সেদিনও___
পিচ ঢালা কালো পথে ছিল লাল পাপড়ি বিছানো
দু’ধারে সারি সারি কৃষ্ণচূড়া মৌনতায় দাঁড়ানো
বিশ্বাস করো, এটা শেষরাতের স্বপ্ন নয়, সত্যি
দিবা-রাত্রি, চন্দ্র-সূর্য, জীবন-মৃত্যুর মতই সত্যি।
অতঃপর___
সময়ে সামনে এলো পথে পথে কাঁটা বিছানো জীবন
নিদারুন সংগ্রামে টিকে থাকার বাস্তবতা কঠিন, ভীষণ
বিশ্বাস করো, আগামীর পথে হেঁটে যাওয়া পথটুকু
ভরদুপুরে তেতে উঠা সূর্যের মতই ছিল নির্দয় নিষ্ঠুর।
আজিকে___
আমার সবুজ আঙিনায় ছেয়ে আছে গোলাপি পাপড়িরা
রক্তিম কৃষ্ণচূড়ার আদলে নাম দিয়েছি গোলাপি কৃষ্ণচূড়া
বিশ্বাস করো, প্রতি গ্রীষ্মে স্মৃতি হাতড়ে এই বেঁচে থাকাটুকু
দীর্ঘ কারাবাস শেষে প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মতই সুখকর।
১০টি মন্তব্য
শুন্য শুন্যালয়
আজকের জন্যই তো বেঁচে থাকা, এই এমন একটা সুখকর জীবন হোক না স্মৃতি আঁকড়েই…
রিমি রুম্মান
স্মৃতি হাতরে বেঁচে থাকাও কখনো কখনো সুখকর…
ছাইরাছ হেলাল
প্রতীক্ষিত প্রত্যাবর্তন সুখকর হোক তা যদি স্মৃতি আকড়ে হয় , হোক না ।
অবশ্যই সুন্দর হয়েছে ।
রিমি রুম্মান
অনেক সুন্দর থাকবেন… শুভকামনা
মা মাটি দেশ
-{@ (y)
রিমি রুম্মান
ধন্যবাদ অশেষ …
জিসান শা ইকরাম
অনেক সুন্দর, কোমল।
রিমি রুম্মান
ধন্যবাদ … ভাল থাকুন…
ওয়ালিনা চৌধুরী অভি
‘ আমার সবুজ আঙিনায় ছেয়ে আছে গোলাপি পাপড়িরা
রক্তিম কৃষ্ণচূড়ার আদলে নাম দিয়েছি গোলাপি কৃষ্ণচূড়া
বিশ্বাস করো, প্রতি গ্রীষ্মে স্মৃতি হাতড়ে এই বেঁচে থাকাটুকু
দীর্ঘ কারাবাস শেষে প্রতীক্ষিত প্রত্যাবর্তনের মতই সুখকর। ‘ — সুন্দর
রিমি রুম্মান
অনেক অনেক সুন্দর থাকুন… আমার কবিতার চেয়েও সুন্দর…