বিষাদখেকো মেঘ

নীরা সাদীয়া ১৫ এপ্রিল ২০১৯, সোমবার, ০৮:৪৬:১৫অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য

ঘরের জানালা গলে ঢুকে গেলো
এক টুকরো বিষাদ খেকো মেঘ।
ও মেঘ আমার সকল বিষাদ
নিমিষেই টেনে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেলো।
জানালার গ্রীল ছুঁয়ে,
কপাট ছুঁয়ে,
ধূলিকণা ছুঁয়ে
আমি খুঁজি ঐ ধূসর রঙা বিষাদের অস্তিত্ব।
নেই, নেই, কোথাও নেই সে বিষাদ।
আমায় নিঃস্ব করে সকল বিষাদ নিয়ে
পালিয়ে গেলো ঐ মেঘ।
আমি এখন তবে কি নিয়ে বাঁচি?

যাবার সময় মেঘ বলে গেলো,
নতুন কোন বিষাদের অপেক্ষায়
নতুন করে বাঁচো!

১৫.০৪.১৯

  • (ছবি: অন্তর্জাল থেকে নেওয়া)
১২৪৮জন ১০৫২জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ