বিনিদ্র প্রহরী

অনন্য অর্ণব ১৭ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:০৫:০৬পূর্বাহ্ন কবিতা ২৪ মন্তব্য

আপনি কি মহাকাব্য পড়েছেন কখনও
যদি না পড়েন তবে আমি বলবো-
আপনি বত্রিশ নাম্বারে যান,
অগণিত মহাকাব্যের সমারোহ নিয়ে চিরজাগ্রত সেথা-
বঙ্গবন্ধুর দুটি বিনিদ্র আঁখি।

সাবধান !
ভুলেও সে কবিতা কপি করার-
দুর্ভেদ্য দুঃসাহস করবেন না,
সহস্র মহাসাগর শুকিয়ে যাবে অবলীলায় –
তবু সন্তানের প্রতি পিতার অগাধ প্রেমের
অশেষ কাব্যের যবনিকা টানা যাবে না ।

আমি গর্বিত আমি বাংলা পেয়েছি
আমি গর্বিত আমি বঙ্গবন্ধুকে পেয়েছি।।

সাতচল্লিশ থেকে একাত্তর
প্রাচ্য থেকে পাশ্চাত্যে একটাই আশ্চর্য ছিলো দীপ্যমান
সে কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।

উত্তরা ঢাকা

৬৩৯জন ৪৯৬জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ