ভাবনার নদী

সাবিনা ইয়াসমিন ১৬ মে ২০২০, শনিবার, ০৮:৫৯:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

রাগ?
ঝেড়ে দিতে হয়,
শান্তির বিকল্প শান্তিতেই মিলে।

সন্দেহ?
প্রকাশ করা উত্তম,
দ্রুত সমাধান আসে তাতে।

অভিযোগ?
জানিয়ে দাও দৃঢ়তার সাথে,
একদিন ভুল বোঝাবুঝির অবসান হবে।

কাউকে মিস করা হচ্ছে?
উহু, ভুলেও উচ্চারণে এনো না,
অবহেলায় ক্ষয়ে যাবে আরও।

যে হারিয়ে যেতে চায়
যে অন্তরালে পৌঁছাতে চায়
বাঁচতে চায় নির্ভরশীল-নিরবতায়
যে স্বীকৃতি দেয় উপেক্ষার,
রেখো না অভিমান তার উপর;

মুফত পাওয়া টলোমলো বাজারে
কেই-বা দেয় অভিমানের দাম!..

* অ-কবিতা

৯৩৬জন ৬২৯জন
0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ