রাগ?
ঝেড়ে দিতে হয়,
শান্তির বিকল্প শান্তিতেই মিলে।
সন্দেহ?
প্রকাশ করা উত্তম,
দ্রুত সমাধান আসে তাতে।
অভিযোগ?
জানিয়ে দাও দৃঢ়তার সাথে,
একদিন ভুল বোঝাবুঝির অবসান হবে।
কাউকে মিস করা হচ্ছে?
উহু, ভুলেও উচ্চারণে এনো না,
অবহেলায় ক্ষয়ে যাবে আরও।
যে হারিয়ে যেতে চায়
যে অন্তরালে পৌঁছাতে চায়
বাঁচতে চায় নির্ভরশীল-নিরবতায়
যে স্বীকৃতি দেয় উপেক্ষার,
রেখো না অভিমান তার উপর;
মুফত পাওয়া টলোমলো বাজারে
কেই-বা দেয় অভিমানের দাম!..
* অ-কবিতা
৪০টি মন্তব্য
কামাল উদ্দিন
সন্দেহ প্রকাশ করা উত্তম, ভুল সন্দেহ সংসার ধ্বংস করে (অ-মন্তব্য)
সুপর্ণা ফাল্গুনী
দারুন মন্তব্য। 🤣🤣
সাবিনা ইয়াসমিন
@সুপর্ণা, আসলেই দারুণ ☺☺
সাবিনা ইয়াসমিন
প্রথম কমেন্ট এর জন্যে ☕☕ চা দুই কাপ দিলাম।
অ মন্তব্যে ধন্যবাদ জারী থাকলো,
শুভ কামনাও রইলো কামাল ভাই 🌹🌹
কামাল উদ্দিন
দুই কাপ তো আমারই লাগবে, সুপর্ণা আপুরটা কোথায়?
সাবিনা ইয়াসমিন
ভাগাভাগি করে খেয়ে নিন। সহপাঠীদের পুরস্কারের ভাগ দিলে বন্ধুত্ব গাঢ় হয় 😀😀
কামাল উদ্দিন
হে হে হে, কম খারাপ বলেননাই আপু,😁
ছাইরাছ হেলাল
আদর্শ লিপি হিসাবে দারুন পাঠ্য।
আল্লাহ শেষ রোজায় আপনাকে হেফাজতে রাখুন এই কামনাই রাখি।
সাবিনা ইয়াসমিন
আমীন, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করুন।
মহারাজ, আদর্শলিপি মানে কি? এই ব্লগে অনেক বড়ো-বড়ো-বুড়ো কবি আছে। তারা সবাই দারুণ দারুণ কবিতা লেখে। তো? এতো এতো কবিতা পড়ে আমার কি লিখতে ইচ্ছে করে না?
মানছি আমি ছোট্ট-খাট্ট অ-কবি। তাই বলে আমি লিখবো না?? এটা কেমন কথা!!
ছাইরাছ হেলাল
আদর্শলিপি মানে অবশ্য অবশ্য পাঠ, যে পাঠ ছাড়া কারো গত্যান্তর নেই।
বুড়া হইলেই বড় হয় না, বড়রা-ই বড় (আপনি);
আপনি অবশ্যই লিখবেন, এই যেমন লিখছেন, আপনার লেখার অপেক্ষায় ছিলাম।
বুঝছি, রোজা শেষ প্রান্তে!!
সাবিনা ইয়াসমিন
হু রোজা শেষ প্রান্তে। এখন কি পটল তুলতে হবে?
সুপায়ন বড়ুয়া
এতোগুলো সুবাক্য কবে যেন পড়েছি ভুলেই গেছি।
আবার অ- কবিতায় ফিরে এলো বুঝি।
ভালোই তো হলো।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
মাঝে মাঝে মনের ভেতর থেকে এসব কথা বের হয়ে আসতে চায় দাদা। তখুনি অ-কবিতার নাম দিয়ে চালান দেই। অনেক ধন্যবাদ এইসব হতচ্ছাড়া অ-কবিতা গুলো পড়ে এত আন্তরিক কমেন্ট দেয়ার জন্যে ☺☺
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো আপনার অ-কবিতা। সত্যিই যে ভুলে যেতে চায়, উপেক্ষা করে তাকে যেতে দিতেই হয়, তবুও মন নাহি চায় ছেড়ে দিতে। মিস করার কথা বললে অবহেলিত হতে হয় এটা চিরন্তন শ্বাশত। ভালো থাকুন সুস্থ থাকুন 🌹🌹
সাবিনা ইয়াসমিন
চমৎকার কমেন্টের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ সুপর্ণা।
ভালো থাকুন, শুভ কামনা রইলো 🌹🌹
আরজু মুক্তা
সুন্দর বাণী, মনে হলো।
মনে রাখার মতো।
ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে বলার জন্যে।
শুভ কামনা অবিরত 🌹🌹
বন্যা লিপি
তুমি ধরিয়ে দিলে বুড়ো বয়সে প্রথম পড়া আদর্শলিপির বাক্যপাঠ নতুন আঙ্গিকে।ভাবনার নদীতে কতরকম জলতরঙ্গের ঢেউ ভাঙে প্রতিনিয়ত, নিয়মের মতোই। নিয়মতো বিবেকের হাতেই বন্দী আজীবন।
নিয়মের ধর্মই তো এই বিবেকহীণ!
ভালবাসা তোমার প্রতি অজস্র💕💕💕
সাবিনা ইয়াসমিন
কি আর করার, বুড়ো হতে হতে মিলিয়ে যেতে বেশি বাকি নেই। তাই যা যা মনে আসে লিখে রাখছি। ময়না, তুমি আমাকে এত ভালোবাসা কই থেকে দাও? বস্তাটা একদিন দেখিও আমায় 😊😊
এগুলো তোমার জন্যে ❤❤❤❤
ভালো থেকো সারাক্ষণ।
শামীম চৌধুরী
চমৎকার।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ শামীম ভাই।
ভালো থাকুন,
শুভ কামনা রইলো 🌹🌹
সঞ্জয় মালাকার
চমৎকার লেখা,
পড়ে মুগ্ধহলাম দিদি।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা।
ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী ।
সাবিনা ইয়াসমিন
সব সময় আমার প্রতিটি লেখার কমেন্টে আপনাকে পাই। মহী ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়। শুভ কামনা রইলো 🌹🌹
নাজমুল হুদা
প্রথম যার ভালো লাগে দ্বিতীয়ত তাঁর ভালো না লাগলে চলে গেলে ছেড়ে দিতে হবে নিঃসন্দেহে। তবে ক্ষমা করতে নাই মনে মনে। ইহা একটি অ- মতামত।
আপু আপনার অ কবিতার চালাকি গবেষণা করে বের করছি। অ- তে অমর বা অমূল্য সুতরাং অমর কবিতা।
সাবিনা ইয়াসমিন
তুমি যে সোনেলার বড়ো বড়ো পন্ডিতের মাঝে লিটল এক পন্ডিত, তাতো আমিও টের পেয়েছিলাম আগেই। কিন্তু গবেষক হয়েছো কোন ফাঁকে তাতো টের পেলাম না!! কেমনে কি গবেষক ভাই?
নাজমুল হুদা
হা হা হা , অ- কবিতার বিষয়বস্তু অনুসন্ধান করেই গবেষণা কাজে নিয়োজিত হয়ে গেছি।
আমি লিটল পন্ডিত। এরপর আর কিছু বলার নাই।😀❤
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, আচ্ছা,, সোনেলা ধন্য হয়ে গেলো পরিবারের একমাত্র উমদা গবেষকের দেখা পেয়ে। লিটল পন্ডিত তো আদরের ডাক, তুমি বড় পন্ডিত হতে চাইলে আমার কি 😜
খুব ভালো থেকো নাজমুল,
আমাদের স্নেহ আর দোয়ায় থাকো সারাক্ষণ।
শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
খুবি ভালো উক্তি।
সংগ্রহে রাখলাম দিদি।
সাবিনা ইয়াসমিন
তোমাদের ভালোলাগা আমার পরম প্রাপ্তি প্রদীপ। এমন মায়ায় জড়িয়ে রাখো বলেই যা খুশি তাই লিখে ফেলি।
অনেক ধন্যবাদ আর শুভ কামনা রইলো, ভালো থেকো সব সময়। দোয়া রইলো 🌹🌹
তৌহিদ
নির্দিষ্ট করে আর কিছুই বলার নেই, সব সঠিক উপাখ্যান লিখে ফেললেন এই লেখায়।
আহা এসব গবেষণাদি বিষয় নিয়ে আগে লিখেননি কেন!! তাহলেইতো ব্যথাবেদনা প্রতিহত করার উপায় জানা থাকতো। যাক উপকার হলো।
ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়ন
তৌহিদ
🌹 দিতে গিয়ে ন হয়ে গেলো!! 😭😭
সাবিনা ইয়াসমিন
এসব আমি আগে বুঝলেতো লিখতাম!
সময়ের সাথে সাথে বুঝেছি, উপলব্ধি করেছি, তারপর লিখলাম।
ধন্যবাদ ভাই, ভালো থাকুন,
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
জানিয়ে দাও দৃঢ়তার সাথে,
একদিন ভুল বোঝাবুঝির অবসান হবে।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ নজরুল ভাই,
শুভ কামনা রইলো 🌹🌹
জিসান শা ইকরাম
এটা ” সাবিনা বচন ” বা ‘ নদী বচন ‘ হলেই ভালো হতো 🙂
কত বিচিত্র বিষয় বস্তু নিয়ে আপনি যে লিখতে পারেন, তাই ভাবছি।
আপনার কাছ হতে বিষয় বস্তু ধার নিতে হবে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
হাহাহা, মজা পাইলাম।
পথপ্রদর্শক যদি রাস্তার সন্ধান চায় তাহলে পথিকের কি দশা হয় তা এখন চমৎকার ভাবে বুঝতে পারলাম 🙂
ভালো থাকুন,
সুস্থ ও নিরাপদে থাকুন,
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
যদি উপরিউক্ত উক্তি গুলো মস্তিষ্কে গেঁথে নিয়ে যথার্থ ব্যবহার করা যেনো তবে এতো এতো বিরহের চাষাবাদ করতে হতো না।
দারুণ দারুণ লিখেছেন আপু ❤ ❤
এখন অব্দি আমিই লাস্ট মন্তব্যকারী
আমাকে কী পুরুস্কৃত করা হবে না??
সাবিনা ইয়াসমিন
অবশ্যই পুরুস্কিত করা উচিত। আপনি আমার প্রিয় লেখিকা, আপনার যোগ্য পুরস্কার কি দিবো ভাবছি।
নিন, ভক্তের ভালোবাসা গ্রহণ করিয়া ধন্য করুন আমায় ❤❤❤❤