ভাগ্য আমার আমি নিজে লিখে নিইনি’তো
অজানা সে কোন এক চুক্তি-
তবু বারেবারে কেন ভাগ্যের তলানিতে
জমা পড়ে থাকে প্রভু ভক্তি ।।
মাথা নোয়াবার শত অলিখিত দায় নিয়ে
খুঁজে ফিরি ভাগ্যের দিশা
রোজ রোজ মারো তবু একবারে কেন বলো-
যাচ্ছে না কেটে তব নেশা ।।
প্রভাতে প্রথম বাণী তীরোবেগে বিঁধে ছিলো
হৃদয়ের দ্বার মম ঘেঁষে
রিক্ত দুহাত তুলে বলেছি হে প্রভু তুমি
লইবো যা দেবে ভালোবেসে।।
যতো অপমান যতো অভিযোগ আছে তব
ভান্ডারে- দাও মোরে তুলে,
ভাগ্যের চরকিটা এবারতো পারো প্রভু
সুপ্রসন্ন করে দিতে খুলে ।।
জানি বৃথা আবেদনে তোমার হৃদয় খানি
প্রশমিত হবে নাতো কভু
যা দিয়েছ ঋণ তার না পাওয়ার চেয়ে ভার
হলে ভাগ্য মেনে নেবো প্রভু।।
২১টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভাগ্য লিখন না যায় খন্ডন। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
ত্রিস্তান
অনেক অনেক ধন্যবাদ আপু ❤️
সুপায়ন বড়ুয়া
“জানি বৃথা আবেদনে তোমার হৃদয় খানি
প্রশমিত হবে নাতো কভু
যা দিয়েছ ঋণ তার না পাওয়ার চেয়ে ভার
হলে ভাগ্য মেনে নেবো প্রভু।।“
ভাগ্য লিখন ভালোই হলো
শুভ কামনা।
ত্রিস্তান
ধন্যবাদ দাদাভাই 😍
ইসিয়াক
খুব ভালো লাগলো।
শুভকামনা রই্লো।
শুভসকাল
ত্রিস্তান
অনেক অনেক শুভকামনা রইলো দাদাভাই 😍
হালিম নজরুল
রবীন্দ্রযুগের কথা মনে পড়ে গেল। সুন্দর প্রয়াস।
ত্রিস্তান
রবীন্দ্র যুগ !!! বাহ চমৎকার শব্দের বেস্টনীতে রবীন্দ্রনাথ কে বন্দী করে ফেললেন দেখছি। ভালো লাগা অনিমেষ 😍
সুরাইয়া পারভীন
ভাগ্যকে কিছুতেই অস্বীকার করা যায় না।ভাগ্যকে মেনে নিয়েই জীবন অতিবাহিত করতে হয়। ভাগ্য যা চায়, যেভাবে চায় সেভাবে চলতে হয় আমাদের।
চমৎকার লিখেছেন।
ত্রিস্তান
হুম ভাগ্যকে মেনে নিতেই হয়। বেশ বলেছেন।
ফয়জুল মহী
অসাধারণ লেখা।
সাবিনা ইয়াসমিন
ইচ্ছেয়/ অনিচ্ছায় আমাদের ভাগ্যকে মেনে নিতেই হয়। প্রভু ভক্তি উপচে উঠুক বা তলানিতে ঠেকুক, বিধাতা তাই করেন যেমন তিনি করতে চান।
ভালো লিখেছেন,
নিয়মিত হন।
শুভ কামনা 🌹🌹
ত্রিস্তান
ধন্যবাদ বুবু। ভালো থাকবেন সবসময় 😍
ছাইরাছ হেলাল
মহান ইচ্ছের কাছে আমারা সত্যি অসহায়।
ত্রিস্তান
মহারাজ আপনিও এ কথা বললে আমি হিটলার হয়ে যাবো কিন্তু।
মোঃ মজিবর রহমান
তাঁর ইচ্ছা, তাঁর লিখন
আছে মানুষ ভাগ্য কথন
তাই ই তাঁর লিখন।
না পাওয়ার অসহায়ত্বে মেনেই নিচ্ছি আল্লাহ।
ত্রিস্তান
কৃতার্থ দাদাভাই 😍
দালান জাহান
অভিমান পূর্ণ ইরার প্রেম। সুন্দর সৃষ্টি
ত্রিস্তান
কৃতজ্ঞতা অনিমেষ 😍
আরজু মুক্তা
না পাওয়া গেলে ভাগ্যই সই।
ত্রিস্তান
জ্ঞানীরা ভাঙতে জানে, মচকাতে নয়।