বৃষ্টির ছড়া

অদ্ভুত শূন্যতা ২৬ জুলাই ২০১৩, শুক্রবার, ১১:৪৪:৩৯পূর্বাহ্ন বিবিধ ১৫ মন্তব্য

১.

বাতাস বেয়ে বৃষ্টি আসে বৃষ্টি আসে মনে,
মনটা আমার ঘুরে বেড়ায় অচিন নীপবনে।

 

২.

বৃষ্টি শুধু জলের ফোঁটা! অঝর ধারায় ঝরে,
টাপুর টুপুর বৃষ্টিক্ষণে মনটা কেমন করে।

 

৩.

বৃষ্টি পড়ে টাপুর টুপুর বৃষ্টি, তোমার পায়ের নুপূর,
একটা চুমু তোমার পায়ে, বৃষ্টি আমার সারা গায়ে।

২০৭২জন ২০৬১জন

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ