
শামীম আলি চৌধুরি ভাই আমার কাজিন হলেও বিভিন্ন কারণে অনেক বছর যোগাযোগ না থাকলেও ফেইসবুক আমাদের সম্পর্কটি আরও গভীরতর করে তুলে গত কয়েক বছরে, ঘটনাটি খুলেই বলি। ২০১৭ সালের দিকে আমার এক বাল্যবন্ধু শামীম ভাইয়ের পোস্ট শেয়ার করে যা পাখি বিষয়ক ছিলো, আমি নিজেই পাখি প্রেমি হিসাবে রিয়েক্ট এবং মন্তব্য করার পর শামীম ভাই আমাকে এড রিকোয়েস্ট পাঠান, তখন আমি বুঝতে পারি ইনিই আমার কাজিন, এরপর উনি আমাকে উনাদের পাখি বিষয়ক গ্রুপ (Bird Bangladesh) এ এড করে নিলেন, একান্ত পাখি প্রেমি হিসাবে নিত্মিত ভাবে উনার পাখি বিষয়ক পোস্টে জানার আগ্রহ নিয়ে মন্তব্য করতাম, উনি বয়সে বড় হলেও বন্ধুসুলভ আচরণ করতে শুরু করলেন আমার সাথেই, এখন উল্টো আমাকেই ভাইজান ডাকা শুরু করলেন, বুঝুন অবস্থা, ব্লগে আমিই উনাকে লেখার জন্য উদ্ভুদ্ধ করেছি এই কারণে অন্যান্যদের মতোই আমাকে ভাইজান ডাকা শুরু করলেন। 😜 শামীম আলি চৌধুরি ভাই একজন বিশিষ্ট পাখি বিশারদ এবং পাখি বিশারদগণের কমিটির সেক্রেটারি, উনার হাতে খড়ি হয় উনার মরহুম বড় ভাই হান্দালা হামিম ভাইজানের হাত ধরে পাখির ছবি তুলা বা ধারণ করার হাতে খড়ি নেন, উনার প্রথম ছবি যেটি সবচাইতে ভালো হয়েছিলো তা উনার মরহুম বড় ভাই নিজ বাসায় বড় ফ্রেমে বাঁধাই করে রেখেছিলেন যা আজও আছে উনার ড্রয়িংরুমে।
এখন আসি শামীম ভাইয়ের পাখি প্রেম বিষয়ে, উনি পাখির ছবি তুলার জন্য সুন্দরবন, লাউয়াছড়া, বান্দরবন, রাজশাহী ছাড়াও বাংলাদেশের খুব কম জায়গা আছে যেখানে যাননি, আপনি খবর দেন যে অমুক জায়গাতে একটা আনকমন পাখি কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, ব্যাস কাম শেষ, উনি উনার কামান থুক্কু উনার বড় ডিএসএলআর ক্যামেরা এবং অন্যান্য যন্ত্র নিয়ে দিলেন ছুট, উনার কয়েকশো আনকমন পাখির কালেকশন যতই দেখবেন, ততই অভিভূত হতেই হবে আপনাকে, উনার Asian Paradise Flycatcher দুধরাজ বা শাহ বুলবুলি, পিঠা পাখির দুইটা ধরন, কয়েক প্রজাতির কোয়েল সহ শত শত পাখির ছবি এবং তাদের সম্পর্কে বিস্তারিত জেনে আমি নিজেই সেইসব পাখির প্রেমে পড়ে গেছি। শামীম ভাই ব্যাক্তি জীবনে একজন ব্যবসায়ী, উনি বস্ত্র,টেলি কমিউনিকেশন সহ বিভিন্ন ব্যবসায় জড়িত, এই শৌখিন মানুষটি গতবছর কিটো ডায়েট করেভেকদম স্লিম ট্রিম হয়ে গেছেন, উনার পরিবারে উনার বদলে ভাবীর হুকুমত বেশি চলে বলে বিশেষ সূত্রে জানা গেছে। শামীম ভাই বেশ মজাদার মানুষ, উনি আমার মতোই বিভিন্ন মজাদার কৌতুক পোস্ট করেন যার কিছু কৌতুকের টার্গেট এই আমি। 🤣 আমাদের প্রিয় পক্ষিরাজ, কামানওয়ালা শামীম ভাই ব্লগের প্রফাইলে লিখেছেন ” প্রকৃতিকে ভালোবাসি। প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে। প্রকৃতির সব বণ্যপ্রাণী ও পাখি যেন আমার নিজ সন্তান। শখের ছবিয়াল হয়ে ওদের পিছু ছুটে বেড়াই। তাই- আমি এই সুন্দর প্রকৃতিকে ভালোবাসি তুমিও ভালোবাসো”।
শামীম চৌধুরী
ব্লগে নিবন্ধন করেছেনঃ ২ বছর ২ মাস ২৫ দিন আগে পোস্ট লিখেছেনঃ ১৪৯টি
মন্তব্য করেছেনঃ ২৭৪২টি
মন্তব্য পেয়েছেনঃ ৩২৯৮টি।
মন্তব্যের প্রাপ্তির সংখ্যায় বলে দেন উনি সোনেলা ব্লগে কতো জনপ্রিয়। প্রিয় শামীম আলি চৌধুরি ভাইয়ের প্রফাইলস পরিচিতি লিখতে পেরে আমি খুবই আনন্দিত।
সমাপ্তঃ
ছবিঃ উনার নিজের ফেইসবুক প্রফাইল থেকে।
৩৫টি মন্তব্য
বন্যা লিপি
আগে হাজিরা দিলাম।এরপর চলবে…..
রয়ে সয়ে আড্ডা😊😊😊😊
ইঞ্জা
অপেক্ষায় রইলাম আপু।
শামীম চৌধুরী
বফু,
ভালো থাকবেন। ঈদ মুবারক।
মনির হোসেন মমি
আমাগো পাখি ভাই।ভাইজানের পাখি পোস্ট রাইজিনং বিডি তে পড়ি এরপর ফেবুে বন্ধু্ত্ব যদিও বড় ভাই।মুগ্ধ তার তুলা প্রতিটা পাখির ছবি যেন জীবন্ত।তিনি এছড়াও শাপ বাঘ হরিণ এর ছবিও তুলেছেন তবে উড়ন্ত মন আকাশের পক্ষিকেই মন প্রান সব দিয়েছেন।এমন পাখি প্রেমিকের প্রোফইল পড়ে কৃতার্থ হলাম এবং সাফল্য কামনা করছি।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ ভাই
শামীম চৌধুরী
আপনি আমার ভাইজান। একধারে বন্ধুও বটে। আপনার প্রথম দর্শনই আমাকে মুগ্ধ করেছিলো। যার ফলশ্রুতিতে অন্তর থেকেই আপনাকে শ্রদ্ধা করার অনুভুতি চলে আসে। ভালো থাকবেন ভাইাজন। ঈদ মুবারক।
মনির হোসেন মমি
ইদ মোবারক।
ভাল থাকবেন।সুস্থ থাকবেন।
আরজু মুক্তা
আমার তো মনে হয়, উনি পাখিগুলোকে নতুন জীবন দেন। আমরা যারা কখনোই যেতে পারবো না ঐ স্থানে বা ঐসব পাখিকে দেখারও সৌভাগ্য হবেনা, তাদের প্রাণ শামীম ভাই।
তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ইঞ্জা
সত্যি তাই আপু, উনি শুধু পাখি প্রেমি নন, উনি পরিবেশবাদীও।
ধন্যবাদ আপু।
শামীম চৌধুরী
আপু নতুন জীবন দান করার মালিক একমাত্র আল্লাহ। আমি শুধু প্রকৃতির এই অলংকারদে ফ্রেমে বন্দী করে আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি। আর আপনাদের এমন উৎসাহমূলক মন্তব্য ও ভালোবাসা আমাকে আরো বেশী কাজ করার উৎসাহের যোগান দেয়। দোয়া করবেন আমার জন্য। ভালো থাকুন। ঈদ মুবারক।
নিতাই বাবু
শামীম চৌধুরি দাদার প্রোফাইল সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য পোস্ট দাতাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। সাথে পাখিপ্রেমী শামীম চৌধুরী দাদার সফলতা ও দীর্ঘায়ু কামনা করছি। শুভ ব্লগিং।
রোকসানা খন্দকার রুকু
পাখিরা এতো জাতের, এতো সুন্দর হয় শামীম ভাইয়ের ক্যাপচার দেখে বুঝা যায়। কি সুন্দর সুন্দর ছবি দেন। একজন সুন্দর মনের মানুষই এমন কাজের সাথে জড়িত থাকতে পারেন। ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
ইন্জা ভাইয়ের জন্যও শুভকামনা। ব্লগারস পরিচিতি তুলে ধরার জন্য। পরের জনের অপেক্ষায় রইলাম।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ আপু। 😊
শামীম চৌধুরী
কৃতার্থ রইলাম দাদা।
শামীম চৌধুরী
আপু, আপনাদের ভালো লাগাই আমার পরিশ্রমে সফলতা। ভালো থাকুন। ঈগ মুবারক।
সুরাইয়া পারভীন
এমন অনেক পাখির না জেনেছি শামীম ভাইয়ার লেখা থেকে
যা আগে কখনো শুনিই নি। চমৎকার সব পাখির নাম, ছবি এবং তাদের সম্পর্কে জানতে পেরেছি শুধু ভাইয়ার পোস্ট থেকে। অনেক অনেক কৃতজ্ঞতা রইলো
ভালো থাকুন সবসময়
আরও অনেক অনেক পাখি দেখার প্রত্যাশায়ই রইলাম
ইঞ্জা
ইনশা আল্লাহ নিশ্চয় দেখবেন আপু, ধন্যবাদ নিরন্তর।
শামীম চৌধুরী
আমার সব কাজই আপনাদের। আপনারা পাখি সম্পর্কে জেনেছেন শুনে আমার পরিশ্রম সফল হলো। আপনাদের দোয়া ও ভালোবাসা আমার আগামী পথ চলার পাথেয়। ভালো থাকুন আপু। ঈদ মোবারক
শামীম চৌধুরী
আপনি যে আমাকে কতটা শ্রদ্ধা ও ভালোবাসেন তা আবারও প্রমান করলেন এই লেখায়। আপনার লেখা পড়ে আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আপনিই আমাকে পরিচয় করিয়েছেন এই সোনেলার উঠোনে। আমার একাউন্ট তৈরী করা থেকে শুরু করে যাবতীয় সব করেছেন আপনি নিজ হাতে। শুধু তাই নয় আপনার দেয়া পাসওয়ার্ড আজও পর্যন্ত ব্যাবহার করছি। বদলাই নি। তার কারন যে মানুষটির হাত ধরে এই সোনেলায় আসলাম তাকে মনে রাখার জন্য পাসওয়ার্ডটি থাকুক। যতবার লগইন করবো ততোবার আপনাকে স্মরণ করবো। আর এটাই আমার পরম তৃপ্তি।
লেখায় আপনি যতটুকু উচ্চ স্থানে অসীন করেছেন আমি আসলে ততোটুকু উচ্চ মানের হতে পারিনি। শ্রদ্বা ও ভালোবাসা থেকেই একজন আরেকজনকে নিয়ে এমন সুন্দর ও সাবলীল লেখা লিখতে পারেন। আবারো চিরকৃতজ্ঞ রইলাম। শুভ কামনা রইলো আপনি সহ সকল ব্লগারদের জন্য।
সবাই ভালো থাকুন এই মহামারিতে।
ইঞ্জা
ভাই আমি যা লিখেছি তার এক বিন্দুও বাড়িয়ে বলিনি, ভালোবাসা ও শ্রদ্ধা রইলো, রইবে সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
শেষপর্যন্ত ইঞ্জা ভাই সোনেলায় অনেক দিন পর হাজিরা দিলেন। যাকে নিয়ে লিখলেন সেই পাখি ভাইও এখন পোস্ট দিচ্ছেন না। যাইহোক পাখি ভাইয়ের পাখি নিয়ে পোস্ট গুলো খুউব বেশি বেশি মিস করি। দুজনার জন্যই অফুরন্ত শুভকামনা রইলো। আপনারা নিয়মিত হোন।
ইঞ্জা
আন্তরিক ধন্যবাদ আপু, নিশ্চয় আমি এবং শামীম ভাই দ্রুতই ফিরে আসবো লেখা নিয়ে।
ভাইয়ের ভালোবাসা জানবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ইঞ্জা
শুভকামনা আপু
শামীম চৌধুরী
খুব শীঘ্রই আসছি দিদিভাই।
হালিমা আক্তার
শামীম ভাই পোষ্টের মাধ্যমে এত সুন্দর সুন্দর পাখির কথা , পাখির নাম জানতে পেরেছি। ছবিও তুলেন চমৎকার। ব্লগার এবং লেখক দুজনের জন্য রইল অনেক অনেক শুভকামনা ।
শামীম চৌধুরী
আপনিও ভালো থাকবেন আপু। শুভ কামনা ও ঈদের শুভেচ্ছা রইলো।
ইঞ্জা
আমরা দুজনই ব্লগার কিন্তু শামীম ভাই তুলনাহীন, ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
শামীম চৌধুরী ভাইজান এখানে এসেছিলেন একঝাঁক পাখি নিয়ে। কতশত পাখির নাম জেনেছি তার কল্যানে!
এখানে তিনি ধারাবাহিক গল্প লিখেছেন, কবিতা লিখেছেন, ভ্রমণ নিয়ে লিখেছেন, খ্যাতিমান ব্যক্তিদের নিয়েও লিখেছেন। যারা তার লেখা পড়েছেন তারা একবাক্যে মেনে নিবেন ❝তিনি একের মাঝে অনেক❞
স্বভাবে বিনয়ী এবং সকলের শ্রদ্ধা পাওয়ার ব্যক্তিত্বের অধিকারী ব্লগার শামীম চৌধুরী ভাইজানের জন্য অনেক শুভ কামনা রইলো 🌹🌹
ব্লগার্স প্রফাইল এর শুরুটা আপনিই করলেন ইঞ্জা ভাইজান। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে 🌹🌹
শামীম চৌধুরী
আপনাদের সঙ্গে থাকতে পেরে আমি খুব ভাগ্যবান সাবিনা আপু। আমার জন্য দোয়া করবেন।
ইঞ্জা
সত্যি আপু, আমাদের শামীম ভাইয়ের তুলনা নেই।
ধন্যবাদ আপু, শুরু করেছি ঠিকই কিন্তু আর পোস্ট কই?
জিসান শা ইকরাম
বাংলাদেশে এত জাতের পাখি আছে, শামীম ভাইর পোষ্ট না পড়লে আমার জানাই হতো না।
পাখির ছবি তুলতে ভাইকে কত কষ্ট করতে হয়েছে তা জেনে ভাবি আমি, পাখি প্রেম অত্যন্ত বড় নেশা।
এই প্রেমের কাছে সমস্ত কষ্ট তুচ্ছ।
শামীম ভাই কেবল পাখির পোষ্টই দেন নি, তিনি একই সাথে ভ্রমন পোষ্টও দিয়েছেন।
ব্যস্ততার কারনে ভাই হয়ত আগের মত পোষ্ট দিচ্ছেন না,
তবে আশা করবো, যখনই সময় পাবেন উনি পোষ্ট নিয়ে হাজির হবেন আমাদের মাঝে।
শুভ কামনা শামীম ভাইর জন্য।
ইঞ্জা
পাখির ছবি তুলাকে আমি স্নাইপারদের সাথে তুলনা করি ভাইজান, স্নাইপাররা যেমন ঘন্টার পর ঘন্টা দূরবীনে চোখ রেখে শিকারের অপেক্ষায় থাকে, তেমনি শামীম ভাইরাও অপেক্কগায় থাকেন ছবি সংগ্রহে, এমন ধৈর্য্য সবাই রাখতে পারেনা ভাইজান।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
জিসান শা ইকরাম
ইঞ্জা ভাই আপনাকেও ধন্যবাদ, শামীম ভাইকে নিয়ে প্রথম ব্লগার্স প্রফাইল পোষ্ট দেয়ার জন্য।
ইতিপূর্বে স্বপ্ন পোষ্টও আপনি প্রথম দিয়েছিলেন।
শুভ কামনা।
ইঞ্জা
ভাইজান, এ আপনাদের ভালোবাসা এবং স্নেহের কারণে আমি করি, দোয়া রাখবেন।