ব্যক্তিগতভাবে শুধু তুমি আর আমি!!

শান ১ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৬:৫৪:০০অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

একদিন হুড তোলা রিকশায় পাশাপাশি বসে আমরাও খুব ব্যাক্তিগত হবো।রাস্তার পাশে রাখা ফুলের টবের দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দাড়িয়ে যাব। কোন ফুলের গাছটা আমাদের ভবিষ্যৎ সংসারের বারান্দায় জায়গা নেবে, তাই নিয়ে তর্ক হবে। ফার্নিচারের দোকান গুলো স্বপ্ন দেখাবে সাজানো কোন ঘরের। দুটো বারগার কিংবা চায়ের কাপ মুখোমুখি বসে শুনবে আমাদের কথা। লুকিয়ে চুমু খাবার বিব্রততায় আমরা হেসে ফেলবো। এই শহরে পাশাপাশি হাত ধরে বসে থাকার অধিকারটুকু নিশ্চিত করার জন্য বসে পরবো কোন এক রাস্তার পাশে। তখন হয়তো তুমি বলবে, চলো ফুচকা খাই। আমার খাওয়ার চেয়ে তোমার ফুচকা খাওয়া দেখতেই বরং বেশী ভাল লাগবে। যা বলা হয়নি কাওকেই, এমন কোন কথা বলবো আমরা। কিংবা খুব সাধারণ কোন কথাই হয়তো অসাধারণ হয়ে উঠবে। একটা গোপণ কালো তিলের আবিষ্কার, কিংবা খোলা চুলের ঘ্রাণ,অভিমান, চোখের কাজল,কপালের টিপ,চুড়ি ভর্তি হাত,নীল শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দেওয়া একটা ব্যাক্তিগত সন্ধ্যা একদিন আমারও হবে।।

৪৭৩জন ৪৭৩জন
0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ