নিঝুম রাতের দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
কালো অন্ধকারের মাঝে,
বিশাল বাংলার দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
পল্লীর ভাজে ভাজে।
প্রিয়ার দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
তার মুখ ভরা লজ্জায়,
মায়ের দিকে তাকিয়ে
খুজেছি তোমায়
তার কোমল শুভ্রতায়।
আকাশ যেন নীল প্রান্তর জুড়ে
ছড়িয়ে দিয়েছিল
তোমার বারতা,
আসবে তুমি চৈত্রের শেষে
একটু মুচকি হেসে
গোপনে বলেছিল আমায়
রক্তিম সবিতা।
মানিক পাগলার পক্ষ থেকে সোনেলা পরিবারের সবাইকে আগমনী বৈশাখের লাল গোলাপ শুভেচ্ছা -{@ -{@ -{@
বিঃদ্রঃ অনেক কষ্টে তিনটা লাল গোলাপের ব্যাবস্থা করা হইলো। সবাই ভাগাভাগি করে নিয়েন। :p
৭টি মন্তব্য
প্রহেলিকা
ধন্যবাদ শ্রদ্ধেয়। আমার কাছে আরো তিনটি আছে চাইলে আপনাকে দিতে পারি। -{@ -{@ -{@ :c কবিতা ভালো হয়েছে শুভ কামনা।
মানিক পাগলা
ধন্যবাদ 🙂
আপনার তিনটি লাল গোলাপ আমরা সবাই ভাগাভাগি করে নিলাম। 😀
শুন্য শুন্যালয়
গোলাপের এতো সংকট? এখন তো দেখছি গোলাপের পাপড়ি ভাগাভাগি করতে হবে ..:)
আপনাকেও শুভেচ্ছা ভাইয়া -{@
মানিক পাগলা
ধন্যবাদ শুন্যালয়
আপনার জন্য একটি পাপড়ির ৪ভাগের ১ ভাগ বরাদ্দ করা হইলো।
জিসান শা ইকরাম
সুন্দর হইছে ।
-{@ -{@
মানিক পাগলা
ধন্যবাদ জিশান ভাই -{@
মুইদুজ্জামান
গোলাপের সংকট অথচ কমেন্টে ৬/৭ টা গোলাপ আইয়া পড়ছে। -{@