ভাগ্য

অনন্য অর্ণব ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ০৮:৪২:৫৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

ভাগ্য আমার আমি নিজে লিখে নিইনি’তো
অজানা সে কোন এক চুক্তি-
তবু বারেবারে কেন ভাগ্যের তলানিতে
জমা পড়ে থাকে প্রভু ভক্তি ।।

মাথা নোয়াবার শত অলিখিত দায় নিয়ে
খুঁজে ফিরি ভাগ্যের দিশা
রোজ রোজ মারো তবু একবারে কেন বলো-
যাচ্ছে না কেটে তব নেশা ।।

প্রভাতে প্রথম বাণী তীরোবেগে বিঁধে ছিলো
হৃদয়ের দ্বার মম ঘেঁষে
রিক্ত দুহাত তুলে বলেছি হে প্রভু তুমি
লইবো যা দেবে ভালোবেসে।।

যতো অপমান যতো অভিযোগ আছে তব
ভান্ডারে- দাও মোরে তুলে,
ভাগ্যের চরকিটা এবারতো পারো প্রভু
সুপ্রসন্ন করে দিতে খুলে ।।

জানি বৃথা আবেদনে তোমার হৃদয় খানি
প্রশমিত হবে নাতো কভু
যা দিয়েছ ঋণ তার না পাওয়ার চেয়ে ভার
হলে ভাগ্য মেনে নেবো প্রভু।।

৬৬৮জন ৫২১জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ