বিষণ্ন সুন্দর

রকিব লিখন ২৫ ফেব্রুয়ারি ২০১৫, বুধবার, ১০:০৯:৪৫অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

হে অবারিত বিষণ্ন সুন্দর
অর্কিডে আলোক-সপ্তক প্রতিচ্ছবি
ভেসে উঠুক প্রোজ্জ্বল হয়ে প্রস্ফুটিত গোলাপ
হাসনা হেনার সুভাসিত প্রেম উন্মুক্ত বাতাসে

জলছবির জলরঙা জীবন
বোধের শীতর উম্মেষ
গোধূলীর আলোনীড়
রাখালের বাঁশি
বিষন্ণ বেহাগসুর
আহা! মধুময় জীবনের প্রতিধ্বনির গুঞ্জন

ফুল পিয়াসী ভ্রমর
অনন্ত নক্ষত্র-বিথী
অপ্সরী নৃত্যে দ্যেদুল তাল
আকাশ শঙ্খনীল
কারাগারে জীবন
ভাবনায় প্রোথিত বোধ
শোনে মৃত্যুর কোরাস

ধবল কাশবনে উড়ে শঙ্খচিল
গাঙ হয় মুরু
জীবন হয় দুঃখ সাগর
মরিচিকার চর…

হে অবারিত বিষণ্ন সুন্দর
অর্কিডে ছড়াও আলোক-সপ্তক ছবি।।

৪৯০জন ৪৯০জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ