অদ্ভুত শূন্যতা জুলাই ২৬, ২০১৩ at ২:২৩ অপরাহ্ন ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ৩ নং টা পছন্দ করার জন্যে। সত্যি বলছি, আমার নিজের কাছেও এটাই সবচেয়ে বেশি পছন্দের। কিন্তু কাউরে সহজে বুঝাইতে পারিনা যে গভীর একটা রোমান্টিক ভাব রয়েছে ২য় লাইনটাতে!!
শিশির কনা জুলাই ২৬, ২০১৩ at ২:০৫ অপরাহ্ন দুই লাইনের ছড়াই তো ভালো , অল্প কথায় বুঝানো যায় । তবে লেখা কঠিন 🙂 ভালো লেগেছে ।
অদ্ভুত শূন্যতা জুলাই ২৬, ২০১৩ at ২:৪৮ অপরাহ্ন আমার কাছে দুই লাইনই সহজ, দুই লাইনের বেশি লিখতে খুব কষ্ট হয়। ধন্যবাদ শিশিরের কনা।
১৫টি মন্তব্য
আদিব আদ্নান
বৃষ্টি কাব্য বেশ ভালই জমছে দেখছি ।
অদ্ভুত শূন্যতা
জমলো আর কই, ভরা বৃষ্টির মতই তাদের পতনধ্বনি। :T
মিসু
বৃষ্টির ছড়া ভালো লেগেছে খুব , বিশেষ করে ৩ নং টা ।
অদ্ভুত শূন্যতা
ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ৩ নং টা পছন্দ করার জন্যে। সত্যি বলছি, আমার নিজের কাছেও এটাই সবচেয়ে বেশি পছন্দের। কিন্তু কাউরে সহজে বুঝাইতে পারিনা যে গভীর একটা রোমান্টিক ভাব রয়েছে ২য় লাইনটাতে!!
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগছে
অদ্ভুত শূন্যতা
ধন্যবাদ
জিসান শা ইকরাম
সুন্দর , কোমল
অদ্ভুত শূন্যতা
ধন্যবাদ, শুভচ্ছে।
শিশির কনা
দুই লাইনের ছড়াই তো ভালো , অল্প কথায় বুঝানো যায় । তবে লেখা কঠিন 🙂 ভালো লেগেছে ।
অদ্ভুত শূন্যতা
আমার কাছে দুই লাইনই সহজ, দুই লাইনের বেশি লিখতে খুব কষ্ট হয়। ধন্যবাদ শিশিরের কনা।
ছাইরাছ হেলাল
পা’ টুকু বাদে সব ই ঠিক আছে ।
প্রজন্ম ৭১
বাহ , সুন্দর ।
বনলতা সেন
সত্যি ই মন কেমন করা লেখা ।
সৈয়দ আলী উল আমিন
সুন্দর কবিতা।
মোঃ মজিবর রহমান
ব্রিস্টির ছড়া বর্ষায় অন্যন্য। ভাললাগা রেখে গেলাম।