বিনোদিনী বর্ষা

রোকসানা খন্দকার রুকু ১৬ আগস্ট ২০২০, রবিবার, ০৯:২৪:০৮অপরাহ্ন সমসাময়িক ২৫ মন্তব্য

“বর্ষায় ঝরঝর সারাদিন ঝরছে,

মাঠ ঘাট খাল বিল থৈ থৈ করছে।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা।

“যদি মন কাঁদে তবে চলে এস,চলে এস।

এক বরষায়”হুমায়ূন আহমেদের গান।

বরষা নিয়ে কবি সাহিত্যিকদের অনেক অনবদ্য রচনা রয়েছে যা আজও আমাদের মন কেড়ে নেয়।

বসন্ত নাকি ঋতুরাজ। বর্ষা বিদায় নিয়েছে।আমার বর্ষাকেই ঋতু রাজ বলতে ইচ্ছে করে। বর্ষার সৌন্দর্যটাই অন্যরকম। সারাদিন টুপটাপ ঝরতে থাকে, প্রকৃতি মাথা নত করে উপভোগ করে।এ সৌন্দর্য আমাদের জন্যও অন্যরকম উপভোগ্য।বৃষ্টি এলেই মনটা ভেজার জন্য আনচান করে ওঠে। কেমন উদাস উদাস লাগে।সব থাকার পরও মনে হয় কি যেন নেই। বৃষ্টি প্রেমিক মেয়েরা নিজেকে বৃষ্টি স্নানে জুবুথুবু করে ধন্য হয়। পাশের বাড়ির যুবক ছেলেটিও সুযোগ খোঁজে বৃষ্টিস্নাত মেয়েটির সৌন্দর্য দেখবার।

“আজি ঝরো ঝরো মুখরও বাদরও দিনে জানিনে;জানিনে,

কেন যে কিছুতে মনও লাগেনা লাগেনা।”এরকম অনুভুতি কাজ করতে থাকে।

 

বাচ্চারাও কম যায় না।অযথাই দৌড় ঝাঁপ করে পানিতে ভিজতে থাকে।মায়েরা লাঠি হাতে তাদের ফেরানোর বৃথা চেষ্টা চালায়।ভিজতে ভিজতে ঠোঁট সাদা হয়ে কাঁপুনি শুরু হলে ফিরে আসে।মা তখন তাদের শাসনের সুরে গা মুছে সরিষার তেল দিয়ে মুড়ি মেখে দেয়।

কৃষক বৃষ্টির গান গাইতে গাইতে জমিতে হালচাষে নেমে পরে।এ যেন মহা আনন্দ যজ্ঞ।

মাছেরা নবযৌবনা হয়।লেজ নেড়ে নেড়ে সঙ্গীদের নিয়ে ডিম দেয়।নদী,মাঠ-ঘাট,পুকুর উপচে যায় বৃষ্টির পানিতে। নদীর পাড়ের মানুষরাই শুধু না,উজানের মানুষও বিভিন্ন প্রকার জাল নিয়ে মাছ ধরতে নেমে পরে।খেয়েদেয়ে অতিরিক্ত মাছ শুটকি বানায়।

এ সময় জেলেদের নদীতে মাছ ধরা দেখলে আমারই কেমন গা ছমছম করে।কি উত্তাল ঢেউ!যে চাচার কাছে নদীপাড়ে গিয়ে মাছ কিনি তাকে জিজ্ঞেস করলাম- চাচামিয়া ঢেউএ ভয় করে না?

সহজাত উত্তর- আমি ভয় পাইলে তোমরা খইবা কি?

সত্যিই তো দেশী মাছের অতুলনীয় স্বাদ! ওনারা সাহসী পদক্ষেপ নেয় বলেই আমরা খেতে পারি।

গ্রামে যুবক ছেলেরা পুলের মাথায় একত্রিত হয় পুকুর থেকে বের হওয়া মাছ ধরতে।সারাদিন এমনকি রাতেও জাল ফেলে ফেলে মাছ ধরে।সবাই একসাথে জাল ফ্যালে।কেউ একটাও পায়না আবার কেউ বড়সড়টাই পায়। সমস্বরে সবাই আনন্দ চিৎকার দেয়। বাড়িতে একা থাকা বউটির কান পাতা থাকে পুলের পাড়ে।সে চিৎকার শুনে লাল হয়,আঁচলে মুখ ঢেকে মনে মনে আনন্দিত হয়,বড় মাছটি বুঝি তাঁর জনই পেল।মেয়েরা বাপের বাড়ি বেড়াতে আসে। হিন্দু সম্প্রদায়ের অনেক গল্প কাহিনীও আছে বর্ষা নিয়ে। মোটামুটি একটা আমেজে ভরে থাকে বর্ষাকাল।

নদীমাতৃক দেশ বাংলাদেশ।

‘মাছে ভাতে বাঙ্গালীয়ানা‘দেশটির গলপ  অন্য সব দেশের মুখে মুখে। সেই দেশ আর তার আশীর্বাদপুষ্ট বর্ষা এখন পরিনত হয়েছে অভিশাপে।নদী পাড়ের সুখী মানুষগুলো বর্ষার পানিতে প্রত্যেক বছর ভাসতে থাকে। ভেলা বানায়, চৌকির উপর চুলা বসিয়েও রক্ষা হয়না।আশ্রয় নেয় রাস্তায় ও বিভিন্ন বাঁধে।গতদুমাস ধরেই দেশে বন্যা চলছে।প্রায় বএিশটি জেলার মানুষ পানিবন্দী হয়ে ভোগান্তির শিকার। কোথাও কোথাও পানি নামতে শুরু করেছে। সেখানকার মানুষজন ফিরতে শুরু করেছে বাড়িতে। ঘরবাড়ি পানিতে ডুবে থেকে পঁচে গ্যাছে।সরকারী-বেসরকারী সহায়তায় চলছে মেরামতের কাজ।আবার শুরু হবে,পরের বর্ষার আগ পর্যন্ত জীবনযাপন।

 

প্রতিবছরই জনসংখ্যার বিরাট একটা অংশ এই দূর্ভোগের শিকার হয়। অসহনীয় দৃশ্য! সারাদিন বৃষ্টি হয়েই চলছে আর মানুষজন রাস্তা ও বাঁধের ওপর প্লাষ্টিক ত্রিপালের ঘর বানিয়ে গরু,ছাগল,ভেড়া,হাঁস,মুরগি সহ একত্রে বসবাস করছে।

সারাদুপুর অপেক্ষায় থাকে কখন খাবার আসবে।আসে হয়ত,শেষ বিকেলে সামান্য খিচুড়ি।কোনকোনদিন আসেই না।এমনি করে খেয়ে,না খেয়ে পার করে বন্যা।আবার ফিরে যায় নিজ বাড়িতে।

আমি দীর্ঘদিন NGOতে কাজের সুবাদে মানুষের দূর্ভোগ এর সাথে পরিচিত।একদিন একজনকে বললাম-

চাচী আম্মা এতকষ্ট করে কেন নদী পাড়ে থাকেন বা ফিরে আসেন?

সাবলীল উত্তর-আমগো কে ঠাঁই দিব গো মা।কই যামু।আমার বাবুই পাখির কবিতা মনে পড়ে গেল-” নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা”।

বছরের পর বছর নদীপাড়ের মানুষের এই দূর্ভোগের স্হায়ী সমাধান কি নেই?থাকলে সেটা কি?

BIWTA (বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়)এর এক উর্ধ্বতন কর্মকর্তা যিনি সারাবছর নদীতে অবস্থান করেন।এবং কাজ করেন। পরিচিতির সুবাদে তাঁকে প্রশ্ন করেছিলাম- আপনারা এত কাজ করেন লাভ তো দেখিনা। বন্যা হয়েই যায়।তাঁর প্রতিউত্তরে আমার মাথায় হাত।

“আমরা সরকারের অতি স্বল্প বাজেটে যে কাজ করি তা ১০০ ভাগের ১০ ভাগ।দেশের সব নদী ময়লা-আবর্জনায় ভরে গ্যাছে।আর পলি ও ভাঙ্গনে নিজের গতিপথ হারিয়ে ফেলেছে।নদীর মাঝে ভরাট হয়ে গ্যাছে।তাই বর্ষায় যে পানি হয় তা ধারন ক্ষমতা নদীর থাকেনা।ফলে বন্যা হয়।

বন্যা রোধ করতে গেলে নদীর গতিপথ তৈরী করতে হবে।আধমরা নদীগুলো ড্রেজিং করতে হবে।নদীর গভীরতা বাড়লেই আর বন্যা হবেনা।আমাদের এর জন্য বিরাট বড় সর বাজেট দরকার।আর আমাদের যেহেতু প্রয়োজনীয় ইকুইপমেন্ট নেই তাই বিদেশি কোম্পানিকে কন্টাক্ট করতে হবে।এত টাকা আমাদের কোথায়?

আমি দীর্ঘশ্বাস ফেললাম।আশাবাদী মানুষ আমি।চোখের সামনে উন্নত দেশের মত;আমাদের টলটলে নদীর পানি ভাসতে থাকল। স্বপ্নের পদ্মা সেতু যেমন নিজের দেশের টাকায় হচ্ছে তেমনি একদিন এটাও হবে।আমরা নাতি নাতনী নিয়ে নদীপাড় ধরে ভ্রমনে বের হব।খুশিতে মনটা নেচে উঠল।

১৭৩৬জন ১৪৭৫জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ