আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে (শেষ রাতে আমরা জানতে পারি), আমাদের ব্লগার নাসির সারওয়ার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ডাক্তাররা তাকে আশঙ্কা মুক্ত ঘোষণা করেছেন।

গতকাল সন্ধ্যার ঝড়ের সময় অফিস থেকে বাসায় ফেরার পথে বাড্ডায় বাসার কাছেই একটি দেয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন আরও কয়েক জনের সাথে। হঠাৎ সবাই দেয়ালের নীচে চাপা পড়ে যান, দেয়াল চাপা পড়ে তিন জন মারা যান (ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাইহে রাজেউন), আহত নাসির সরওয়ারকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিসান সাহেব সকালেই সেখানে পৌঁছে গেছেন।

দেয়াল চাপায় তাঁর শরীর এবং মাথার অধিকাংশ স্থানে আঘাত লাগলেও আল্লাহ্‌র অসীম রহমতে তেমন কোন গুরুতর আঘাত প্রাপ্ত হননি। বাম হাত, বাম পা এবং পাঁজরে বেশী আঘাত প্রাপ্ত হন। সিটি স্ক্যান সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষায় আশংকাজনক তেমন কিছু পাওয়া যায়নি।
তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।

সমব্যথী আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।

১২৮৩জন ১০২৯জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ