প্রায় সবার পোষ্ট পড়ি আমি।যারা আমার এবং অন্যান্য ব্লগারের পোষ্ট পড়েন না তাদের পোষ্টও।পড়ে হালকা ভাবে মন্তব্যও করি।মন্তব্য করে তাঁদের আর কষ্ট দেবনা ভাবছি।তারা কষ্ট করে জবাব দেন,তাঁদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিনা।এখন হতে আমি কেবল আমার লেখা পড়ে যারা মন্তব্য করবেন কেবল মাত্র মন্তব্যের জবাব দেব।

তবে এর ব্যাতিক্রম হলেও হতে পারে। আমার লেখা কেউ পড়ছেন কিনা,কি মন্তব্য করবেন তা আমি আগেই জেনে যাই সবার ল্যাপটপের স্কিনের উল্টো দিকে দাঁড়িয়ে 🙂
11109257_648360998602315_1930101969577462172_n

আমার লেখায় শত ব্যস্ততার মাঝেও যখনই সময় এবং সুযোগ পাবেন,তা যদি গাড়ি ড্রাইভ করার সময়ও হয়,তারপরেও শুন্য শুন্যালয় আপু মন্তব্য করবেনই।জানি আমি,তাই তাঁর লেখায়ও পড়বো আমি।
11102772_648360765269005_4752247477486419146_n

আর আমাদের লীলাবতী আপু আছেনা!যিনি খুব রাগ করেন নাকি ইনবক্স এ মেসেজ দিলে।ভাইরাস চলে আসে নাকি আবার,ভাইরাস আক্রমনে নিজে সর্দি জ্বর অথবা ল্যাপটপ আক্রান্ত হবার ভয়ে আজকাল অন লাইনে কম কম  আসেন।তারপরেও আমার পোষ্টে উনি আসবেন এমন প্রটেকশন নিয়ে হলেও।আপুর লেখাও পড়বো আমি 🙂
10628492_648360978602317_1531017863000550760_n

আমাদের সবার প্রিয় পরী আপু।আমাকে পোলাপাইন বলে 🙁 আমি যে বড় এ কথা তাঁর বিশ্বাসই হয় না 🙁 আপুর বুদ্ধু আপুর চিঠি পাক বা না পাক,আমি পোষ্ট দিলে ঠিকই তিনি আমার পোষ্টে আসবেন।তার লেখায়ও পড়বো আমি।
angel-laptop-mouse-keyboard-300x300

খসড়া ভাইয়াকে কেন জানি ভয় পাই খুব।মাঝে মাঝে লাঠি নিয়ে মন্তব্য করেন উনি।পোষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ করতে থাকি।কি জানি আবার ধমক খাই কিনা।ইদানিং খসড়া ভাইয়া আপু হয়ে গিয়েছেন,কাউকে লাঠি নিয়ে তাড়া করেন না।এই পোষ্ট  দেখে রাগে আপু
( ভাইয়ার মেজাজ নিয়ে ) নিজের ল্যাপটপ ভেঙ্গে না ফেলেন 🙁 খসড়া আপুর পোষ্ট ও পড়বো।
10410676_648360868602328_7247495320691885077_n

সোনেলার ভাইয়া ব্লগারদের সবার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে।খুব শ্লো প্রায় সব ভাইয়ারা। তারপরেও প্রানের টানে ভাইয়ারাও আসেন,গাড়ি নষ্ট তাতে কি? বিকল্প যানবাহন তো আছেই 🙂 আমার পোষ্ট পড়ার জন্য আসবেনই ওনারা কয়েকজন।যারা আসবেন আমার ব্লগে তাঁদের পোষ্টও পড়বো। নাম দিলাম না ইচ্ছে করে,মাইর একটাও মাটিতে পরবেনা তাহলে 😛
10956587_648360791935669_5799306272469895125_n
11095402_648360931935655_5873765057233262967_n

ওস্তাদের মাইর শেষ রাতে।এজন্য সবার শেষে ওস্তাদের নাম দিলাম। আমার ওস্তাদ তাজ আপু।শিষ্যের পোষ্টে তিনি আসবেনই।আমিও যাবো তাঁর লেখা পড়তে।তাঁর রুমমেটদের ভুতের ভয় দেখিয়ে ঘুম হাড়াম করে দিলেও আমাকে খুবই শ্নেহ করেন ওস্তাদ 🙂
10953929_648458815259200_4951251921095947552_n

এখানে যাদের নাম লিখেছি,এর বাইরেও অনেকেই আমার প্রিয় ভাইয়া,আপু ব্লগার আছেন।
এই পোষ্টে নাম না দেখে রাগ না করে অপেক্ষা করুন, এরপরে আপনাদের নিয়ে অন্য কোন পোষ্টের জন্য।সবুরে মেওয়া ফলে 🙂
শুভ ব্লগিং।

১জন ১জন
0 Shares

৭৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ