু।
নীলাঞ্জনা নীলা
শোনো এভাবে লেখো বলেই এতোটা ভালো হয়! অতিরিক্ত সিরিয়াস লেখা আমার ভালো লাগেনা। যদি পড়ার পর না-ই মনে থাকলো, তাহলে কিসের আর লেখা! তুমি-ই বলো।
মৌনতা রিতু
তা ঠিক আপু। এই বুদ্ধিটা আসে মেমন রিয়ানকে পড়াতে গিয়ে। ওদের জন্য সহজ করে লিখতে গিয়েই ভাবলাম এসবও লিখতে তো পারি। তাই লিখে ফেললাম এখানে।
তোমাদের উৎসাহে এতোদূরসাহস করে লেখা আপু।
শুন্য শুন্যালয়
চারটি নাকি পাঁচটি মানবগোষ্ঠী?
প্রভূত্ব করবার জন্য এভাবেই চলছে, রক্তপাত, দখলদারি জন্মলগ্ন থেকেই। হয়তো এও পৃথিবী টিকে থাকবার আরেক মন্ত্র, নয়তো মনুষ্যভারে পৃথিবী ভেঙে পড়তো। কতোকিছু জানতে পারছি তোমার লেখা পড়ে। এ পর্বটা বেশি মন দিয়ে পড়েছি।
সিন্ধু সভ্যতা থেকে ভারতবর্ষ, কতকিছু আছে জানবার।
লেখো আরো আরো অনেক। ভালো আছোতো এখন?
মৌনতা রিতু
চারটাই হবে। ওখানে প্রোটো-অষ্ট্রালয়েড, ভূমধ্যসাগরীয়, আলপাইন ও মোঙ্গোলীয়।
ঠিকই বলেছো এক সভ্যতা শেষ নতুন সভ্যতার সৃষ্টি হয়। এই সৃষ্টি বা জন্মেরও এক প্রসব বেদনা আছে। হয়ত এই মৃত্যুগুলোই সেই প্রসব বেদনার মতো।
কেমন আছো এখন? ব্যস্ততা যাচ্ছে খুব? পড়াশুনা কেমন হচ্ছে? ভাল থেকো সব সময়। নিজের দিকেও খেয়াল রেখো।
-{@ (3
মায়াবতী
খুব ভাল লাগতেছে এই ইতিহাস গুলো পড়তে, আমি নিজে ও ইতিহাসের ছাত্রী ছিলাম তাই যে কোন ইতিহাসভিত্তিক লেখা পড়ে খুব মজা পাই। অনেক কস্ট। করেছেন আপু এই লেখা গুলো নিয়ে, ধন্যবাদ আপনাকে।
মৌনতা রিতু
আপনাকেও ধন্যবাদ। শুভকামনা রইলো।