ঘরের জানালা গলে ঢুকে গেলো
এক টুকরো বিষাদ খেকো মেঘ।
ও মেঘ আমার সকল বিষাদ
নিমিষেই টেনে নিয়ে হাওয়ায় মিলিয়ে গেলো।
জানালার গ্রীল ছুঁয়ে,
কপাট ছুঁয়ে,
ধূলিকণা ছুঁয়ে
আমি খুঁজি ঐ ধূসর রঙা বিষাদের অস্তিত্ব।
নেই, নেই, কোথাও নেই সে বিষাদ।
আমায় নিঃস্ব করে সকল বিষাদ নিয়ে
পালিয়ে গেলো ঐ মেঘ।
আমি এখন তবে কি নিয়ে বাঁচি?
যাবার সময় মেঘ বলে গেলো,
নতুন কোন বিষাদের অপেক্ষায়
নতুন করে বাঁচো!
১৫.০৪.১৯
২৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
বিষাদ দুর হয়েছে তো খুশি হবার কথা!
বিষাদের অপেক্ষায় থাকে নাকি কেউ?
নীরা সাদীয়া
জীবন মানেই বিষাদ। একটি বিষাদ যায় তো আরেকটি বিষাদ আসে। বিষাদের অভাবকেও বড্ড বিষাদময় মনে হয়।
জিসান শা ইকরাম
হ্যা বিষাদহীন জীবনও একঘেয়ে।
তৌহিদ
বিষাদ যদি ভালো কিছু নিয়ে আসে তবে বিষাদই ভালো। সুখী জীবন আসলেও একঘেয়ে।
নীরা সাদীয়া
বিষাদ কেবল ভাবায়, কাঁদায়। জানি না, ভালো কিছু আসবে কিনা।
তৌহিদ
শুভকামনা জানবেন।
প্রহেলিকা
প্রথমেই একটা কথা বলি,আমার ব্যক্তিগতভাবে মনে হলো “মেঘ” এবং “বিষাদ” শব্দটার অতি ব্যবহার পড়ার রিদমে একটু হোঁচট সৃষ্টি করেছে। শব্দ চয়ন এবং বিন্যাসে আরেকটু সতর্কতার দরকার ছিলো বলেই মনে হলো।
যাইহোক, খুব সুন্দর একটি কবিতা। শেষের চরণগুলো অসাধারণ। ক্ষুদ্র কিছু পঙতি হলেও যেন অলিখিত একটি গল্প খুঁজে পেলাম। ভালো লেগেছে খুব। প্রিয়তে পোস্ট!
নীরা সাদীয়া
প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি,সমস্যাগুলো ধরিয়ে দেবার জন্য। আসলে কবিতা লিখবো, এই ভেবে লিখতে বসিনি। মনের বিষাদগুলোকে উগড়ে দিতে চেয়েছিলাম। পরেরবার থেকে খেয়াল রাখবো।
এটা আসলেই একটা গল্পের মত।
অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন।
সাবিনা ইয়াসমিন
মেঘ পুরনো বিষাদ নিয়ে গিয়ে নতুন বিষাদ রেখে গেছে ! তারচেয়ে ভালো হতো যদি বৃষ্টি হয়ে ঝরে পড়তো। বিষাদের হাহাকারে নতুন মেঘের আগমন ঘটতো মেঘবালিকার জানালায়।
সুন্দর লেখা, বিষাদ-ভালোলাগা ছুঁয়ে গেলো মনে। ভালো থাকো, অনেক ভালোবাসা রইলো ❤❤
নীরা সাদীয়া
সত্যিই যদি বৃষ্টি হয়ে ঝড়ে পড়তো!
আপনার আইডিয়াটা মন্দ নয়।
অসংখ্য ধন্যবাদ আপি।
অনেক শুভ কামনা।
রিতু জাহান
বৃষ্টি হয়ে ঝরে পড়ুক তোমার বিষাদমাখা মেঘ।
☁ সাদা শুভ্র নীলাভ এক মেঘ উড়ুক জানলা গলে।
নীরা সাদীয়া
তাই হোক রিতু আপি। অনেক শুভ কামনা জানবেন।
ছাইরাছ হেলাল
কবিতার বিষয়ে কথা না বলি,
তবে বিষাদ কেটে যাক, তা কিন্তু চাই।
ভাল করেই ট্রাই করুন।
নীরা সাদীয়া
তাই যেন হয়।
শুভ কামনা জানবেন।
মনির হোসেন মমি
আসলে তাই যাদের জীবনে বিষাদ নেই তারা জীবনের আসল স্বাদ বুঝে না।কিন্তু আমরা চাই না আপনি বিষাদে বার বার ফিরে পান।
নীরা সাদীয়া
বিষাদ কেটে যাবে সেই প্রত্যাশা করার জন্য ধন্যবাদ। আপনাদের চাওয়াতেই হয়ত বিষাদ অনেকটা কেটে গেছে। একদিন আলোর মুখ নিশ্চই দেখবো। শুভ কামনা জানবেন।
মাহমুদ আল মেহেদী
বিষাদ আছে বলেই জীবনে সুন্দরের দাম।
নীরা সাদীয়া
তা ঠিক বলেছেন। কিন্তু বিষাদ কেটে সুন্দর দিন আসে অনেক দেরি করে। এই যা…..
শুভ কামনা জানবেন।
মোঃ মজিবর রহমান
বিষাদ আছে বলেই হইত আনন্দের মুল্যাওন হই। কিন্তু জিবনের বিষাদ যদি আটকিয়ে যায় তবে আনন্দ নিরানন্দই বটে।
নীরা সাদীয়া
হুম, এই বিষাদ আটকে গেলে খুব মুশকিল। বিষাদ কেটে আলো ফুটে অনেক দেরি করে…
শুভ কামনা।
মোঃ মজিবর রহমান
ভাল থাকুন।
নীলাঞ্জনা নীলা
বিষাদের মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ুক। যতোই বিষাদ আসুক না কেন, জীবন খুবই সুন্দর।
শুভ নববর্ষ আপুনি। মন ভালো হয়ে উঠুক তোমার। 💛💛
নীরা সাদীয়া
বিষাদ কেটে যাবে সেই প্রত্যাশা করার জন্য ধন্যবাদ। আপনাদের চাওয়াতেই হয়ত বিষাদ অনেকটা কেটে গেছে। একদিন আলোর মুখ নিশ্চই দেখবো। শুভ কামনা জানবেন।
নীলাঞ্জনা নীলা
আনন্দ চলে গিয়ে বিষাদ আসে আবার বিষাদ কেটেও যায়। এটাই তো জীবন।
ভালো থেকো আপুনি।
অপার্থিব
বিষাদ আছে বলেই হয়তো এখনো “বেঁচে থাকা” টিকে আছে, একারণেই হয়তো মেঘ এক বিষাদ রেখে আরেক বিষাদ নিয়ে যায়।
নীরা সাদীয়া
সত্যিই তাই। এজন্যেই হয়ত
বিষাদের কোন অভাব নাই এই জীবনে…..
শুভ কামনা।