আমরা সবাই কোন না কোন পেশার দ্বারা জীবিকা নির্বাহ করি ।
সবাই ই চায় নিজ পেশার চাহিদা বৃদ্ধি হোক সাথে নিজের ও আর্থিক উন্নতি হোক ।
দেখে নিই এই বিষয়ে কোন পেশার মানুষ মনে মনে কি চিন্তা করে । ।
সাংবাদিক :
সাংবাদিক এর আরেকটি নাম সাংঘাতিক । আসলেই তাই । এরা চায় সবসময় গরম খবর প্রচার করতে । দূর্ঘটনা ভাংচুর বিক্ষোভ এই গুলো প্রচার করে তাঁরা সবসময় চ্যানেল গরম রাখতে চায় । এজন্য এরা মনে মনে চায় প্রতিদিন এসব ঘটুক । এছাড়াও বিপদে পড়লে মানুষের অনুভূতি নিয়েও এদের অনেক কৌতূহল লক্ষণীয় । সত্যের সাথে মিথ্যা সুন্দরভাবে মিশিয়ে খবর পরিবেশন করাও এদের দায়িত্ব ।
উকিল:
এদের কাজই আইনের মারপ্যাচে মানুষকে সর্বশান্ত করা । দেশে যত অপরাধ বাড়বে সেই অনুপাতে এদের উপার্জন ও বাড়বে । তাই এরা মনে মনে চায় দেশে অপরাধ বৃদ্ধি পাক ।
ডাক্তার :
ডাক্তার আর ডাকাত নাকি এখন সমার্থক শব্দ । (সব ডাক্তার খারাপ নয় অন্তত সোনেলায় যারা ডাক্তার আছেন তারা তো নয় ই)
রোগীকে উল্টাপাল্টা টেস্ট করানো আর কোন মতে অপারেশন থিয়েটারে নিতে পারাটাই এদের আসল সফলতা । এরা মনে মনে চায় দেশের মানুষের রোগ ব্যাধি বেশী হোক । তাদের ইনকাম ও বাড়ুক ।
বাসমালিক:
এরা চায় চল্লিশ পয়সা তেলের দাম বাড়ুক । চল্লিশ পয়সা বাড়ালে এরা বাড়ায় চল্লিশ টাকা ।
সিভিল ইঞ্জিনিয়ার:
এরাই বর্তমানে মোটামুটি সৎ মানুষ । কারণ আপনার স্বপ্নের ভালবাসা টা এরাই তৈরি করে । এরা চায় মানুষ বেশি বেশি ভালবাসা তৈরি করুক ।
মানুষের ভালবাসা তৈরি করাই এদের কাজ ।
অবশ্য ইঞ্জিনিয়ার দের মাঝে কেউ কেউ আছে যাদের জন্য ইঞ্জিনিয়ার দের অনেকে ইনজানোয়ার ডাকে ।
সবার উদ্দেশে বলছি
এটা একটা ফানি পোষ্ট কেউ দয়া করে সিরিয়াললি নিবেন না ।
অনিচ্ছাকৃত ভাবে কারও মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
১৯টি মন্তব্য
নির্বাসিত নীল
ইন্টারেস্টিং………।
সঞ্জয় কুমার
হুম । ইন্টারেষ্টি বটে ।
সাইদুর রহমান সিদ্দিক
মজা পেলাম
সঞ্জয় কুমার
ধন্যবাদ সিদ্দিক ভাই
জিসান শা ইকরাম
হা হা হা হা , ভালোই লাগলো ।
সোনেলার ডাক্তাররা সবাই ভালো 🙂
সঞ্জয় কুমার
lol
লীলাবতী
:D) :D) :Happy:
সঞ্জয় কুমার
ধন্যবাদ
খসড়া
ফানি পোস্ট 🙂 আপনি কোন দলভুক্ত।
সঞ্জয় কুমার
শেষের টা
শুন্য শুন্যালয়
মজা পেলাম ভাইয়া। ইনজানোয়ার আজকে শব্দটা নতুন শুনলাম 🙂
সঞ্জয় কুমার
আমরা প্রতিনিয়ত শুনি
অলিভার
কিছু জিনিষ কিন্তু সত্যিকার অর্থেই মিলে যায় বাস্তবতায় :Wink:
সঞ্জয় কুমার
হয়তো বা @অলিভার ভাই
আজিজুল ইসলাম
কিছু মনে করবেন্না সম্মানিত ব্লগার, অন্যকে দোষ দিলেন আর নিজের গুনগান গাইলেন। সিভিল ইঞ্জিনিয়ারদের আপনি সৎ বললেন? এই পেশার সরকারী লোকেরা অন্য পেশার মানুষজনের মত অধিকাংশই অসত। তবে বেসরকারী এদের চাকরীতে মালিকের কারনে এদের অসত হওয়ার সুযোগ কম বলে তথাকথিক সৎ থাকতে বাধ্য হয় এরা।
সঞ্জয় কুমার
আমি তো প্রথমেই এবং শেষেও বলেছি এটা যাষ্ট ফান পোষ্ট কাওকে অপমানিত করার জন্য লিখিনি
সিরিয়াস ভাবে নিচ্ছেন কেন ?
ইঞ্জিনিয়ারদের ভাল মন্দ উভয়ই বলেছি
ভালো ইঞ্জিনিয়ার রা ইনজানোয়ার নন ।
ভাল ডাক্তার রা ডাকাত নন
কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ
সঞ্জয় কুমার
আপনার মত একজন অভিজ্ঞ মানুষের সাথে আমি হয়ত যুক্তি তে পারব না । বয়সে আপনি আমার পিতার প্রায় সমমানের । ভুল ত্রুটি বা আমার কোন কথায় মনে কষ্ট পেলে অবশ্যই ক্ষমা করবেন । ভাল থাকবেন আঙ্কেল ।
আজিজুল ইসলাম
ওকে। মনে কষ্ট পাওয়ার কোন কথা আসছেনা এখানে। কথা হচ্ছে যে, ঘুষখোর একটা সম্প্রদায়কে আপনি সৎ বলছেন আর তুলনামূলকভাবে কম ঘুষখোরদের আপনি বলছেন অসৎ।
ফান হলেও কথা তো বলেই যাচ্ছেন।
আরেকটা কথা, আপনি বিতর্কিত বিষয়গুলির অবতারণা করেন বেশী। রমজানে দোকান খোলা নিয়ে কথা বলে বিরুপ সমালোচনায় পড়লেন।
বিতর্কিত বিষয়গুলির অবতারনা আশা করি আর করবেননা। কত টপিক্ আছে! সবরকমের পড়াশুনা করেন, লেখার বিষয়বস্তু পেয়ে যাবেন আপনাআপনি।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনাকে মূল্যবান পরামর্শের জন্যে