প্রায় সবার পোষ্ট পড়ি আমি।যারা আমার এবং অন্যান্য ব্লগারের পোষ্ট পড়েন না তাদের পোষ্টও।পড়ে হালকা ভাবে মন্তব্যও করি।মন্তব্য করে তাঁদের আর কষ্ট দেবনা ভাবছি।তারা কষ্ট করে জবাব দেন,তাঁদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিনা।এখন হতে আমি কেবল আমার লেখা পড়ে যারা মন্তব্য করবেন কেবল মাত্র মন্তব্যের জবাব দেব।
তবে এর ব্যাতিক্রম হলেও হতে পারে। আমার লেখা কেউ পড়ছেন কিনা,কি মন্তব্য করবেন তা আমি আগেই জেনে যাই সবার ল্যাপটপের স্কিনের উল্টো দিকে দাঁড়িয়ে 🙂
আমার লেখায় শত ব্যস্ততার মাঝেও যখনই সময় এবং সুযোগ পাবেন,তা যদি গাড়ি ড্রাইভ করার সময়ও হয়,তারপরেও শুন্য শুন্যালয় আপু মন্তব্য করবেনই।জানি আমি,তাই তাঁর লেখায়ও পড়বো আমি।
আর আমাদের লীলাবতী আপু আছেনা!যিনি খুব রাগ করেন নাকি ইনবক্স এ মেসেজ দিলে।ভাইরাস চলে আসে নাকি আবার,ভাইরাস আক্রমনে নিজে সর্দি জ্বর অথবা ল্যাপটপ আক্রান্ত হবার ভয়ে আজকাল অন লাইনে কম কম আসেন।তারপরেও আমার পোষ্টে উনি আসবেন এমন প্রটেকশন নিয়ে হলেও।আপুর লেখাও পড়বো আমি 🙂
আমাদের সবার প্রিয় পরী আপু।আমাকে পোলাপাইন বলে 🙁 আমি যে বড় এ কথা তাঁর বিশ্বাসই হয় না 🙁 আপুর বুদ্ধু আপুর চিঠি পাক বা না পাক,আমি পোষ্ট দিলে ঠিকই তিনি আমার পোষ্টে আসবেন।তার লেখায়ও পড়বো আমি।
খসড়া ভাইয়াকে কেন জানি ভয় পাই খুব।মাঝে মাঝে লাঠি নিয়ে মন্তব্য করেন উনি।পোষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ করতে থাকি।কি জানি আবার ধমক খাই কিনা।ইদানিং খসড়া ভাইয়া আপু হয়ে গিয়েছেন,কাউকে লাঠি নিয়ে তাড়া করেন না।এই পোষ্ট দেখে রাগে আপু
( ভাইয়ার মেজাজ নিয়ে ) নিজের ল্যাপটপ ভেঙ্গে না ফেলেন 🙁 খসড়া আপুর পোষ্ট ও পড়বো।
সোনেলার ভাইয়া ব্লগারদের সবার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে।খুব শ্লো প্রায় সব ভাইয়ারা। তারপরেও প্রানের টানে ভাইয়ারাও আসেন,গাড়ি নষ্ট তাতে কি? বিকল্প যানবাহন তো আছেই 🙂 আমার পোষ্ট পড়ার জন্য আসবেনই ওনারা কয়েকজন।যারা আসবেন আমার ব্লগে তাঁদের পোষ্টও পড়বো। নাম দিলাম না ইচ্ছে করে,মাইর একটাও মাটিতে পরবেনা তাহলে 😛
ওস্তাদের মাইর শেষ রাতে।এজন্য সবার শেষে ওস্তাদের নাম দিলাম। আমার ওস্তাদ তাজ আপু।শিষ্যের পোষ্টে তিনি আসবেনই।আমিও যাবো তাঁর লেখা পড়তে।তাঁর রুমমেটদের ভুতের ভয় দেখিয়ে ঘুম হাড়াম করে দিলেও আমাকে খুবই শ্নেহ করেন ওস্তাদ 🙂
এখানে যাদের নাম লিখেছি,এর বাইরেও অনেকেই আমার প্রিয় ভাইয়া,আপু ব্লগার আছেন।
এই পোষ্টে নাম না দেখে রাগ না করে অপেক্ষা করুন, এরপরে আপনাদের নিয়ে অন্য কোন পোষ্টের জন্য।সবুরে মেওয়া ফলে 🙂
শুভ ব্লগিং।
৭৮টি মন্তব্য
নুসরাত মৌরিন
আমার নামটা যে দেখতে পেলাম না!!
নুসরাত মৌরিন
🙁
যান আর আসছি না এ-তল্লাটে!!
নুসরাত মৌরিন
:p
ব্লগার সজীব
আপনি না এসে পারবেনই না,আমি আপনার ব্লগে গিয়ে এমন জ্বালাতন করবো যে আসতে বাধ্য হবেন 🙂
আপু পরের পোষ্ট দেখবেন।পোষ্টের প্রসঙ্গ বলা যাবে না 😛
ব্লগার সজীব
আপু সবুরে মেওয়া ফলে 🙂
সঞ্জয় কুমার
এই ব্যাপার !
ব্লগার সজীব
হ্যা এই ব্যাপার 🙂
ছাইরাছ হেলাল
অন্যের লেখা পড়ে সময় নষ্ট করা ঠিক না।
ব্লগার সজীব
সময় নষ্ট হলে সময় ফিরে পাওয়া যাবেনা ভাইয়া।
শুন্য শুন্যালয়
গত 1 বছর 8 মাস ধরে এই প্ল্যান কইরা আসতেছি, কোনই লাভ নাই। আমার মতো যাদের জ্ঞ্যান কম তাদের অন্যের পোস্ট পড়া চাইই চাই, নইলে জ্ঞ্যান আহরণ কোথা থেকে হবে? আর আপনার মতো যারা বেশি জ্ঞানী আর প্রতিভাবান তাদের জ্ঞান আহরণ একটা নেশা, আরো চাই, আরো চাই। তাই অন্যের পোস্টে না গিয়ে উপায় নেই।
ভাইরে, ছবি কোথা থেকে কালেক্ট করেন একটু বলেন আমারে। লীলাবতী দির ছবি দেইখা হাসতে হাসতে হাঁসফাঁস অবস্থা। আমারে আবার না ভাইরাস ধরে!! আর আমার গাড়ি ক্যাম্নে চলে? সোনেলায় কি গাড়ি রেগুলেটর সিস্টেম চালু হইছে নি?
ব্লগার সজীব
অন্যের পোষ্ট পড়বো নিশব্দে।মন্তব্যের জবাব দিতে তাঁদের কষ্ট হতে পারে।একারনে মন্তব্য করবো না।
ছবি তো গুগল মামা সাপ্লাই দেয় 🙂 লীলাবতী দি এমন করেই নাকি ল্যাপটপ চালান 🙂 একটি হাফ স্যুয়েটারকে ভাইরাস প্রটেক্টর হিসেবে ব্যাবহার করে দেখুন আপু 🙂 আপনার গাড়ি প্রগ্রামে চলে তা আমি জানি।কম্পিউটার নিয়ন্ত্রিত গাড়ি 🙂
শুন্য শুন্যালয়
কম্পিউটার নিয়ন্ত্রিত তাতো দেখতেই পাচ্ছি। আপনাকে মন্তব্য করতে গিয়ে আমার উপর যাবার পথটা ক্লিয়ার কইরা দিয়েছেন দেখতে পাচ্ছি। গাঁধার পিঠে চড়া ভাইয়াদের নাম জানতে আমি সহ পুরো জাতী আগ্রহী।
ব্লগার সজীব
ভাইয়াদের নাম জানিতে চাওয়া ভালু না।বলেছিনা নাম বলিলে মাইর একটাও মাটিতে পরিবেনা 😛
শুন্য শুন্যালয়
আপনি মাইর খাইলে আমাদের কি? 😛
ব্লগার সজীব
আপনি এত্ত পাষান?কত্ত ভালবাসি আপনাকে আপু 🙁 সজীবরে তোর আপন বলে কেউ নেই।
শুন্য শুন্যালয়
কেনো আপনার জানটুসরা সব ভেগেছে? :p কতো করে বললাম কিবোর্ড সাবধান।
ব্লগার সজীব
কেউ নেই আর।আমার ফেইসবুক আইডি নারী শুন্য।কেউ কথা রাখেনি আপু 🙁
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম!ব্লগার সজীব মানেইতো গরম চায়ের মতো লেখা পড়ে নিজেকে সতেজ উৎফুল্ল রাখা।কিচ্ছু কমু না আর….শুধু বলব… “পারেনও ভাই…আপনি”।
ব্লগার সজীব
কিছু বলার আর বাকী রাখলেন ভাই ? 🙂
স্বপ্ন নীলা
ওরে বাবা, এত অভিমান, এই যে মিটিং হতে এসেই ব্লগ খুলেই দেখি এই পোস্টখানা, যাক অভিমান ঘুচে
ব্লগার সজীব
অপেক্ষা করেন আগামীর কোন এক পোষ্টের,এসে যাবেন আপনিও সেই পোষ্টে 🙂
মেহেরী তাজ
শিষ্য আমি তো তোমার পোষ্টে আসবোই। শিষ্য বলে কথা। কিন্তু আগামী মাস দুয়েক পরে। আমার ফাইনাল এক্সাম শিষ্য দোয়া করো…….
ব্লগার সজীব
দোয়া করি ওস্তাদ,ফাইনাল এক্সাম যেন খুব ভালো হয়।
লীলাবতী
সজীব ভাইয়ারে এত্ত বুদ্ধি কেমনে হইল তোমার?আমি যে একটু খুতখুতে স্বভাবের কিভাবে জানলে তুমি?আমার ফটো দেখে আমিতো টাস্কি খেলাম ভাইয়া।আমি তো এমন প্রটেকশনই চাই:)খসড়া আপু দেখলে তোমার খপর আছে:P আমিও এমন চিন্তা করবো আজ থেকে।আমার লেখায় যিনি আসবেন,তার লেখায় আমি যাব।
পুরুষ ব্লগারদের নাম ঝাতি জানতে চায়:)
ব্লগার সজীব
লেখা দেখেই বুঝে যাই কে কেমন স্বভাবের।আমার এমন পাওয়ার আছে 😛 খসড়া ভাইয়ার মেজাজ মর্জি বুঝা যায় না,কখন যে এসে ঘাড় চেপে ধরে এ আতংকে থাকি।পুরুষ ব্লগারদের নাম প্রকাশ করলে আমার খপর আছে 🙂
জিসান শা ইকরাম
বুদ্ধিটা খারাপ না
পছন্দ হৈসে।
ব্লগার সজীব
ধন্য হলাম 🙂
মারজানা ফেরদৌস রুবা
অনেক ইন্টারেস্টিং!!!
মজা পেলাম ভাইয়াদের ব্লগিং দেখে, লীলাবতী আর খসড়া ভাইয়ার ব্লগিং এর ঢং দেখে। হাহাহা
ব্লগার সজীব
এনারা দুজন এমনই আপু 🙂
খসড়া
তুই যে গাধা সেই গাধাই থাকলি মানুষ হইলি না। গরু কোথাকার? এবারের মত ল্যাপটপটা ছেড়ে দিলাম তোর উপর দিয়াই গেল।
ব্লগার সজীব
এমন ধমক দিলে সোনেলা থেকেই পালিয়ে যাবো আপু।এরপর কেঁদে কেঁদে খুঁজবেন তা কিন্তু জানি 🙂
ফাতেমা জোহরা
আমার লেখা পড়বেন না ;( এইটা ভেবে মন খারাপ হলেও লেখাটা পড়ে মন ভালো হয়ে গেছে 😀
ব্লগার সজীব
আপনার লেখা পড়তেই হবে আপু 🙂
ফাতেমা জোহরা
🙂 😀
ব্লগার সজীব
🙂 😀
কৃন্তনিকা
নানা কারণে নিয়মিত থাকতে পারি না ব্লগে। সেজন্য এহেন খোঁচামারা পোস্ট। ;( ;( ;(
আমি এর তীব্র নিন্দা জানাই। আশা করছি, বাকি সোনেলা সদস্যরা আমার সাথে এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। কাল থেকেই জোরালো হরতাল কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সোনেলাকর্মীদের কাল থেকেই ফিল্ডে দেখবো বলে আশা করছি…
লীলাবতী
আপু আমিও আছি আপনার সাথে।আমি নাকি এমন করে ল্যাপটপ ইউজ করি 🙁
ব্লগার সজীব
লীলাপুকে ভাইরাসে ধরেছে শিওর 🙂
কৃন্তনিকা
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এগিয়ে যাচ্ছে আমাদের আন্দোলন…
কর্মসূচি অব্যাহত রইল 🙂
ব্লগার সজীব
আপু,আমি না আপনার ছোট ভাই 🙁 কত ভালবাসি আপনাকে 🙁 আর আমার বিরুদ্ধে আন্দোলন 🙁
ব্লগার সজীব
আন্দোলন,হরতাল,অবরোধে ভয় পাই আপু।অফিস থেকে আন্দোলনের কর্মসূচী প্রত্যাহার করে বাসায় ফিরে যান আপু 🙂
কৃন্তনিকা
মাঠে যখন নেমেছি, আর ফিরছি না, ভাইয়া…
এর শেষ আমরা দেখে নেব
ব্লগার সজীব
🙁 🙁 ছোট ভাইয়ের প্রতি একটুও মায়া নেই। কত নিষ্ঠুর একটা আপু আমার 🙁
নুসরাত মৌরিন
আমিও আছি আপু।
সজীব ভাইয়ের এ হেন পোস্টের তীব্র প্রতিবাদ জানাই। 😛
ওনার লেখা পড়ে হেসে লুটোপুটি খেয়ে কয়েকবার চেয়ার থেকে পড়ার উপক্রম হয়েছে,হাসতে হাসতে কত কষ্ট করে তবু মন্তব্য করেছি,তাও কিনা উনি ভুলে গেলেন?
এমন সজীব ভাই কি আমরা চেয়েছিলাম??!!
ব্লগার সজীব
মৌরিন আপু ভুলিনি বিশ্বাস করেন 🙁 এর পরের পোষ্ট দেখুন,তাহলেই মুখে এত্তগুলান হাসি আসবে 🙂
কৃন্তনিকা
আপনারা আছেন দেখেই আমাদের আন্দোলন সফল হবে। থাকুন।
আন্দোলন অব্যাহত রইল…
ব্লগার সজীব
🙁
স্বপ্ন
হা হা হা ছবি দেখে হাসতেই আছি।আমি কিন্তু আপনার লেখায় আসবো।
ব্লগার সজীব
আমিও আপনার লেখায় যাবো স্বপ্ন 🙂
খেয়ালী মেয়ে
ইশশশশশ আবারো সাংঘাতিক টাইপের পোস্ট…সে পোস্টের ভেতর আবার দেখি আমিও আছি…সবার ছবিগুলা কত্তো সুন্দর, আর আমার ছবিটা কেমন তামা টাইপের…
আপনার যে কত্তো বুদ্ধি?..একমাত্র উপরওয়ালাই জানে… আপনার পোস্ট পড়লেই আমার মনে হয় যে, আপনার মাথাটা গোবরে ভর্তি…তা না হলে আমাদের মাথায় এসব জিনিস আসে না ক্যান?…বেশ কিছুদিন আগে লীলাবতী আপুরেও বলছিলাম যে, পোলাটার মাথা গোবরে ভর্তি…তাইতো এমন সব পোস্টের জন্ম দেয়…..
এবার আপনে একটু কন দেহি, কেমনে ঘুমান মাথার ভিতর এত্তো এত্তো গোবর নিয়া?…
এবার আসি আরো একটা মূলকথায়- সজীব বাবু আপনার না আমাদেরকে কিছু আইডিয়া দেওয়ার কথা ছিলো?…
বহুত দিন কেটে গেলো কেউ কথা রাখে না,
পিচ্চি সজীবও কথা রাখে নাই,
আমাকে কেউ আইডিয়া দেয় নাই…
মানুষজন এত্তো এত্তোগুলা খারাপ…
ব্লগার সজীব
কত কষ্ট করে একটি সোনার ছবি আনলাম,আর আপনি বলে তামা 🙁 এ দুঃখ কোথায় রাখি 🙁 আমার মাথা একটি মাঠের মত এখানে বুদ্ধির চাষ হয় 😛 আইডিয়া দেব আপু।আমি কথা রাখি।আবার আমাকে পিচ্চি বলে 🙁
খেয়ালী মেয়ে
ওওওওও মাগো এটা সোনার ছবি?????????:O
আমিতো ভাবছি তামা, দুঃখ কইরেন না, আমি সরি…………..
হুমমম আপনার মাথা একটা মাঠের মতো যেখানে গরু এসে গোবর রেখে যায়, আর সে গোবর দিয়ে বুদ্ধির চাষ হয়, আমার ধারনা এক্কেরে মিলে গেছে…
কথা রাখেন-তাও আবার আপনি?…কি আর কমু, থাকককক
ব্লগার সজীব
গোবর কিন্তু প্রাকৃতিক সার।রাসায়নিক না। কথা রাখবো তো 🙂
খেয়ালী মেয়ে
আমিতো এতোদিন জানতাম না গোবর যে প্রাকৃতিক সার 😛
কবে রাখবেন কথা?…আমি মরে গেলে আমার ভূত এসে যখন ঘাড় মটকাইয়া দেবে তখন? :/
ব্লগার সজীব
পরী আপু, মরার কথা বলবেন না প্লিজ
লীলাবতী
কেউ কথা রাখে না,
পিচ্চি সজীবও কথা রাখে নাই
ব্লগার সজীব
আবার পিচ্চি বলে 🙁
খেয়ালী মেয়ে
লীলাবতী আপু এক্কেরে ঠিক বলছো 🙂
ব্লগার সজীব
আচ্ছা আচ্ছা আইডিয়া দিচ্ছি, হিজাব/বোরকা নিয়ে একজন হুজুর আর তার ছাত্রকে নিয়ে ফান পোষ্ট লিখুন।নারীদের দেখলেই এই ছাত্রের রোজা ভেঙ্গে যায়,বোরকা পরলেও যায়,না পড়লেও যায়।দেখি পারেন কিনা 😛 না পারলে আমিই দেবো।
রিমি রুম্মান
ভাগ্যিস আমি নেই। এক এক জনের ছবি দেখে তো হাসতে হাসতে শেষ। লীলাবতী আপু’র ছবি সবচাইতে বেশি মনে ধরছে। খসড়া ভাইয়াকে নতুনভাবে আপু হিসেবে পেয়ে ভাল লাগছে ।
ব্লগার সজীব
আপনিও থাকছেন ভবিষ্যতের কোন এক পোষ্টে 🙂 রক্ষা নেই।
রাসেল হাসান
🙂
ব্লগার সজীব
🙂
অরণ্য
মুখে আমার হাসি লেগে আছে। আমি এই কেমিস্ট্রি খুব পছন্দ করি।
আমার একটু মুড চেঞ্জ হচ্ছে। (y)
খারাপ ভাল যাই হোক আমার চাই স্পষ্ট উচ্চারন।
তা আপনার ভাবনায় আছে।
ভাল থাকবেন।
ব্লগার সজীব
ভাল থাকার সর্বাত্মক চেষ্টা করি ভাই।জীবন একটিই,একে কেন কাঁদাবো?আপনিও ভাল থাকবেন।
মিথুন
আমার কথা কেউ মনে রাখেনি ;(
ব্লগার সজীব
পরের পর্বে আপনার কথা থাকবে আপু -{@
মোঃ মজিবর রহমান
কি সজীব ভাই পড়ার জন্য ঘুষ দিচ্ছেন নাকি?
না তেল ?
ব্লগার সজীব
তেল বা ঘুষ কিছুই না,কাদের লেখা পড়বো তার তালিকা করছি 😀
অরুনি মায়া
আমি কিন্তু বাদ পড়েছি 🙂
ব্লগার সজীব
তখন তো আপনি ছিলেন না আপু,এর পরে পোষ্ট হলে থাকবেন আপনিও
নীতেশ বড়ুয়া
এমন তারছেঁরা পোস্টের খোঁচায় দেখি সব হেভীওয়েট সোনেলাব্লগাররা হাজিরা দিয়েছে!!
ভাপরে!! শুন্যাপু কমেন্ট পড়ে হাসতেই আছি তো হাসতেই আছিঃ “আমার মতো যাদের জ্ঞ্যান কম তাদের অন্যের পোস্ট পড়া চাইই চাই, নইলে জ্ঞ্যান আহরণ কোথা থেকে হবে?” :D)
আমি ব্লগ চিনতে এসে যে কয়জনের উৎসাহ শুরুতেই পেয়েছি তাঁদের একজন আপনি এইটাও সত্যি…
অতএব দেরিতে হলেও হাজিরা দিলাম গুরুদের দেখে নিতে 😀
ব্লগার সজীব
এই পোষ্টের পরবর্তী পোষ্ট আর দেয়া হয়নি, আপনার উদ্দমতা ভালো লাগে আমার। আপনার পোষ্টও পড়া হবে 🙂
নীতেশ বড়ুয়া
😀 \|/ -{@ (3 ভাভু থুক্কু সজু বাইয়া
ব্লগার সজীব
ণিতেষ বাইয়া দন্যবাধ 🙂
নীতেশ বড়ুয়া
:p ঠ্যাং কিঁউ :p মোর্গার?
ব্লগার সজীব
🙂
নীতেশ বড়ুয়া
:D)