বৃত্ত ভাঙো
হালিম নজরুল
বৃত্ত পরায় পায়ের বেড়ী
হাতকড়া দেয় হাতে,
বৃত্ত বাড়ায় কারার দেয়াল
আঁধার নয়ন পাতে।
বৃত্ত সৃজে আপন ও পর
ভেদাভেদের দেয়াল,
বৃত্ত চেনায় উচ্চ নীচু
কেউ কি করো খেয়াল?
বৃত্ত ভাঙো বিত্ত বাড়াও
বাড়াও আলো নিত্য,
এ বিত্ত নয় অর্থকড়ির
বিত্ত তোমার চিত্ত।
চিত্তে জ্বালাও আলোর মশাল
সাম্য আনো ডেকে,
সুখের হবে বসুন্ধরা
আঁধার যাবে ঢেকে।
—————–0 0—————-
২৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
বৃত্ত ভাঙবার আশা জাগানিয়া কবিতা,
যদিও খুব কঠিন তা বাস্তবে।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
আসলেই চিত্ত জ্বালাতে হবে। পৃথিবী সুন্দর হোক।
ভালো লাগলো, কবিকে আশাবাদী হতে দেখে।
হালিম নজরুল
ঠিক বলেছেন আপু
ফয়জুল মহী
দারুণ, মনোমুগ্ধকর ভাবনা
হালিম নজরুল
ধন্যবাদ ভাই
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর। চিত্তের আলো বাড়িয়ে বৃত্তের বেড়াজাল ভাঙতে হবে। ধন্যবাদ শুভ কামনা রইলো।
হালিম নজরুল
ঠিক বলেছেন আপু
মনির হোসেন মমি
চিত্তে জ্বালাও আলোর মশাল
সাম্য আনো ডেকে,
সুখের হবে বসুন্ধরা
আঁধার যাবে ঢেকে।
চমৎকার অনুভব। বৃত্ত ছাড়িয়ে আলো ছড়িয়ে পড়ুক সর্বোত্র।
হালিম নজরুল
ধন্যবাদ প্রিয়
মোঃ মজিবর রহমান
দারুন এক কবিতা। এই বৃত্ত ভাংতে পারা খুবই কঠিন।
বৃত্ত যাক ভেংগে স্বপ্ন উঠুক জেগে
সাম্য আসুক স্রোতের তেড়ে জোয়ারে
থাকব ভাল সবে
বাসস্থান হবে একত্রে
আনন্দ উৎফুল্ল জীবন কাটবে।
হালিম নজরুল
কঠিন। তবুও ভাঙার চেষ্টা করি। সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
অনেক তো হলো বিত্তে আবদ্ধ থাকা
এবার চিত্ত চেঁতিয়ে বিত্তের আবদ্ধতা ভেঙ্গে গুড়িয়ে দেবার পালা।
চমকার লিখেছেন কবিতাখানা
হালিম নজরুল
পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ
কামাল উদ্দিন
দারুণ লিখেছেন ভাই, আমাদের চিত্তের বৃত্তের প্রসারতাই সমাজকে সুন্দর করে তুলতে পারে…….শুভ সকাল।
হালিম নজরুল
ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য।
কামাল উদ্দিন
আপনাকেও আন্তরিক শুভেচ্ছা
দালান জাহান
বৃত্ত ভাঙো বিত্ত বাড়াও
বাড়াও আলো নিত্য,
এ বিত্ত নয় অর্থকড়ির
বিত্ত তোমার চিত্ত।
সব তো বলেই দিলেন। এখন তাই হোক।
হালিম নজরুল
তাই হোক।
ইসিয়াক
চমৎকার প্রকাশ।
শুভকামনা রইলো ।
হালিম নজরুল
অনেক অনেক ধন্যবাদ
তৌহিদ
আমাদের মনের চিন্তার গন্ডি প্রসারিত করাই উচিত। দারুণ কবিতা পড়লাম অনেকদিন পরে ভাই। নিয়মিত লেখা পাব আশাকরি।
ভালো থাকবেন সবসময়।
হালিম নজরুল
আপনাদের ভালবাসা টেনে আনে।ধন্যবাদ ভাই।
নিতাই বাবু
আজকের ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি। সাথে শুভ ফাল্গুনের শুভেচ্ছাও!
হালিম নজরুল
ধন্যবাদ দাদা। অনেক অনেক ভালবাসা রইল।