আমরা সবাই কোন না কোন পেশার দ্বারা জীবিকা নির্বাহ করি ।

সবাই ই চায় নিজ পেশার চাহিদা বৃদ্ধি হোক সাথে নিজের ও আর্থিক উন্নতি হোক ।

দেখে নিই এই বিষয়ে কোন পেশার মানুষ মনে মনে কি চিন্তা করে । ।

সাংবাদিক :
সাংবাদিক এর আরেকটি নাম সাংঘাতিক । আসলেই তাই । এরা চায় সবসময় গরম খবর প্রচার করতে । দূর্ঘটনা ভাংচুর বিক্ষোভ এই গুলো প্রচার করে তাঁরা সবসময় চ্যানেল গরম রাখতে চায় । এজন্য এরা মনে মনে চায় প্রতিদিন এসব ঘটুক । এছাড়াও বিপদে পড়লে মানুষের অনুভূতি নিয়েও এদের অনেক কৌতূহল লক্ষণীয় । সত্যের সাথে মিথ্যা সুন্দরভাবে মিশিয়ে খবর পরিবেশন করাও এদের দায়িত্ব ।

উকিল:
এদের কাজই আইনের মারপ্যাচে মানুষকে সর্বশান্ত করা । দেশে যত অপরাধ বাড়বে সেই অনুপাতে এদের উপার্জন ও বাড়বে । তাই এরা মনে মনে চায় দেশে অপরাধ বৃদ্ধি পাক ।

ডাক্তার :
ডাক্তার আর ডাকাত নাকি এখন সমার্থক শব্দ । (সব ডাক্তার খারাপ নয় অন্তত সোনেলায় যারা ডাক্তার আছেন তারা তো নয় ই)
রোগীকে উল্টাপাল্টা টেস্ট করানো আর কোন মতে অপারেশন থিয়েটারে নিতে পারাটাই এদের আসল সফলতা । এরা মনে মনে চায় দেশের মানুষের রোগ ব্যাধি বেশী হোক । তাদের ইনকাম ও বাড়ুক ।

বাসমালিক:
এরা চায় চল্লিশ পয়সা তেলের দাম বাড়ুক । চল্লিশ পয়সা বাড়ালে এরা বাড়ায় চল্লিশ টাকা ।

সিভিল ইঞ্জিনিয়ার:
এরাই বর্তমানে মোটামুটি সৎ মানুষ । কারণ আপনার স্বপ্নের ভালবাসা টা এরাই তৈরি করে । এরা চায় মানুষ বেশি বেশি ভালবাসা তৈরি করুক ।
মানুষের ভালবাসা তৈরি করাই এদের কাজ ।

অবশ্য ইঞ্জিনিয়ার দের মাঝে কেউ কেউ আছে যাদের জন্য ইঞ্জিনিয়ার দের অনেকে ইনজানোয়ার ডাকে ।

সবার উদ্দেশে বলছি
এটা একটা ফানি পোষ্ট কেউ দয়া করে সিরিয়াললি নিবেন না ।

অনিচ্ছাকৃত ভাবে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি ।

৯১৩জন ৯১৪জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ