বেঁচে থাকার নানান রূপ …

জুলিয়াস সিজার ১৭ মার্চ ২০১৪, সোমবার, ১২:০৫:৩২অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য

আমি কখনো আমাকে নিয়ে বাঁচতে পারিনি,

আমি বেঁচেছিলাম অন্যদের নিয়ে,

অন্যদের উপরে।

কখনো আমার অসুখে মায়ের রাত জাগার টেনশনে,

আমার পরীক্ষার রেজাল্টের জন্য বোনের উৎকন্ঠায়।

কখনো আবার কারো একটি ফোন কলের অপেক্ষায়,

কারো একটি ক্ষুধে বার্তা পাওয়ার আনন্দে।

কারো অবহেলা পাওয়ার যন্ত্রনায়,

কারুকে জমানো কথাগুলো বলতে না পারার আক্ষেপে।

কখনো বা আবার কারো আসার অপেক্ষায়,

কখনো নিস্ফল ফিরে আসায়।

কখনো বন্ধুদের খুনসুটিতে,

কখনো ভাইয়ের ভালোবাসায়।

আমি কখনো নিজেতে ছিলাম না,

নিজেকে নিয়ে আমি কখনো বাঁচতে পারিনি।

৬৬৮জন ৬৬৮জন

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ