বৃষ্টি

এস.জেড বাবু ২৭ মার্চ ২০২০, শুক্রবার, ১২:৫১:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

একটা বৃষ্টি যেন বদলে দিতে পারে পরিবেশ।

একটা বৃষ্টি পরিচ্ছন্ন করে দিতে পারে চারপাশের বাতাসে মিশে থাকা উড়ন্ত পরমাণুসম ধুলিকনা আর যত বজ্য।

কেমন যেন বে-খেয়ালি হয়ে আছে প্রকৃতি,
নিজের স্বরূপ যেন ভুলতে বসেছে সহস্র কোটি বছরের শেষে।

শীতের শেষে বসন্ত পেড়িয়ে যায়,
যেন হাজার বছর ধরে তৃষ্ণার্ত হয়ে আছে ধরিত্রির বুক।

টিনের চালে ধুলির আস্তর, ধুল জমে আছে পাতায় লতায় আর দুনিয়ার সমস্ত সবুজের সৌন্দর্য-

একটা বৃষ্টি দাও বিধাতা-
স্বরূপে ফিরিয়ে দাও দুনিয়ার গোছানো প্রকৃতির আপন বৈচিত্র।
বর্ষণের শেষে উর্বর মাটির বুক চিরে দুটি খুঁড়ি মেলতে দাও সোনালী সূর্যটার ঘুম ভাঙ্গার কালে।

– 0-

১৩৬৮জন ১০৬৯জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ