
দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলো;
দেখলাম তুমি ভালো নেই,
নেই, তুমি ভালো নেই,
তাই তো মধ্যরাতে হন্যে হয়ে খুঁজছি তোমাকে।
উদ্ভ্রান্ত পাগলের মতো খুঁজছি,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক খুঁজছি,
খুঁজছি কারণ আমি তোমাকে ভালোবাসি।
তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
২৮টি মন্তব্য
সঞ্জয় মালাকার
তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
চমৎকার রচনাশৈলী উপলব্ধি, পগে ভালো লাগলো দিদি।
শুভ কামনা জানাবেন।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
শুভ সকালের শুভেচ্ছা
সঞ্জয় মালাকার
শুভ রাত্রী দিদি শুভেচ্ছা অফুরন্ত।
রাফি আরাফাত
তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
মনে রাখার মতো। ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
ভালই তো হলো আপু
শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
পর্তুলিকা
ঘোষিত প্রেমিকাই সেরা।
সুরাইয়া পারভীন
তা বেশ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
খেপে যাওয়া লেখা পড়তে ভালই লাগে।
বৈধতার ছাপ থাকলে কতই না সুন্দর ভাবে ভুলে থাকা যায়, অবৈধতাকে!
সুরাইয়া পারভীন
দারুণ বলেছেন কিন্তু ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
সুন্দর উপস্থাপন । মননশীল I
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
জিসান শা ইকরাম
প্রতিবাদী কবিতা ভালো হয়েছে ছোট আপু,
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
নৃ মাসুদ রানা
এরকমও হয়???
সুরাইয়া পারভীন
হয় বৈকি
আন্তরিক ধন্যবাদ জানবেন
তৌহিদ
স্বঘোষিত প্রেমিক বলে কথা! পালিয়ে যাবে কোথায় ?ভালোবাসার কবিতা ভাল লেগেছে আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
বৈধ হলে সমাজে কোনই সমস্যা নাই, সাবেকদের রাতের ঘুম যতোই হারাম হোক না কেন তাতে কার কিইবা আসে যায়।
সুরাইয়া পারভীন
তা বেশ বলেছেন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
শুভ সকাল
মনির হোসেন মমি
একটানে পড়ে ফেললাম।কিছু মুখের বুলি মন্ত্রই কী বৈধতার জন্য যথেষ্ট! তার মনের ইচ্ছে আকাঙ্খার কোন দাম নেই।সংসার যেন মন্ত্রের সাথে আত্মার সাথে নয়।খুব ভাল লাগল।
সুরাইয়া পারভীন
এই সমাজ দেয় না মনের দাম
ইচ্ছেরা তাই চাইলেও পারে না ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার সংসার করতে।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
নিতাই বাবু
কাপুরষ নামের পুরষগুলো এমনই হয়! আপনার লেখা কবিতা পড়ে সত্যি শরীরে জেদ ওঠছে!
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
অনন্য অর্ণব
হযবরল ….লিখলেই সব কবিতা হয়ে যায়? মাথামুণ্ডু কিছুই বুঝলাম না, দাঁড়াও আরেকবার পড়ে পরে আরেকটি মন্তব্য করবো হুম…😜😜
সুরাইয়া পারভীন
আমি কিন্তু একবারও বলিনি এটা কবিতা
তারপরও কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে জানালে ব্যাখ্যা করবো।